Last updated on July 24th, 2023 at 11:35 pm
আপনারা যারা ইন্ডিয়া ভ্রমনে যেতে চাচ্ছেন তাদের প্রথম যে জিনিসটি দরকার তা হল ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করার জন্য আপনারা হয়ত অনেকেই কোন এজেন্ট দিয়ে ভিসার ফর্ম পুরন ও ভিসা ফি পরিশোধ করিয়ে থাকেন। এজন্য গুনতে হয় অতিরিক্ত খরচ। এছাড়া ফর্ম পুরনেও মাঝে মাঝে ভুল হয়ে থাকে যেগুলো নিজে করলে এড়ানো সম্ভব। এখন আপনি কিন্তু কোন এজেন্টের সহায়তা ছাড়াই নিজে নিজেই করে ফেলতে পারেন ফর্ম পুরন থেকে শুরু করে জমাদান পর্যন্ত সকল কাজ।
ইন্ডিয়ান ভিসার এপয়েনমেন্ট পদ্ধতি চালু সম্পর্কে আপডেট
এখন থেকে নতুন নিয়মে ভিসা আবেদন জমা দেয়ার জন্য ফর্ম পুরন করে পেমেন্ট এর সময় এপয়েনমেন্ট নিয়ে তারপর ওই নির্দিষ্ট তারিখে ও সময়ে আইভ্যাকে গিয়ে ভিসা আবেদন জমা দিতে হবে। ফরম পুরন করার এপয়েনমেন্ট নিতে ও পেমেন্ট করতে যেতে হবে ই ঠিকানায় payment.ivacbd.com
আজ এখানে আমি আপনাদের ইন্ডিয়ান ভিসা পাওয়ার উপায় তথা ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম বিস্তারিত জানাবো। কিভাবে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন ও ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে, কোথায়, কিভাবে আবদনপত্র জমা দিবেন ইত্যাদিসহ সবকিছু সাথে আমার নিজের আবেদন জমা দেয়ার অভিজ্ঞতা। আমি গত ৫/৬ বছরে একাধিকবার ভিসা করেছি ও অনেক মানুষের ভিসা আবেদন করতে সাহায্য করেছি বিভিন্ন তথ্য দিয়ে।
আপনারা যারা লেখা পড়তে পছন্দ করেন তারা এই লেখাটি পড়ুন। তবে যারা ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমি ‘ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর A-Z’ নামে ‘Nirbodh‘ এর ইউটিউবে চ্যানেলে একটি সিরিজ শুরু করছি। সব ভিডিও এখন আপলোড করা হয়নি। তবে এই সপ্তাহের মাঝেই সব দিতে চেষ্টা করব। আমি নিজে আবার সামনের সপ্তাহে ভিসা আবেদন করব আর সেই এক্সপেরিয়েন্স থেকে নতুন করে সব তথ্য দেয়ার জন্যই একটু অপেক্ষা করছি। এছাড়া এই লেখাটির মাঝে মাঝেও ওই সেকশন রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছি আপনার সুবিধার জন্য। আর এখানে সম্পুর্ন প্লে-লিস্ট দিয়ে দিচ্ছি।
লেখাটি অনেক বড় বিধায় পছন্দমত অংশে দ্রুত নেভিগেট করতে এই ‘Quick Navigation’ মেনুটি ব্যবহার করতে পারেন। ‘Quick Navigation’ এর পাশের [show] তে ক্লিক করলেই সম্পুর্ন মেনু দেখতে পারবেন।
Table of Contents
- 1 ইন্ডিয়ান ভিসার এপয়েনমেন্ট পদ্ধতি চালু সম্পর্কে আপডেট
- 2 শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো কি কি।
- 3 ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- 4 ১. ভারতীয় ভিসার আবেদন ফরম প্রস্তুত করা
- 5 ২. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ
- 6 ৩. ভিসা আবেদন ফি পরিশোধ করা
- 7 ৪. ভিসা আবেদন জমা দেয়া
- 8 ৫. পাসপোর্ট সংগ্রহ করা
- 9 ৬. সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো কি কি।
১. আবেদন ফর্ম রেডি করা (পুরণ করা, ছবি আর স্বাক্ষর দেয়া)
২. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ
৩. ভিসা আবেদন ফি পরিশোধ করা
৪. ভিসা আবেদন জমা দেয়া
৫. পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেয়া।
মনে রাখবেন এখন কোন কেন্দ্রেই কোন ধরণের ভিসার জন্যই অ্যাপয়েন্টমেন্ট বা ইটোকেন লাগে না।
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনারা যারা জানেন কিভাবে কি করতে হয়, শুধু জানতে এসেছেন যে কি কি ডকুমেন্ট লাগবে এখং এত বড় লেখা পড়ার সময় নেই তাদের জন্য এটুকুই যথেষ্ট। তাহলে চলুন এখন, যেসব কাগজপত্র জমা দিতে হবে তা এক নজরে দেখে নিই। এখানে সব ডকুমেন্ট যে ক্রমে জমা দিতে হবে সেই ক্রম অনুযায়ী নিচে দেয়া হল। IVAC গেলেই দেখবেন উচ্চসরে বারবার বলা হবে যে এই ক্রমে কাগজ রেডি করুন।
তবে আপনারা সব বিষয় সম্পর্কে আরো ভাল করে জানার জন্য আমার ভিডিওটিও দেখতে পারেন।
- পাসপোর্ট
- এককপি ২x২ ইঞ্চি মাপের প্রিন্টেড ছবি ও আরেকটি সফট কপি (শুধু অনলাইন আবেদনের সময় লাগবে)
- পুরনকৃত ফর্ম (প্রিন্টেড)
- স্মার্ট কার্ড/এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি
- ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল)
- পেশার প্রমাণপত্র (বেসরকারি চাকুরিজীবি হলে NOC, সরকারি চাকুরিজীবি হলে NOC/G.O>., ছাত্র হলে আইডি কার্ড বা বেতনের রশিদ, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর পেশা কৃষি হলে জমির খতিয়ানের ফটোকপি)
- ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনডোর্সমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কার্ডের কপি
- পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
- সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে)
- অন্য কোন সাপোর্টিং কাগজ যদি দিতে চান।
- পূর্ববর্তি সকল পাসপোর্ট। যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর হারিয়ে গেলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট দিতে হবে।
সকল কাগজপত্রের মেইন কপি নিয়ে যাবেন, ওরা দেখতে চাইবে। না দেখাতে পারলে জমা নাও নিতে পারে। কাগজগুলো স্ট্যাপল করার দরকার নেই, ওরা বলে স্ট্যাপল করা থাকলে খুলে ফেলতে। আপনি চাইলে একটা ফাইলে সব নিতে পারেন।
এখানে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য যেসব ডকুমেন্ট লাগে তা উল্লেখ করা হয়েছে। অন্যান্য ভিসার জন্য আমার লিখা পোস্ট পড়ূন।
- নিজেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার নিয়ম (কোথায়, কিভাবে, কি কি লাগবে সবকিছু)
- ইন্ডিয়ান ট্রানজিট ভিসা আবেদনের বিস্তারিত নিয়ম
ব্যাবসা ভিসার জন্য প্রধান সব ডকুমেন্ট একই তবে আলাদা আলাদা কিছু ডকুমেন্ট লাগে। আপনারা IVAC এর সাইট থেকে জেনে নিতে পারেন। 🙂
১. ভারতীয় ভিসার আবেদন ফরম প্রস্তুত করা
আবেদনপত্র পুরন করার আগে আপনার ছবির একটা সফট কপি লাগবে যেটা আপনাকে একেবারে শেষ ধাপে আপলোড করতে হবে। তাই আগে থেকেই রেডি রাখুন। ওদের মতে ”ডিজিটাল ছবি ও একটি রঙ্গীন ছবি (উভয় ছবিই একই হতে হবে এবং তিন মাসের কম সময়ের মধ্যে তোলা হতে হবে।”
ভিসা আবেদন ফরমটি কিভাবে পুরন করবেন সেটা বিস্তারিত দেখুন আমার নতুন করা ভিডিও টিউটোরিয়ালটিতে। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে অথবা নিচের ছবিতে।
এখন ইন্ডিয়ান ভিসা ফরম পুরন করতে যান চলে এই লিংকে https://indianvisa-bangladesh.nic.in/visa/index.html তারপর ‘Online Visa Application‘ লিংকে ক্লিক করে তথ্য পুরন করা শুরু করুন।
উপরের স্যাম্পল ফাইল দেখলেই বুঝবেন কি কি তথ্য কোথায় দিতে হবে। শুধু যেখানে ইন্ডিয়ার কোন রেফারেন্স চাইবে সেখানে যেকোন হোটেলের নাম ঠিকানা, টেলিফোন দিলেই হবে। গুগল ম্যাপে সার্চ দিলেই অনেক হোটেলের নাম পাবেন। একি ভাবে শেষের দিকে ভারতে কোন হোটেলে থাকবেন সেইরকম হোটেলের নাম চাইবে, সেখানেও সেইম হোটেলের নাম, ঠিকানা, টেলিফোন দিন।
১.১ ভিসা ডিটেলস
আপনি কি ভিসা চাচ্ছেন, কত মাসের জন্য, এন্ট্রি সংখ্যা ও সবচেয়ে গুরত্বপুর্ন হল পোর্ট সিলেকশন অংশ।
আপনাকে একেবারে প্রথম দিকেই ‘Visa Type’ সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু টুরিস্ট হিসেবে যাচ্ছেন সেহেতু ‘TOURIST VISA’ সিলেক্ট করুন।
কত মাসের ভিসা চাচ্ছেন এখানে আপনি ৩, ৬, ১২ আপনার যেটা দরকার সেটা দিতে পারেন। তবে ১২ দেয়াই ভাল, কেননা ওরা চাইলে ১২ বদলে ৬ মাস দিতে পারে। কিন্তু আপনি ৩ মাস চাইলে তো আর ওরা ৬ মাস দিবে না।
No of Entries অপশনে আপনি কতবার ভারতে প্রবেশ করতে চান সেটা দিবেন। আপনি SINGLE অথবা MULTIPLE যেতা দরকার দিতে পারেন। তবে ভিসার মেয়াদের মাঝে একাধিকবার যেতে চাইলে MULTIPLE দিবেন।
সবচেয়ে গুরত্বপুর্ন অংশ হল পোর্ট সিলেকশন। মানে যাওয়া আসার জন্য কোন পোর্ট সিলেক্ট করবেন। যেমন ধরুন আমাদের দেশে ৩ টা পোর্ট খুবই জনপ্রিয়। হরিদাসপুর/বেনাপোল, ডাউকি/তামাবিল ও চ্যাংড়াবান্ধা/বুড়িমারি। যারা শিলং যেতে চান তারা BY ROAD DAWKI, যারা দার্জিলিং যেতে চান তারা Changrabandha ও যারা কলকাতা বা কলকাতা হয়ে ইন্ডিয়ার অন্য শহর যাবেন তারা Haridaspur সিলেক্ট করবেন। এখন আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আপনার যেকোন পোর্টের ইন্ডিয়ার ভিসা থাকলেই আপনি ইন্ডিয়ার যেকোন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, Haridaspur ও Agartala দিয়ে গাড়িতে, ও Gede দিয়ে রেলে যেতে পারবেন। তাই আমার মতে আপনি প্রিফারেন্সের ভিত্তিতে অন্য যেকোন পোর্ট সিলেক্ট করতে পারেন কেননা আপনি Agartala & Haridaspur by Road, by Rail Gede and AIR তো ফ্রি পাচ্ছেনই এর সাথে। তাই আমি আমার বেলায় ‘BY ROAD DAWKI’ সিলেক্ট করেছিলাম। আশা করি বুঝতে পারছেন।
সবার শেষে ছবি আপলোড করে ফর্মটি প্রিন্ট করে নিন।
এখন এক কপি ২x২ ইঞ্চি মাপের ওই একই ছবির একটি ছবি আঠা দিয়ে লাগিয়ে নিন।
এখন ছবির ঠিক নিচের বক্সে ও ২য় পেইজের নিচে ডান দিকে পাসপোর্টের মত স্বাক্ষর করুন।
ব্যাস হয়ে গেল ফর্ম রেডি।
১.২ মনে রাখবেন
- ফর্ম পুরন শুরু করার পর ওরা একটা Temporary ID দিবে। এইটা সেইভ করে রাখুন। কারন কোন কারণে সার্ভারে সমস্যা থাকলে বা আপনি বাকি অংশ পরে পুরন করতে চাইলে এই লিংকে গিয়ে ‘Complete Partially Filled
Form’ এ ক্লিক করে Temporary ID ও ক্যাপচা দিয়ে আবার আগের জায়গা থেকে শুরু করতে পারেবেন। - ফর্ম সম্পুর্ন পুরন হয়ে গেলে আর নিজে এডিট করতে পারবেন না। তবে আবেদন কেন্দ্রে গেলে ওরা ঠিক করে দিবে, কিন্তু ফি ৩০০ টাকা।
- ফর্ম পুরন করার পর ওই দিনসহ মোট ৯ দিন ফর্ম ভ্যালিড থাকে। তার মানে ওইদিন বাদ দিলে আর ৮ দিনের মাঝে জমা দিতে হবে, না হলে এক্সপায়ার হয়ে যাবে।
- জরুরি তথ্যগুলো সতর্কতার সাথে, পাসপোর্ট দেখে পুরন করুন। যেমন নামের বানান, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার ও অন্যান্য তথ্য।
২. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ
যেসব কাগজপত্র পাসপোর্ট ও ফর্মের সাথে দিতে হবে তা উপরে সংক্ষপে বলা হয়েছে। এখানে বিস্তারিত তুলে ধরা হল। আপনি অফিয়াল ওয়েবসাইট হতেও দেখে নিতে পারেন এখান থেকে। তবে এখানে আমি সহজে বিস্তারিত বলার চেষ্টা করব।
তবে আপনারা সব বিষয় সম্পর্কে আরো ভাল করে জানার জন্য আমার ভিডিওটিও দেখুন। আমি সুন্দর করে সব বিষয় সম্পর্কে আলোচনা করেছি।
২.১ পাসপোর্ট
বিদেশ ভ্রমনের নাম নিলেই যেটি সবার আগে লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট। তাই পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে নিন। পাসপোর্ট করতে পড়ুন পাসপোর্ট করার নিয়ম। পাসপোর্ট সম্পর্কে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে-
- আবেদনের দিন থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
- পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পাতা থাকতে হবে
- যদি আপনার পুরোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেইগুলো পাসপোর্ট এর সাথে দিতে হবে। আর যদি পুরোনো পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট কপি দিতে হবে
২.২ স্মার্ট কার্ড/এনআইডি/জন্ম সনদের ফটোকপি
এর যেকোন একটা হলেই হবে। এইগুলা দ্বারা দেখা হয় যে আপনি এই দেশের নাগরিক, এছাড়া স্থায়ী ঠিকানা প্রমানের জন্যও এটা দরকার। ফর্মে স্থায়ী ঠিকানা এ অনুযায়ী পুরন করবেন।
২.৩ ইউটিলিটি বিলের ফটোকপি
গত তিনমাসের একটি Paid অথবা Unpaid বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি। এর সাথে শুধুমাত্র আপনার বর্তমান ঠিকানার মিল থাকতে হবে। হুবুহু, মিল থাকতে হবে এমন হয়, তবে ঝামেলা এড়াতে এটা দেখেই ফর্ম পুরন করা উচিৎ। আর এ বিল আপনার নামে হতে হবে না।
বিল প্রিপেইড কার্ড সিস্টেম হলে কার্ডে যেখানে ঠিকানা লিখা আছে সেটাসহ সম্পুর্ন কার্ডের ফটোকপি দিবেন সাথে লাস্ট বিল জমা দেয়ার রশিদ দিতে পারলে ভাল হয়।
২.৪ ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এনডোর্সমেন্ট
আর্থিক স্বচ্ছলতার প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এনডোর্সমেন্ট লাগবে।
২.৪.১ ব্যাংক স্টেটমেন্টঃ
একাউন্টে কমপক্ষে ২০,০০০ টাকা রেখে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নিন। অনলাইন কপি হলে হবে না, ব্যংকে সিল ও স্বাক্ষর থাকতে হবে। আর ভিসা আবেদন শেষ না হওয়া পর্যন্ত ব্যালেন্স বজায় রাখুন। ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি না দিয়ে, মেইন কপিই দিয়ে দিতে পারেন। আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আপনি আপনার বাবা-মায়ের ব্যাংক স্টেটমেন্টও ব্যাবহার করতে পারেন।
৩০.৪.২০১৯ আপডেটঃ
যারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন, তারা অবশ্যই Jamuna Future Park – Ivac এ যাওয়ার সময় ব্যাংকের চেক বুক/ATM/Credit/ Dual currency Card সাথে করে নিয়ে যাবেন, অন্যথায় ফাইল জমা নিবে না। এবং যারা ডলার এনডোরস করে আবেদন করেছেন তারা অবশ্যই রিয়েল এনডোরসমেন্ট করবেন, এবং এন্ডোর্স্মেন্ট এর কপি ও সাথে করে ডলার অবশ্যই নিয়ে যাবেন। তারা ডলার দেখতে চায়, না দেখাতে পারলে জমা নিবে না। আমি আজকে পাসপোর্ট জমা দিয়ে এসেছি, আমার কাছেও ডলার দেখতে চেয়েছে,আমি ডলার সাথে করেই নিয়ে গিয়েছিলাম।
অনেক মানুষ কে দেখেছি যারা চেক বুক দেখাতে পারেনি, ডলার দেখাতে পারেনি, তাদের পাসপোর্ট জমা নেয় নাই।
২.৪.২ ডলার এনডোর্সমেন্টঃ
এখন থেকে মানি এক্সচেঞ্জ এর ডলার এনডোর্সমেন্ট IVAC গ্রহণ করে না। তাই আপনাকে কোন তফসিলি ব্যাংক মানে সরকারি, বেসরকারি যেকোন ব্যাংক থেকে ১৫০ ডলার এনডোর্স করতে হবে। তবে আপনি ২০০ করাতে পারেন। আর অবশ্যই এনডোর্সমেন্ট এর পেপার এর কপি জমা দিতে হবে, শুধু পাসপোর্টে এনডোর্স করালে হবে না। এনডোর্সমেন্ট এর পেপার বর্ডারে লাগতে পারে তাই কপি বা মেইন কপি সংরক্ষণ করুন।
আপডেটঃ আপনাদের জন্য সুখবর হচ্ছে এখন আইভিএসি ঢাকা ও আইভিএসি চট্টগ্রামে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ কার্ড এবং ডলার এন্ডোর্স্মেন্ট করতে পারবেন।
২.৪.৩ ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড বা ট্রাভেল কার্ডঃ
আপনার যদি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থাকে তাহলে, ব্যাংক আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট এরিয়াতে এন্ডোর্স করে দিবে। আর ভিসা আবেদন করার জন্য এই এন্ডোর্সমেন্ট পেইজের ফটোকপি ও কার্ডের দুই পাশের ফটোকপি জমা দিতে হবে। তবে আপনি চাইলে নিরাপত্তার জন্য কার্ডের মাঝের ৪ ডিজিট ব্লক করে দিতে পারেন।
এছাড়া অনেক ব্যাংক ইন্টারন্যাশনাল ট্রাভেল কার্ড ইস্যু করে যেমন, ইবিএল একুয়া কার্ড, লাইফস্টাইল কার্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড ইত্যাদি। এইগুলার ক্ষেত্রেও একই ভাবে এন্ডোর্সমেন্ট পেইজের ফটোকপি ও কার্ডের দুই পাশের ফটোকপি জমা দিতে হবে।
২.৫ পেশার প্রমাণপত্র
আপনি ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড বা বেতনের রশিদ এর ফটোকপি।
চাকুরীজীবী হলে NOC (No Objection Certificate)
আর ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিবেন।
গৃহিণী হলে সে যার উপর নির্ভরশীল তার পেশার কাগজ দিতে হবে।
ফ্রিল্যান্সার হলে যে প্লাটফর্মে কাজ করেন সেখান থেকে কিছু দিতে পারেন। যেমন ধরুন প্রোফাইলের প্রিন্ট, আর্নিং হিস্টোরি। আর যারা Upwork এর কাজ করেন তারা ‘Certificate of Earnings’ দিতে পারেন। যেকোন দেশের ভিসা আবেদনে ইহা ওষুধের মত কাজ করে। 😀 ইন্ডিয়ান ভিসা ফর্মে পেশা হিসেবে Freelancer অপশন আছে। 🙂
২.৬ অন্যান্য
আর অন্য কোন কাগজ যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। তবে আবশ্যিক কিছু না। যেমন, আপনি চাইলে আপনি কভার লেটার, অথবা আগে ভিসা করে না গেলে তার কারণ লিখে আবেদন জমা দিতে পারেন ইতাদি।
৩. ভিসা আবেদন ফি পরিশোধ করা
ইন্ডিয়ান ভিসার নতুন নিয়ম ২০১৮ অনুযায়ী ৫ আগস্ট ২০১৮ থেকে ভিসা প্রক্রিয়াকরণ ফি সকল কেন্দ্রের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে । ইন্ডিয়ান ভিসা আপনি দুইভাবে জমা দিতে পারেন।
- আপনি নিজে
- এজেন্ট দ্বারা
তবে যেভাবেই ফি দিন না কেন একটা জিনিস খেয়াল রাখবেন ভিসা ফি পেমেন্ট করার পর ৩ দিনের মাঝেই ফর্ম জমা দিতে হবে। না দিলে পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং আবার ফি পে করতে হবে।
৩.১ নিজে নিজে
ইন্ডিয়ান ভিসা ফি জমা দেয়া এখন খুবই সহজ। আপনি নিজে ঘরে বসে ইন্ডিয়ান ভিসা ফি জমা দিতে পারেন। এর জন্য এই লিংকে গিয়ে বিস্তারিত পুরন করে বিভিন্ন পেমেন্ট অপশনের যেকোন একটা দিয়ে পে করতে পারবেন। পেমেন্ট অপশন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিকাশ, রকেট, DBBL Nexus, দেশি বিদেশি ক্রেডিট/ডেবিট কার্ড ইত্যাদি। কিভাবে পুরো প্রক্রিয়াটা শেষ করবেন তার জন্য IVAC বিস্তারিত একটা ম্যানুয়াল রেডি করে রেখেছে, সেটা দেখুন এখানে। ৮০০ টাকা ফি আর পেমেন্ট চার্জসহ ৮২৪ লাগবে।
ভিসা এপ্লিকেশন ফি কিভাবে নিজে নিজে অনাওলাইনে পরিশোধ করবেন সেটা বিস্তারিত দেখুন আমার নতুন করা ভিডিও টিউটোরিয়ালটিতে। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে অথবা নিচের ছবিতে।
৩.২ এজেন্ট দ্বারা
এখন আপনি যদি নিজে ফি দিতে না চান, তাহলে ভিসা আবেদন কেন্দ্রের আশেপাশে অনেক দোকান পাবেন যারা ফি জমা দিয়ে দেয়। আর এজেন্টরা ৫০ থেকে ১০০ টাকাও বেশি নিবে।
যেভাবেই পেমেন্ট দিন না কেন আপনার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। কোন প্রিন্ট আউট বা মেসেজ দেখানোর দরকার পরে না, যদি না পেমেন্ট নিয়ে কোন সমস্যা হয়। আপনি শুধু নিজে একবার এই লিংক থেকে চেক করে নিবেনন যে আপনার আবেদনের ফি সঠিকভাবে জমা পড়েছে কিনা। লিংকে ক্লিক করার পর উপরে ডান দিকে ‘CHECK PAYMENT STATUS’ এ ক্লিক করে আপনার WEB FILE NUMBER, Passport No আর ক্যপাচা পুরন করে দেখে নিন আপডেট। এখানে ঠিক দেখালে আর কিছু কোন চিন্তা নেই। এখন জমা দিতে চলে যান। 🙂
WEB FILE NUMBER কি তা দেখুন নিচের ছবিতে।
৪. ভিসা আবেদন জমা দেয়া
ভিসা ফি জমা দেয়া হয়ে গেলে এখন আপনাকে ভিসা আবেদন কোন Indian Visa Application Center (IVAC) বা ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)’ – এ জমা দিতে হবে।
এখন ঢাকাতে শুধুমাত্র একটাই আইভ্যাক । অফিসিয়াল নাম আইভিএসি, ঢাকা ( জেএফপি ) যেটা যমুনা ফিউচার পার্ক-এ অবস্থিত। বিস্তারিত নিচে
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ঢাকা (জেএফপি)
জি – এক , দক্ষিণ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, প্রগতি শরণী, বারিধারা, ঢাকা -২২২9, বাংলাদেশ .
আমার আইভিএসি জেএফপি -যমুনা ফিউচার পার্ক কেন্দ্রে জমা দেয়ার অভিজ্ঞতা নিচে দেয়া হল।
আপডেটঃ একটা নতুন নিয়ম হচ্ছে এখন ডকুমেন্টস জমা নেয়ার পরে আবার বায়োমেট্রিক্স নিচ্ছে সবার। তাই অনেক সময় লাগছে। এছাড়া আগের মত ফ্যামিলির একজন ডকুমেন্টস জমা দিলে হবে না। কারন সবাইকেই আইভ্যাকে গিয়ে বায়োমেট্রিক্স দিতে হবে। তবে ১২ বছরের নিচে হলে বায়োমেট্রিক্স লাগছে না।
আমি ২য় বারের মত ভিসা আবেদন জমা দিয়েছিলাম আইভিএসি জেএফপি -যমুনা ফিউচার পার্ক কেন্দ্রে এ বছর জানুয়ারির ১৩ তারিখে।
প্রথমেই শপিং মলের ভিতর ঢুকলেই কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে কোথায় জমা দিতে হবে। প্রথমে লাইন ধরে চেক করে ভেতরে ঠুকতে হবে, এর পর গেটের কাছাকাছি গেলে কি ধরনের ভিসা আবেদন করবেন সে অনুযায়ী প্রিন্ট করা সিরিয়াল টোকেন দিবে যেটা নিয়ে আপনাকে ভেতরের রুমে গিয়ে বসতে হবে। এখানে গেলেই দেখবেন ওদের টোকেন-ডিস্প্লেতে কাউন্টার ও সিরিয়াল দেখাবে।
এর মাঝে ওরা আপনাকে বলবে যে কিভাবে আবেদনপত্রের সব কাগজগুলো সাজাবেন। এরপর আপনার সিরিয়াল আসলে কাউন্টারে গেলে একজন এক্সিকিউটিভ সব চেক করবেন, আপনার সব ডকুমেন্টের মুল কপি দেখতে চাইতে পারেন। আপনি কি করেন, ব্যংক স্টেটমেন্ট কার, কেন ইন্ডিয়া যাবেন এই টাইপের কিছু প্রশ্ন করতে পারে। এরপর সব ঠিক থাকলে আপনাকে একটা রশিদে স্বাক্ষর করে, আরেকটা রশিদ দেয়া হবে। এই রশিদ দিয়ে পাসপোর্ট ফেরত নিতে হবে। তাই যত্ন করে রাখুন।
এই ভিসা আবেদন কেন্দ্রের কিছু বিষয়।
- ভিসা আবেদন সকাল ৯ঃ০০ থেকে ২ঃ০০ পর্যন্ত নেয়া হয়। আর ৩ঃ০০ থেকে ৬ টায় পাসপোর্ট ফেরত দেয়া হয়।
- এখানে কোন দালাল নেই কারণ কোন লাইন নেই। 🙂
- ভিতরে ফটোকপি ও প্রিন্টের ব্যবস্থা আছে।
- কফির ব্যবস্থা আছে, ২৫ টাকা প্রতি কাপ।
- ভেতরে ফোনে কথাবলা নিষেধ, তবে ইন্টারনেট ব্রাউজিং, হেডফোনে গান শুনতে পারেন। প্রধান কথা ভেতরে ফোনে কথা বলবেন না।
- ব্যাগ নিয়ে ভেতরে ঢোকা যাবে না। তবে ঢোকার আগে টাকা দিয়ে ব্যাগ জমা রেখে যেতে পারেন। ওরা একটা টোকেন দিবে।
- ৬৫ বছরের উর্ধের ‘Senior Citizen’ দের কোন লাইনে দাড়াতে হবে না, আর তাদের জন্য আলাদা কাউন্টারও আছে।
৫. পাসপোর্ট সংগ্রহ করা
আপনি ভিসা আবেদন জমা দেয়ার সময় আপনাকে একটি প্রাপ্তি রশিদ দেয়া হবে যাতে আপনার নাম, পাসপোর্ট নম্বর, Web File No, ভিসা আবেদন ফি ইত্যাদিসহ একটা তারিখ দেয়া থাকবে। তারিখটি এভাবে দেয়া থাকে ‘Delivery on or after: 2017-12-17’. এর মানে আপনি উল্লিখিত তারিখ বা এর পর যেকোনদিন নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। যদি অনলাইনে রশিদে উল্লিখিত তারিখের আগেই পাসপোর্ট রেডি দেখায় ও মোবাইলে মেসেজ আসে পাসপোর্ট কালেক্ট করার তাহলে আপনি ডেলিভারি ডেটের আগেও পাসপোর্ট আনতে পারবেন। তবে মোবাইল মেসেজ না এসে শুধু অনলাইনে রেডি দেখালে পাসপোর্ট না পাবার সম্ভাবনা বেশি। তাই মেসেজ আসার জন্য অপেক্ষা করুন। আর সব সময় যে রশিদে উল্লিখিত সময়েই পাসপোর্ট ডেলিভারি দেয়া হবে এমন কিন্তু নয়, অনেক সময় দেরিও হতে পারে। তাই আপনি আইভ্যাকে যাওয়ার আগে চেক করে নিন যে আপনার আবেদনের কি অবস্থা। সাধারণত ওরা আগেই এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। এছাড়া আপনি আইভ্যাকের ওয়েবসাইটে আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে পারেন। এজন্য আপনাকে যেতে হবে এই ঠিকানায়, এরপর Regular Visa Application সিলেক্ট করুন।
এখন নিচের দেখানো বক্সে ক্যাপচা কোড ও ‘Web file Number’ দিয়ে সাবমিট করুন। এখন আপনি আপনার ভিসা আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
এই IVAC ৩:০০ থেকে ৬:০০ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে। নিচের ছবিটি দেখুন, এটি আমাকে দেয়া হয়েছিল ফর্ম জমা দেয়ার পর।
ভিসা জমা দেয়ার জন্য সকালে যেটুকু ভীড় হয় তার চেয়ে পাসপোর্ট নিতে বেশি বড় লাইন হয়। তবে আশার কথা পাসপোর্ট নিতে বেশি সময় লাগে না তাই দ্রুতই লাইন শেষ হয়। পাসপোর্ট ডেলিভারির সময় তারা কোন কথা বলবে না, শুধু রশিদ দিবেন আর পাসপোর্ট নিবেন। 🙂
আর একটা কথা রশিদ যত্ন করে রাখুন, কারণ হারিয়ে গেলে অনেক ঝামেলা হবে। জিডী করতে হবে ও এর পরেও কাগজপত্র লাগে। তাই সাবধান!
তো আপনার পাসপোর্ট নিয়ে নিন, আর চেক করে দেখুন ভিসা পেয়েছেন কিনা। ভিসা পেলে একটা পেইজে নিচের মত ভিসা লাগানো দেখবেন।
আমি প্রথমবার ১২ মাসের এপ্লাই করেছিলাম, কিন্তু ওরা ৬ মাসের ভিসা দিয়েছে (উপরের ছবিতে)। আর জানুয়ারী ২০১৯ এ ট্রানজিট ভিসা নিয়ে ঘুরে এলাম ভুটান। তো ঘুরে আসুন ইন্ডিয়া আর এসে লিখে ফেলুন আপনার ভ্রমণ অভিজ্ঞতা। 🙂
আমি গতবছরের মে মাসে ঘুরে এলাম মেঘালয় থেকে। আমি ঘুরেছি, ডাউকি, মাউলিলং, স্নোনেংপেডেং, চেরাপুঞ্জি ও শিলং। আমার লেখা মেঘালয় ভ্রমণ গাইড পড়ুন: মেঘালয়/শিলং ভ্রমণ গাইড বিস্তারিত খরচ ও অন্যান্য তথ্য।
আর ভিসা না পেলে পেইজে কিছুই থাকবে না, মানে পাসপোর্ট যেমন জমা দিয়েছেন সেরকমই ফেরত পাবেন। Bad luck :-(. আবার চেষ্টা করুন ভাই।
ভিসা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পোস্ট কারো কাজে লেগেছে জানলে ভাল লাগবে আমার। 🙂
৬. সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
ইন্ডিয়ান ভিসা পেতে সাধারনত এক সপ্তাহ লাগে। আবেদন জমা দেয়ার পর সাধারণত এক সপ্তাহ পর পাসপোর্ট ফেরত দেয়।
ইন্ডিয়ান ভিসা সেন্টার এর সাপ্তাহিক ছুটি হল শুক্রবার ও শনিবার। মানে আইভ্যাক রবি-বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। এছাড়া বাংলাদেশের সরকারি ছুটি ও ভারতের বিশেষ জাতীয় দিবসেও বন্ধ থাকে। সাপ্তাহিক বন্ধ বাদে বাকি ছুটির তালিকা পাবেনে এখানে
আশা করি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও আরো কোন প্রশ্ন থাকলে করুন। আমি উত্তর দিব। প্রশ্নের জন্য সাইটের মেইন কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমার কাছে ইমেইলে নোটিফিকেশনে আসবে তাই দ্রুত উত্তর দিতে পারব। আর ফেসবুক কমেন্ট করলে আমাকে ম্যানুয়্যালি চেক করতে হয়, তাই একটু দেরি হতে পারে।
আর আপনার কাছে যদি আপডেট তথ্য থাকে অথবা কোন তথ্য ভুল মনে হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানান, আমি আপডেট করব। এতে সবারই উপকার হবে। আমি প্রপার ক্রেডিট দেয়ার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
নোটিশঃ সম্পুর্ন লেখা কপি করা নিষেধ। কোথাও কোন বিশেষ অংশ সাহায্যের জন্য দিতে পারেন তবে অবশ্যই ক্রেডিট হিসেবে এই পোস্টের লিংক দিবেন। অনেক সময় দিয়ে আপনাদের সুবিধার্ধে এই লেখাটি লিখা হয়েছে, তাই আশা করব কপি পেস্ট থেকে বিরত থেকে লেখকের কষ্টের মূল্য দিবেন। 🙂
ভাই, আমি যদি বেনাপোল দিয়ে ঢুকতে চাই। তাহলে ভিসা এপ্লিকেশনে কোন রুট সিলেক্ট করবো? প্লিজ যদি একটু বলতেন।
এখন যেটাই সিলেক্ট করেন বেনাপোল পাবেনি ভিসাতে।
আমার ষ্টেশনারী দোকান থেকে অন লাইন ভিসা পুরণ সার্ভিস চালু করবো। আপনার আর্টিক্যালটি মনোযোগ দিয়ে পরেছি। দোকানে ভিসাপ্রাংথীদের অন লাইন পুরণ করার বিষয়ে আরো কিছু পরামর্শ থাকলে দিবেন প্লিজ
পরামর্শ একটাই। সব কাস্টমারের কাজ নিজের মনে করে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে করবেন।
Vaiya Please Janaben je Taka Joma Dewar koto din por visa pete pare
পড়ছেন? লিখাই আছে ১ সপ্তাহ পরে পাসপোর্ট দিবে
টাকা জমা দেয়ার সাথে ভিসার ডেটের সম্পর্ক নাই। আবেদন জমার ১ সপ্তাহ পরে পাসপোর্ট ফেরত দিচ্ছে
খুব চমৎকার লিখেছেন। বহুত কিছু জানলাম। প্রায় ঘন্টা খানেক ধরে পড়লাম। ধন্যবাদ
জেনে ভাল লাগল। ধন্যবাদ কষ্ট করে কমেন্ট করার জন্য।
ভাই,
আসসালামু আলাইকুম। nirbodh থেকে আপনার লেখা পড়েছি, সেগুলো থেকে বেশ কিছু জানতে পারলাম।
আমি অনার্স পাশ করেছি কিন্তু মাস্টার্স এ এখনো ভর্তি হই নি। তাই আমার কোন স্টুডেন্ট আইডি ও বেতনের রশিদ নেই । পাসপোর্টে পেশা ছাত্র দেওয়া আছে।
এখন ইন্ডিয়ান মেডিকেল ভিসায় পেশার প্রমান হিসেবে কি ডকুমেন্টস দিব??? আমার বাবার সাথে (মেডিকেল এটেনডেন্ট ভিসা হিসেবে) যাবো।
পাসপোর্ট এ কি পেশা দেয়া ভুলে যান। পাসপোর্ট এ পেশা থাকে না।
Unemployed দেন তাহলে কিছু লাগবে না। যেহেতু বাবার সাথে একসাথে ভিসা আবেদন করবেন তাই কোন সমস্যা হবে না।
ধন্যবাদ আপনাকে। আচ্ছা ব্যাংক স্টেটমেন্ট কি মাস্ট লাগবে?
এইটা স্কিপ করা যায়না?
ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডর্সমেন্ট যেকোনো একটা লাগবেই
ভাই আমার আগামী মাসের মধ্যে ভিসার দরাকার ছিল।
আমার NID কার্ডে আমার নাম ভুল আছে যা আমার অন্য ডকুমেন্ট এর সাথে নামের কিছুটা ভিন্নতা রয়েছে । সে ক্ষেত্রে আমার ইন্ডিয়র ভিসার জন্য জন্ম সনদ ব্যবহার করতে চাচ্ছি। বলে রাখা ভাল আমার পাসপোর্ট আবার NID কার্ড এর নাম্বার দিয়া করা। কিন্তু পাসপোর্টএর নাম ঠিক আছে। সে ক্ষেত্রে কি আমার কোন সমস্যা হবে?
ভিসার জন্য অন্য ডকুমেন্ট এ কি আছে সেটা ইস্যু না। পাস্পোর্ট এ NID নম্বর থাকলে সেটা জমা দেয়াই উচিত।
আমি একজন মাদ্রাসার ছাত্র আমি ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসায় পড়া-লেখার জন্য যেতে চাই । তো ভিসা আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?
স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি ভাল জানি না ভাই। আপনি আইভ্যাক বা হাই কমিশনে যোগাযোগ করুন।
বর্তমানে একজন অসুস্থ ব্যক্তির সাথে কতজন যেতে পারেন?
মেডিকেল ভিসায় একজন রোগীর সাথে ৩ জন এটেনডেন্ট যেতে পারে। নিয়ম কোন পরিবর্তন হয়েছে কিনা জানি না।
ট্রানজিট ভিসার মেয়াদ ১৫ দিন। আমাকে কি এই ১৫ দিনের মধ্যে যেতে হবে? নাকি ১ মাস পরে গেলেও প্রবলেম নেই? এই ১৫ দিন মেয়াদ কি যাওয়ার পর থেকে কাউন্ট হবে নাকি ভিসা হাতে পাওয়ার সাথে সাথে?
কাউন্ট হবে Date of issue থেকে। ভিসাতে দেখুন। এক্সপায়ার ও হবে Date of expirey তে। এর মাঝেই যেতে হবে।
ট্রানজিট ভিসা হাতে পাওয়ার কতদিনের মধ্যে যেতে হবে?
মেয়াদের মাঝে গেলেই হবে।
আমি স্টুডেন্ট আজ আমি ভিসা আবেদন করলাম,,কিন্তু
অরা আমার আইডি কার্ড দেখতে চেয়েছে,আমার কাছে ছিল না,, বেতনের রশিদ দিয়েছি,, কুন প্রব্লেম হবে কি ভিসা পেতে
জমা নিলে আপাতত আর কোন চিন্তা করে লাভ নাই। অপেক্ষা করুন।
ভাই, ইন্ডিয়ান ভিসা কি দুই দিনের মধ্যে পাওয়া যায়??
কয়েকজন ব্যক্তির বক্তব্য দুইদিনের মধ্যে ভিসা দিয়ে দেয়।
এই কথা টা সত্য কিনা???
আর হ্যা অবশ্য আপনার ব্লগ পড়ে অনেক কিছু জানতে পেরেছি।
ধন্যবাদ আপনাকে ।
যায়। চট্টগ্রামে মাঝে মাঝে দু দিনে পাওয়া যায়।
কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
আমার একাউন্টের বয়স মাত্র দুই মাস হলো। আমার একাউন্ট ব্যবহার করতে পারবো?
যদি ব্যবহার করতে না পারি সেক্ষেতে বা / মা ব্যতিত ভাই বা বোনের একাউন্ট ব্যবহার করা যাবে কি?
এত প্রশ্ন একবারে করার কারন অনেকে বলাবলি করছে ব্যাংক একাউন্টে কম করে ছয়মাসের লেনদেন দেখাতে হবে।
না।
না।
ডলার এন্ডোর্স করুন।
আমার যদি ব্যাংক একাউন্ট না থাকে সেক্ষেত্রে অন্য কার কার ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারবো?
বাবা বা মার।
আজ ভিসা পেলাম, আপনার ব্লগটা বেশ সাহায্য করেছে। ভালবাসা জানবেন।
জেনে ভাল লাগল ভাই। কষ্ট করে কমেন্ট করে জানানোর জন্য ধন্যবাদ ভাই। ভ্রমন শুভ হউক।
ভাইয়া,ব্যাংক স্টেটমেন কি যে কোন ব্যাংকের সঞ্চয়ী হিসাব
হ্যা
Bai indan visa sstatus cheak or apni je line diyasen oita kajkorena..
Notun kunu link takle janaben.
ধন্যবাদ ভাই মনে করিয়ে দেয়ার জন্য। এই লিংকে চেক করতে পারবেন https://indianvisa-bangladesh.nic.in/visa/StatusEnquiry
ভিসা রিজেক্ট হলে করনীয় কি ?
সম্ভাব্য কারন খুজে বের করে আবার আবেদন করুন।
আমার এক বন্ধু পর পর দুইবার রিফিউজড। এখন কি সে আবার জমা দিতে পারবে??? নাকি কোন গ্যাপ দেয়ার ব্যাপার আছে??? অগ্রীম ধন্যবাদ
যতবার খুশি জমা দিতে পারবে। আবেদন বা গ্যাপ সংক্রান্ত কোন বিষয় নেই। তবে খুব জরুরী না হলে কিছুদিন গ্যাপ দেয়া ভাল।
Any other Passport/identity certificate held (if yes, please fill in the following)
Ei tai ki fillup korbo, karon amar ar ek ta Bangladeshi Passport ache jeta ekhon mayed ache
না। এটা হল যাদের অন্য কোন দেশের পাসপোর্ট আছে তাদের জন্য।
ভাই ডলার এনডোর্স কি ভিসা আবেদনের সাথে জমা দিতে হবে নাকি পরে দিলে চলবে???
আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট দিলে ভিসা আবেদনের সাথে ডলার এনডোর্সমেন্ট জমা দিতে হবে না।
Thank you so much vaiya.আপনার লেখায় আর কথায় সব কিছু এত সুন্দর করে বোঝানো পড়ে সব কিছু ক্লিয়ারলি জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।keep up this good work. অনেক অনেক শুভকামনা রইল।
জেনে ভাল লাগল। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার ভ্রমণ শুভ হোক। আপনাকে একটা ইমেইল করছি। আশা করি চেক করে উত্তর দিবেন। 🙂
আপনার এই ব্লগটা থেকে অনেক কিছু জানতে পারলাম। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার দুটো প্রশ্ন আছে
১. তিন মাসের কিন্তু পর্যাপ্ত পরিমাণের ব্যাংক স্টেটমেন্ট দিলে কি হবে?
২. ভিসা প্রসেসিংএর জন্য কই দিন সময় লাগে?
১. তিন মাসে হবে আমার জানামতে।
২. এক সপ্তাহ
জেনে ভাল লাগল।
আমি আমার নিজের এবং আমার ওয়াইফ এর টা সহ জমা দিতে চাচ্ছি। তো আপনার পোষ্ট পড়ে যা বুঝতে পারলাম, আমার ওয়াইফ এর সকল কাগজপত্রের সেট এর সাথে শুধু আমার নিজের পাসপোর্টের এক কপি ফটোকপি জমা দিতে হবে। আর আমার টার সেট আলাদা জমা দিবো। এই তো?
হ্যা ঠিক ধরেছেন। শুভ কামনা
ভাই আমি চাচ্ছি ইন্ডিয়ার টুরিস্ট ভিসা নিয়ে, ইন্ডিয়া কিছুদিন ঘুরে তারপর ইন্ডিয়া থেকে চায়না যেতে। আমি চায়না তে পড়াশুনা করছি এবং আমার ভ্যালিড চাইনীজ ভিসা আছে। আমার প্রশ্ন হল ইন্ডিয়া থেকে টুরিস্ট ভিসা নিয়ে ওখান থেকে অন্য দেশে যেতে কোনো প্রবলেম হবে কি?
কিছুদিন ঘুরে অন্য দেশে যেতে সাধারণত সমস্যা হয় না। আর আপনার যেহেতু স্টুডেন্ট ভিসা সেহেতু আরো প্লাস পয়েন্ট। ইমিগ্রেশন অফিসারের উপর নির্ভর করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ/// আমার মূল্যবান বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ! তবে আপনার কাছে আমার দুইটি বিষয় জানার ছিল সেটা হচ্ছে আমি মাল্টি ত্রিপল ভিসায় মাসে কতবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবো, এবং ইন্ডিয়া থেকে আসার সময় কত কেজি মালা মাল আমি বহন করে নিয়ে আসতে পারবো “”” আমাকে একটু জানাবেন প্লিজ !
এই বিষয়ে এখন কোন নিয়ম নেই। আগে নিয়ম ছিল কমপক্ষে ২ মাসের গ্যাপ থাকবে। এখন আপনি যে পোর্ট দিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি করবেন সে পোর্টের ইমিগ্রেশন অফিসারের উপর নির্ভর করবে। তার যদি অস্বাভাবিক মনে হয় তাহলে এন্ট্রি রিফিউজ করবে।
কত পরিমাণ মালামাল আনতে পারবেন তা জানতে রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস মনোযোগ দিয়ে পড়ুন।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
ভাই আমার পাসপোর্ট ও জন্ম সনদের নাম ও জন্ম তারিখের সাথে স্টুডেন্ট ID কার্ডের মিল নাই। আমি কি করতে পারি?
নাম কাছাকাছি হলে হয়ত সমস্যা হবে না। তবে অনেক পার্থক্য হলে সমস্যা হবে।
Thank you very much
Thank you too.
ভাই ধরুন আমার NID হই নি, আবার আমার সাথে আমার পরিবারের কেউ যাচ্ছে না। তো তাহলে কি ব্যাংক স্টেটমেন্টটি কি আমার পরিবারের কারও স্টেটমেন্ট ব্যবহার করা যাবে ?
হ্যা আপনি বাবা-মার স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
বিকাশ থেকে স্টেটমেন্ট দেওয়া যাবে কি
না
ভাই দুইটা প্রশ্ন ছিলো
১। একবার ইন্ডিয়া ভ্রমন করার কতদিন পরে আবার ইন্ডিয়াতে যেতে পারবো (যেমন আমি জুনের ২২ তারিখ ইন্ডিয়া থেকে ঢাকা এসেছি)।
২। অন্যদেশ যেমন আমি থাইল্যান্ড থেকে ইন্ডিয়া প্রবেশ করতে পারবো কিনা। আর যদি পারি আমার থাইল্যান্ড ভ্রমনের সময় যে ডলার এন্ড্রসমেন্ট করেছিলাম ওটা দিয়ে কাজ হবে নাকি। না বাংলাদেশ থেকেই ইন্ডিয়ার আর থাইল্যান্ড এর জন্য আলাদা আলাদা ডলার এন্ড্রসমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার দুইটা এন্ড্রসমেন্ট হবে।
ধন্যবাদ
১। আগে নিয়ম ছিল ২ মাস আগে আবার ঢোকা যাবে না। কিন্তু এখন আমাদের জন্য এ নিয়ম নেই। তার মানে আমরা যখন খুশি যেতে পারব। তবে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসাবাদ করতে পারে। তাকে সঠিক কারণ দেখিয়ে কনভিন্স করতে পারলেই হবে।
২। মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলে ২৪ টা নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে কোন বাধা নেই। বাই এয়ারে গেলে ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে সাধারণত ঝামেলা হয় না। তবে নিয়ম হল যে যে দেশে যাবেন তার জন্য আলাদা ডলার এন্ডোর্স করা।
ধন্যবাদ কমেন্টের জন্য।
ভাই, আমার শাশুড়ী একজন গৃহীনি। উনার স্বামী মানে আমার শ্বশুর মারা গেসেন। যদি উনার ট্যুরিষ্ট ভিসা করতে চাই তাহলে তার পেশার প্রমাণপত্র কি দিব ?
গৃহীনি দিলে উনি যার উপর নিরভরশীল তার কাগজ দিলেই হবে যেমন ছেলে বা মেয়ে। আর কোন অপশন আছে কিনা দেখুন যেমন Widow ইত্যাদি।
নতুনভাবে পূরণ করলে কোন জটিলতা আছে কি না?
কোন জটিলতা নেই। ফর্ম ৯ দিন পর সার্ভার থেকে মুছে যায়।
তাহলে কি নয় দিন পর ফর্ম পূরণ করবো ?
না, নতুন ফর্ম আজই পূরণ করতে পারবেন, সমস্যা হবে না।
আমার তথ্যের জায়গাই profession/occupation details এর পরিবর্তে
profession/occupation details of father লেখা হয়ে গেছে। এখন কি করতে পারি জানালে উপকৃত হব।
ফি না দিয়ে থাকলে নতুন একটা ফর্ম পুরন করেন।
ভাই অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে NID NO এ কি দিতে হবে?
জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে।
ভাইয়া আমার ফ্রেন্ড (মেয়ে) নতুন জব করে কিন্তু Unemployed দেখাতে চাচ্ছে কারণ অফিসিয়ালভাবে যাওয়া পসিবল না। কিন্তু তার ডলার এন্ডরসমেন্ট করা ক্রেডিট কার্ডের Against এ। এতে কি কোন সমস্যা হবে? একটু তাড়াতাড়ি জানালে উপকৃত হব।
না এতে কোন সমস্যা হবে না। ডলার এন্ডোর্স এর সাথে পেশার কোন সম্পর্ক নেই।
ভাই আমার ল্যাপটপে বাই এয়ার/হরিদাসপুর দিলে বাই এয়ারvহরিদাসপুর এভাবে আসছে। এটা কিভাবে কি করব? আমার ল্যাপটপে কোন সপ্টয়্যার এর জন্য এটা হচ্ছে কি? দয়া করে জানাবেন।
এটা সিলেক্ট না করে বরং BY ROAD HARIDASPUR সিলেক্ট করুন। এটা ওদের সফটওয়্যার সমস্যা।
অনেক কষ্ট করে লিখেছেন ভাই। হ্যাটস অফ। বেস্ট অব লাক। ভালো থাকবেন সবসময়।
একটি প্রশ্ন, পোর্ট চেঞ্জ এর ফরম জমা দেবার সময় কোন ছবি দিব? ভিসাতে যে ছবি আছে নাকি যেকোন রিসেন্ট ছবি।?
ছবি রিসেন্ট দিতে পারলে ভাল। না হলে ভিসার ছবি দিলেও মেবি সমস্যা নেই।
আপনাকেও ধন্যবাদ ভাই।
ভাইয়া, আমার তিনটি পাসপোর্ট। Any other passport/Identity Certificate Held (if yes please fill in the following) ঘরে কি আগের দুইটি উল্লেখ করব?
না। এইটা মে বি অন্য দেশের পাসপোর্ট বা আইডি থাকলে দিতে হয়।
আমার ভিসা সঠিক কিনা কিভাবে বুঝবো তা জানার উপায় আছে কি?
আমার জানামতে ইন্ডিয়ান ভিসা চেক করার উপায় নেই।
১. কোনো ভাবে কি ভারতের মেডিকেল ভিসা ১ বছরের জন্য পেতে পারি?
২. আমি টুরিস্ট আর আমার ওয়াইফ এর জন্য মেডিকেল ভিসার আবেদন করবো, আমি একা জমা দিতে গেলে হবে?
১. এমন সিস্টেম নেই। তবে আপনার কেন ১ বছর দরকার সেটা উল্লেখ করে সাথে একটা আপ্লিকেশন করতে পারেন।
২. আপনি একা দিতে পারবেন। তবে আপনার উচিত হবে মেডিকেল এটেন্ডেন্ট ভিসা করা। কারন হাসপাতালে ভর্তি হতে হলে টুরিস্ট ভিসায় আপনি এটেন্ডেন্ট হতে পারবেন না।
ব্যাংক স্টেটমেন্ট কি যেকোন ব্যাংকের দিলেই হবে।আথবা কোন কোন ব্যাংকের হবে?
যেকোন ব্যাংকের দিলেই হবে। আপনার যে ব্যাংকে একাঊণ্টে আছে সেটার দিবেন।
Hello brother,
I have made a mistake. Place of birth ভুল করে ফেলসি। payment also done. what should i do now? Is there any option? Do u haveany exp. Regardingthis kind of issue?
আগে ৩০০ টাক ফি দিয়ে ভেতরে গিয়ে কিছু তথ্য ঠিক করা যেত। এখন করা যায় কিনা কনফার্ম করতে পারছি না। আপনি একটু হটলাইনে কল করে নিশ্চিত হয়ে নিন।
Vai, ami jdi changrabandha port select kri, tahole ki benapol deyo jete parbo(air, train, bus badh deye)? Benapol deye jdi jai tahole india theke asar somoy ki changrabandha diye ber hote parbo,
হ্যা পারবেন। উপরে যা বলেছেন সবই পারবেন।
Amr gramer nam, GURGURI BRAMMON PARA ,(NID te ai address deya ache) kintu current bill er address a deye ache sudhu BAMON PARA, hobe Brammon para deya ache Bamon para, tahole visa abedon korar somoy ki likhbo, atar jonno ki kno problem hote pare kina janaben
ভিস আবেদনের সময় বিদ্যুৎ বিলে যেমন দেয়া আছে ঠিক সেরকম দিবেন। NID তে কি আছে ব্যাপার না।
Hi brother,
my passport details and birth certificates (i don’t have any NID) father name mention: ABC KHAN
other paper: Bank statement, Company Owner, Utility Bill and Certificates my father name mention : MD ABC KHAN
it will create any problem??
Help appreciate
Thanks
Hi brother, Other document doesn’t matter. No problem should arise.
Thanks!
Accha visa’r jonno sokol ducuments ki attested kora lagbe?
না, কোন এটেস্ট করতে হবে না।
It’s a nicely written article. Thank you for helping out a lot of Visa seekers. Just one question: is it possible to get Tourist Visa within one week?
Thanks again !
Yes, Usually you will get a Tourist Visa within one week or within 8 days max.
Thanks, Tanvir for your comment.
Brother another thing-
In my passport ব্যক্তিগত নং/Personal No:
1996**********
But my NID (Smart Card):
822******
Which one should I use to fill-up the form?
প্রথম কথা হল আপনি ফর্মে যেটা দিবেন সেই ডকুমেন্টের ফটোকপি দিতে হবে। আর বেস্ট হচ্ছে পাসপোর্টে উল্লিখিত “ব্যক্তিগত নং/Personal No: ” দেয়া ও তার ফটোকপি দেয়া।
ভাই ভিসা পাওয়ার পরে ভিজিট করা হয়নি। এখন আবেদন করলে কি ভিসা পাওয়া যাবে ?
আগের ভিসার মেয়াদ শেষ।
ভিজিট না করলে সমস্যা নেই। ভিসা পেলে ভিজিট করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। তবে আপনি এবার আবেদনের সময় কেন ভিজিট করেননি এই কারণ জানিয়ে একটা আবেদন সাথে দিয়ে দিতে পারেন।
ভাইয়্যা, আমি অনলাইনে আবেদন করে পেমেন্ট করেছি এক সপ্তাহ হয়ে গেলো। বিভিন্ন জটিলতায় IVAC এ যেতে পারি নি। আমাকে কি আবার পেমেন্ট করতে হবে?
ফর্মের মেয়াদ থাকে ৮/৯ দিন
ভাইয়া আমাকে ভিসা দিয়েছে 12 মাসের কিন্তু 3 মাস ইন্ডিয়াতে ভ্রমন করে এসেছি কিন্তু তার 6 দিন পর আবার ইন্ডিয়াতে ভ্রমন করতে যেতে চাই কিন্তু কাষ্টম থেকে বললো 25 দিন পর যেতে কারন কী জানতে পারি…..
এমন নিয়ম বাংলাদেশের জন্য নেই যে এক মাসের মাঝে আবার যাওয়া যাবে না। তবে ইমিগ্রেশন বললে আর কিছু করার নেই। 🙁
assalmualaikum
amar old book lost so G D korar por lost certificate kothae krabo janale upokar hobay
Allah Hafez
জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে চলে যান। সেখানেই বিস্তারিত জানতে পারবেন।
আসসালামুআলাইকুম ভাই কেমন আছেন, অনেক উপকৃত হলাম আপনার দেওয়া তথ্যগুলো থেকে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
ভাই আমার পাসপোর্ট এবং সার্টিফিকেট এর বয়স মিল নাই, আবার বর্তমান ঠিকানার সাথে পাসপোর্ট এর ঠিকানাও মিল নাই। আমি দেশের বাইরে থাকি তাই পাসপোর্ট সংশোধন করাও সম্ভব না। আমার NID নাই। এখন আমার কি পাসপোর্ট এর জন্মতারিখ অনুযায়ী জন্ম নিবন্ধন করতে হবে? আর জন্ম নিবন্ধন কি বর্তমান ঠিকানা অনুযায়ী করলে হবে নাকি পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী করতে হবে (অর্থাৎ পাসপোর্ট ও জন্ম নিবন্ধন এর ঠিকানা অমিল থাকলে সমস্যা হবে কি) , তবে পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী জন্ম নিবন্ধন করলে বিদ্যুৎ বিল দেখাতে পারব না কারণ আগের ঠিকানাতে আমরা এখন আর থাকি না।
অআলাইকুম আসসালাম ভাই। ভাল আছি। আপনি কেমন আছেন?
এখন আপনার উচিত হবে পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন করা। জন্ম নিবন্ধন পাসপোর্ট এর স্থায়ী ঠিকানা অনুযায়ী করাই ঠিক হবে। আর পরে ভিসা আবেদনের সময় যেকোন বিল দেখালেই হবে। সে ঠিকানা আপনার পাসপোর্ট ও জন্ম নিবন্ধন কিছুর সাথে না মিললেও কোন সমস্যা নেই।
আসসালামুআলাইকু। ভাই, ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ্যাকাউন্ট এর স্টেটমেন্ট দিলে ভিসা পাওয়া যাবে কি?
অআলাইকুম আসসালাম। যাওয়ার কথা। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমি করিনি ও কাছের কার থেকে শুনিনি।
ভাই ইউটিলিটি বিলতো আমার বাবার নামে আসে, সেটা দিলে কি হবে? আমার বাড়ি সিলেটে আমি কি ঢাকায় বিসা আবেদন জমা দিতে পারবো?
হ্যাঁ হবে।
বর্তমান ঠিকানা ঢাকার হলে ঢাকায় আবেদন করতে পারবেন।
ভাই,আমি ১ বছরের ভিসা পেয়েছি।ডিসম্বরের ১০ তাং যাব ইনশাল্লাহ।আচ্ছা ইন্ডিয়া হতে ব্যাবহারের জন্য বাচ্চার খেলনা,পরিবারের পোশাক আনা যায় কি? গেলে কি পরিমান আনতে পারবো? কি কি আনা যায় যায়না?
অভিনন্দন ভিসা পাওয়ার জন্য। আনা যায়। ততটাই আনা যায় যতটা বানিজ্যিক মনে না হয়। নির্দিষ্ট করে বলা নেই। তবে কোনটাই পরিমানে ১২ টার বেশি হবে না। আর আইনের দ্বারা নিষিদ্ধ কিছু আনা যাবে না।
ভাই ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টের টাকা ১৮৮০০ টাকা আছে। নাকি ২০০০০ টাকাই লাগবে।
নাঈম ভাই, হবে সমস্যা নেই। ওরা ১৫০ ডলারের সমমুল্যের টাকার কথা বলে। ২০ হাজার আমরা বলি সেইফ থাকার জন্য। তাই ১৮৮০০ যথেষ্ট।
আমি আর আমার মামা যাচ্ছি। তো আমার মামাই বল্লেন যে এই সিস্টেম নাকি নতুন চালু হয়েছে। দেখি
আমি কনফার্ম হয়ে আপনাকে বলতে পারবো আসল ব্যাপার টা কি।
আচ্ছা জানাবেন। তবে ওয়ার্ক ভিসা হলে লাগতে পারত তবে ট্যুরিস্ট ভিসায় এই সম্ভাবনা নাই। কোন দেশেই পুলিশ ভেরিফিকেহন লাগে না।
Q.1- Visa deadline koto din Thake?ami jodi December e visa kori Kotodin tahole ki February ba march e jete perbo?
Q.2- Amer bari Rajshahi Divison e But ami job kori Gazipur e. amer passport present & permanent address amer niz baririte orthath gazipurer kono thikana nai, ami kotha theke visa korte perbo? Dhaka or Rajshahi
Q.3- Amer son er age 3.7 years. Tar visa processing er jonno amer ki document lagbe & amer son er ki document lagbe?
Q.4- India theke ki poriman shopping kora jabe jeita Immigration e kono problem hobe na? amr family member 3 person?
need Answer as soon as possible.
Thanks
আরিফ, আপনি একই কমেন্ট আমার ইউটিব চ্যানেলেও করেছেন। আমি এইমাত্র উত্তর দিয়ে আসলেম। একটু দেখে প্লিজ। ধন্যবাদ 🙂
সোহেল ভাই এক বছরের মাল্টিপল ভিসা পেয়েছি (আলহামদুলিল্লা) । কিন্তু এখন নাকি পুলিশ ভেরিফিকিশন লাগবে সে বিষয়ে জানতে চাচ্ছিলাম ??
পুলিশ ভেরিফিকিশন কেন লাগবে? কে বলেছে?
ভাই আমি গত ২৮/১০ তারিখে পাসপোর্ট পেয়েছি কিন্তু ভিসা পাইনি। আমি ওখানে একটা এনওসি বানিয়ে দিয়েছিলাম। আমি কি এখন ব্যাবসার ট্রেড লাইসেন্স দিএ আবার এপ্লাই করতে পারব।
তাই তো করতে হবে। উপায় নেই। যত সম্ভব ভূয়া তথ্য ব্যাবহার করবেন না।
সোহেল ভাই পাসপোর্ট ডেলিভারি সময় কি একই ভাবে লাইন দিয়ে সংগ্রহ করতে হবে???
হ্যাঁ তখন লাইন থাকে। তবে সময় কম লাগে।
আপনি কি যমুনা ফিউচার পার্কে জমা দিয়েছেন? কেমন সময় লেগেছিল?
আমি সকাল ৮.৪০ মিঃ গিয়ে লাইনে দারিয়েছি তাতে লাইনের প্রথম দিকেই ছিলাম ৯.০০ তে আইভ্যাক এর ভিতরে লোক নেয়া শুরু হইছে। ভিতরে ঢুকে ২৭৪ নাম্বার টোকেন পেলাম সময় লাগল মাত্র ২০ মিনিট ৯.৩০ এ বাইরে চলে আসি। বাইরে এসে দেখি লোক আছে মাত্র ৩০/৪০ জন এর একটা লাইন মান্র ১০.৩০ পরে গেলে আর লাইন থাকেনা। আর সোহেল ভাই আমি JFP ফর্ম জমা দিয়েছি। আর ভাই অনলাইনে আমার পাসপোর্ট রেডি দেখাচ্ছে সেক্ষেত্রে ডেলিভারি দিনেই যেতে পারি নাকি?
ওয়াও। তার মানে এখন আর শ্যামলির মত ওত সময় লাগে না। স্লিপে উল্লিখিত দিনে বা এর পরে যেকোন দিন যেতে পারেন।
Bai ami ekbar last year e Sylhet ivac e visar jonno application submit korsilam but rejected. So ekon abar nije nijei submit korte chai..amar ques age ze refuse korsilo eta ki mention korte hobe application er kuitao…ar ami ki Sylhet er citizen hoye dhaka te JFP te submit korte parbo…pls give me advice. Thanks. Mamun
আমার মনে হয় আগের রিজেকশন মেনশন না করাই ভাল। একটা অপশন আছে এমন “Have you been refused an Indian Visa or extension of the same previously or deported from India ? ” এইখানে মেনশন করতে হবে।
ঢাকাতে সাবমিট করতে চাইলে বর্তমান ঠিকানা ঢাকা দিতে হবে।
ডলার এন্ডোস কি ব্যাংক থেকে করতে হবে নাকি মানি একচেঞ্জ থেকে করলেও হবে? মানি একচেঞ্জ থেকে করলে ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা?
যেকোন ব্যাংক থেকে করতে হবে। বিস্তারিত দেখুন এখানে
https://nirbodh.com/dollar-endorsement-details-for-bangladeshi/#i-10
অথবা এই ভিডিওতে
https://youtu.be/AQc0ElbAiog?t=261
ভিসা পাবার পর কতদিন আগে কিভাবে কোথা থেকে ট্রেনের টিকিট কাটবো?
কমপক্ষে দুই সপ্তাহ আগে টিকেট না কাটলে টিকেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। টিকেট কাটতে হবে কমলাপুর স্টেশন থেকে। সাথে করে পাসপোর্ট নিয়ে যেতে হবে।
সোহেল ভাই আপনি জানতে চেয়েছিলেন যে অনলাইনে ফর্ম ফিলাপ করে ফি পরিশোধ এর পরে যদি দেখা যায় যে ফর্ম এর কোথাও ভুল হলে সে ক্ষেত্রেকরনীয় কি।
আমি ivac হেল্প ডেস্কে যোগা যোগের পরে জানতে পারলাম যে ফর্মে ভুল হলে সেটা ৩০০ টাকা পরিশোধ এর মাধ্যমে সংশোধন করা যায় কিন্তু শুধুমাত্র নিজের নাম, বাবা মায়ের নাম ইত্যাদি।
ধন্যবাদ ফয়সাল ভাই। তাহলে এখনো তথ্য সংশোধন করা যায়।
ভাই এপ্লিকেশন চার্জ সকাল কটা থেকে দেয়া যেতে পারে? মানে আমি যদি সকাল ৮.৩০ এ লাইনে দারাতে চাই সে ক্ষেত্রে ৮২৪ টাকা কি পে করে ৮/৯ টার মধ্যে দারাতে পারবো নাকি ব্যাংক ওপেনিং টাইমের জন্য অপেক্ষা করতে হবে।
অগ্রিম ধন্যবা।
আপনি নিজে নিজে দিলে যেকোন সময় দিতে পারেন। আর ওখানে গিয়ে কোন দোকান থেকে দিতে চাইলে একটু আগে গেলেই হবে। ১০ মিনিট বা এর কম সময়েই দিতে পারবেন। ব্যাংকে দিতে হয় না তাই ব্যাংক অপেনিং এর জন্য অপেক্ষা করতে হবে না।
অনেক ধন্যবাদ সোহেল ভাই।
সোহেল ভাই আমি ইন্ডিয়ানএপ্লিকেশন ফর্ম
ফিলাপ করে প্রিন্ট করে নিয়েছি ফি ও দেয়া শেষ কিন্তু পরে দেখতে পেলাম আমার পোষ্টকোড ও আমার মায়ের নামে ভুল এসেছে এমত অবস্থায় কি করনিয়??
পোস্টকোড ব্যাপার না। তবে মায়ের নাম ভুল হলে ঝামেলা হতে পারে। আগে তো আইভ্যাকে গেলে ৩০০ ফি নিয়ে ঠিক করে দিত। এখন আপনি যেহেতু ফি দিয়ে দিয়েছেন সেহেতু কেন্দ্রে গিয়ে জমা দেয়ার সময় বলুন এটা। তারা সাজেস্ট করবে কি করতে হবে।
আর অবশ্যই আমাকে জানাবেন ওরা এইক্ষেত্রে এখন কি সলুশ্যন দেয়। এতে অন্যদের উপকার হবে। 🙂
বর্তমান ঠিকানা হিসেবে অফিসের ঠিকানা দিলে হবে কি? কারণ utility বিলে আমি অফিসের বিদ্যুত বিল দেখাতে চাই।
আর আমি যদি by air/haridaspur দেই তাহলে কি ট্রেনে যেতে পারবো?
সমস্যা হবে না। কারণ ওরা তো আর এসে ভেরিফাই করবে না। 🙂
হ্যাঁ, যেকোন পোর্টে ভিসা থাকলেই গেদে দিয়ে বাই রোডে বা ট্রেনে যেতে পারবেন।
আমি স্থায়ী ঠিকানা ঠিক রেখে utility অনুযায়ী বর্তমান ঠিকানা কি যেকোন ব্যবহার করতে পারি ?
হ্যাঁ
টুরিস্ট ভিসা করে, ভারত গিয়ে চিকিৎসা সেবা নেয়া যাবে?
কিছু টেস্ট বা ডাক্তার দেখাতে পারবেন। তবে বড় কোন ব্যাপার বা অপারেশন হলে করতে পারবেন না। এছাড়া হাসপাতালের উপররেও ডীপেন্ড করে পারবেন কিনা।
ভাইয়া, আমি STUDENT, এখন occupation এর জায়গায় Adress কি দিবো–? কারণ এখন Student occupation দিলে বাধ্যতামূলক বাবা/spouse এর occupation details চায়—এখানে কি দিবো ?
আপু, আপনি যেহেতু স্টুডেন্ট তাই occupation তো স্টুডেন্টই দিতে হবে। আর বাবা/স্পাউজ এর occupation ডিটেইলস দিবেন। যেমন আপনার বাবা প্রাইভেট চাকরি করলে লিখবেন প্রাইভেট সার্ভিস।
যেসব কাগজপত্র জমা দিতে হবে তার সিরিয়ালটা একটু বুঝিয়ে বলবেন? পাসপোর্ট এর সাথে কিছু স্টেপল করতে হয়?
আমি সিরিয়াল অনুযায়ীই দিয়েছি। ”ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র” সেকশন ভাল করে পড়ুন। কোন কিছু স্যাওপ্ল করতে হবে না।
সেখানে নিচে লেখা “পাসপোর্ট এর সাথে” ১/ ছবি, ২/ মুল কপি…………।। এর মানে কি ? সব তো উপরের সিরিয়াল অনুযায়ী দিব। পাসপোর্ট এর সাথে আলাদা বলতে কি ?
২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ছবি আবেদন ফর্মের সাথে লাগাতে হবে
আর ২ এ মুল কপি বলতে ওইসব কাগজপত্র ফটোকপি হলে চলবে না। মূলকপি লাগবে।
এইটা জাস্ট একটা নোট।
ভাই আমার শেষ প্রশ্ন যে,ভিসা ফর্মে প্রথমেই অপশন আছে ইন্ডিয়ান মিশন চিটাগং, ঢাকা এবং রাজশাহী।কিন্তু সিলেট বা অন্য কিছু নেই।সিলেট হতে আবেদন করতে হলে কি ঢাকা চুজ করতে হবে? আর কম্পিউটারে আবেদন পুরন করে প্রিন্ট করে ফিস কি মোবাইলে দেওয়া যাবে? অথবা সম্পূর্ন কাজটি স্মার্ট মোবাইলে করা যায় কিনা। যেমনটা অনলাইনে মোবাইল দিয়ে টিকিট কাটার মত।
হতে পারে সিলেটে কোন মিশন নেই। সিলেট ঢাকার সাথে। আপনি এইটা হটলাইনে অল দিয়ে নিশ্চিত হয়ে নিন।
আর কম্পিউটারে আবেদন পুরন করে প্রিন্ট করে ফিস মোবাইলে দেওয়া যাবে।
সম্পূর্ন কাজটি স্মার্ট মোবাইলে করা যায় তবে ডেস্কটপে করলে বুঝতে সুবিধা হবে।
ভাই,
আমি মানুষিকভাবে সবরকম প্রস্তুতি গ্রহন করেছি ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আমার সংশোধিত NID হাতে পাইছি ২ দিন পূর্বে।আমার পাসপোর্টে জন্মসনদের নম্বর দেওয়া।ভিসার অনলাইনে ফর্ম পুরনের সময় দেখলাম NID কার্ডের নম্বর দেওয়ার অপশন, জন্মসনদের নেই।এমতাবস্থায় যদি ঐ ঘরে NID নং দিই তাহলে পাসপোর্টে বর্নিত জন্মসনদের সাথে মিলবেনা।তাহলে ঐ ঘরে কোন no টি দিব? আর একটি বিষয় যে, সরাসরি হাতে লিখে ভিসার ফর্ম পুরন করা যায় কিনা? ধন্যবাদান্তে-রাকিব হাসান।
রাকিব ভাই, সমস্যা নেই। আপনি এন আইডী দিলেই হবে। আমারও সেইম কেইস ছিল। আমিও এন আইডী দিয়েছিলাম। হাতে লিখে ইন্ডীয়ান ভিসা ফরম পুরন করা যায় না।
ধন্যবাদ 🙂
ভাই আমার utility bill এ পোষ্ট ও পাসপোট এ পোস্ট দুইটা দুই রকম আসছে বাকী সব ঠিক আছে, এটাতে কি ভিসা পাইতে কনো সমস্যা হবে??
কোন সমস্যা নেই ভাই। পাসপোর্ট এর ঠিকানার সাথে ইউটিলিটি বিলের ঠিকানার কোন সম্পর্ক নেই।
ভাই আমি সিলেট ইন্ডিয়া ভিসা আবেদন কেন্দ্র জমা দিয়েছিলাম ৩১ তারিখ রিছটে পাসপোর্ট ডেলিভারি তারিখ ১৫ ।কিন্তু আজ মোবাইল /অনলাইনে দেখলাম রেডি ফর ডেলিভারি। কিন্তু হেল্প লাইনে ফোন দিলাম অরা বল্ল ১৫ তারিখ যাওয়ার জন্য।
তাহলে ১৫ তারিখই যান। ডেলিভারি স্লিপে লেখাই থাকে On or after মানে ওই দিন বা পরের কোন দিন।
ভাই আমার বয়স ১৭শেষ হয়েছে এখন নওজে ভিসার জন্য আবেদন করতে পারব কি??
মনে হয় পারবেন। তবে Parent’s Consent লেটার লাগবে মনে হয়। তবে আপনি আইভ্যাকের হটলাইনে ফোন দিয়ে জেনে নিন।
সোহেল ভাই ইউটিলিটি বিলের কি মেইন কপি লাগবে নাকি শুধু ফটো কপি হলেই কাজ হবে,কারণ আমার পাসপোর্ট এ বর্তমান ঠিকানা যেটা দেয়া আছে আমি সেখানে থাকিনা সেক্ষেত্রে কোন সমস্যা হবে কি ? জানাবেন ভাই
বিলের মেইন কপি জমা দিতে হবে না। জমা দেয়ার সময় ওরা মেইন কপি দেখতে চাইতে পারে। আমার কাছে দেখতে চেয়েছিল। পাসপোর্ট এর বর্তমান ঠিকানায় না থাকলে সমস্যা নেই। আনি ফর্ম পুরনের সম্য যে বর্তমান ঠিকানা দিবেন সেই ঠিকনার বিল দিবেন।
ধন্যবাদ সোহেল ভাই
আপনাকেও ধন্যবাদ ফরসাল ভাই
ভাই আমি ১ বছরেের ভিসা পেয়েছি ৭ মাস পার হয়ে গেছে এখন যদি আমি যেতে চাই কোন সমস্যা হবে কি? এটা আমার প্রথম ভিসা
রাজু ভাই, না কোন সমস্যা হবে না। ভিসার মেয়াদ থাকলেই আপনি যেতে পারবেন। আরো ৫ মাসের মধ্যে যেকোন সময় যেতে পারবেন।
ভাই,
আমি স্কুল শিক্ষক।খুব জানার প্রয়োজন যে,আমার সার্টফিকেট,পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের সাথে NID র মিল নেই।Nid এক্ষুনি সংশোধনের উপায় নেই।NID ব্যতিত জন্মসনদ,নাগরিক সনদ দিয়ে কি ভিসার আবেদন করা যাবেনা?
রাকিব ভাই,
জ্বি, আপনি NID না দিয়ে জন্মসনদ দিয়ে আবেদন করুন। কারন পোস্টে বলাই আছে এনআইডি অথবা জন্ম সনদের কপি।
ধন্যবাদ
আচ্ছা ভাই আমি চাকরি করি সিলেটে।স্থায়ী ঠিকানা মেহেরপুর।আমি কি আমার বিভাগ ব্যতীত সিলেট হাই কমিশনার বরাবর ভিসার জন্য আবেদন করতে পারবো?
আরেকটি বিষয় যে,আমার পাসপোর্ট অফিস হতে স্লিপ দিয়ে আমার নিকট লোক পাসপোর্ট গ্রহন করতে পারবে কিনা? না নিজে গিয়ে পাসপোর্ট নিতে হবে? জানাবেন ধন্যবাদ বিরক্ত না হওয়ার জন্য।
আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে আবেদন করবেন। তার মানে আপনি সিলেতেই আবেদন করতে পারবেন।
জ্বি, অন্য কেউ পারবে। তবে রক্তের সম্পর্কের হলে ভাল হয়।
না বিরক্ত হব কেন। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। 🙂
Bro VISA fee koto?
৮০০ টাকা। আপনি ভাল করে পোস্টটি পড়েননি।
Vai ami 5year kaje jabo kon dorner visa type korte hobe.
Employment Visa
ভাই,আমি স্টুডেন্ট ও নই আবার চাকরিও করছিনা। চাকরির পড়া পড়ছি। সেক্ষেত্রে আমি ডকুমেন্ট হিসেবে কি জমা দিব? আমি আমার বাবার চিকিতসার জন্য মা বাবা আমি একসাথে ভিসা পেতে চাচ্ছি। উল্লেক্ষ্য আমার বাবা DEO.
সেক্ষেত্রে আপনি এটেন্ডেন্ট ভিসার জন্য এপ্লাই করুণ। একজন রোগীর সাথে একাধিক লোক এটেন্ডেন্ট হিসেবে ভিসার আবেদন করতে পারবেন।
vaia assalamu alaikum. applied form ta ki single page ei dite hobe? page double hole prblm hobe? ami already duita page a kore flsi
অআলাইকুম আসসালাম সাকিব ভাইয়া, সমস্যা নেই পেইজ দুইটাই হবে।
ভাইয়া ঢাকা থেকে ভিসা করলে কি ১০দিনের বেশি সময় লাগে? (স্টুডেন্ট ভিসা)।
স্টুডেন্ট ভিসার ব্যাপারে স্পেসিফিকভাবে জানি না। তবে সাধারণত এক সপ্তাহই লাগে। তবে কোন কোন ক্ষেত্রে বেশিও লাগতে পারে।
আমার স্ত্রীর মেডিকেল ভিসা এবং আমার এটেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করেছিলাম। আবেদনপত্রে পাসপোর্ট নং ভূল হওয়ায় আমারটা রিজেক্ট হয়। আমি এটেন্ডেন্ট ভিসা কিভাবে পাবো। স্ত্রীর ভিসা হয়ে গেছে।
আবার আবেদন করুণ। সাথে আপনার স্ত্রীর ভিসার কপি দিতে পারেন। আর না হলে টুরিস্ট ভিসাও নিতে পারেন।
visa batil hole ki korbo?
ভিসা বাতিল মানে? ঠিক বুঝতে পারছি না।
ভাই আমার ভিসা চেংড়া বান্ধা আমি কি আগরতলা দিয়ে যেতে পারবো ?
না
ভাই আমি বিজনেস করি বাট আমি ট্রেড লাইসেন করিনি
এখন আমি কি ভাবে ভিসা পেতে পারি,,,,
দেখুন পেশা হিসেবে যা দিবেন তার সাপোর্টিং ডুকুমেন্ট দিতে হবে। তা হলে Unemployed দিবেন। তবে টা ভিসার চান্স কমিয়ে দিতে পারে।
আপনি বলেছেন ভিসা আবেদন করার পর 5 দিনের মদ্যে জমা দিতে হবে কিনতু IVAC এর মধ্যে পেয়েছি 8 দিনের মধ্যে জমা দিতে হয়, ঠিক কোনটি
হ্যা ঠিকই বলেছেন আপনি। আইভ্যাকের ওয়েবসাইটে বলা আছে ৮ দিন কিন্তু আমি ওদের ইমেল করে কনফার্ম হয়েছি ৫ দিন।
Vai, Indian visa lagate ki ekhon e-token lagena?
না, এখন আর ইটোকেন লাগে না।
Vai indiar visar janno ki ekhon ar e-token lagena naki?
ভাই সালাম নিবেন , আমি ভারতীয় ভিসা আবেদন করতে গিয়ে রিজেক্ট হয়েছি, এখন আবার আবেদন করতে গিয়ে একটা জয়গায় আমার প্রবলেম মনে হচ্ছে , আপনি মেহেরবানি করে আমাকে বুঝিয়ে দিলে আমার উপকার হত ! ভাই have you been refuser an indian visa or extention of the same previously or deported from india? If yes above mention when and by whom with control na/date এখানে আমি কি করবো বুজতে পারছিনা। ভাই আপনার কাছে আমার অনুরোধ আমাকে বুঝিয়ে দিলে অনেক উপকার হত!
ভাই সালাম নিলাম, এটা NO দিলেই হবে। এটা মনে হয় ইন্ডিয়া ঢুকতে দেয়নি, বা এক্সটেনশন আবেদন এক্সছেপ্ট করেনি বা ইন্ডিয়া থেকে ডিপোর্ট করেছে এমন হলে Yes আর তাদের নাম দিতে হবে।
আরো কমফার্ম হতে হটলাইনে কল দিয়ে নিশ্চিত হতে পারে।
ভাই আসসালামুয়ালাইকুম।আশা করি ভাল আছেন। আমি আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাই।দুই্জনে একত্রে কিভাবে ভিসা পাব? আর দাড়ী থাকলে নাকি ভিসা দেয় না, বিস্তারিত জানালে উপক্রিত হব/
ওআলাইকুম আসসালাম ভাই। আমি ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন। যে রোগী তার জন্য মেডিক্যাল ভিসা আর সাথের জনের জন্য মেডিক্যাল এটেনডেন্ট ভিসা। একই সাথে আবেদন করবেন। আর দাড়ি নিয়ে প্রচুর মানুষ ভিসা পায়। এটার কোন ভিত্তি আছে বলে মনে হয় না।
Ami aj ai sms ta paise
Your VISA application with Name: has been processed. Please collect as mentioned in receipt.
But amr receipt a after 26 August delivery date details
26 August ar Aggy ki Ami amr passport collect korty parbo?
এই এসএমএস অনুযায়ী বোঝা যাচ্ছে ২৬ তারিখ বা এর পর পাবেন। তবে কনফার্ম হতে হটলাইনে কল দিয়ে নিশ্চিত হয়ে নিন।
মেডিকেল ভিসায় রোগী এবং এটেনডেন্ট এর পাসপোটে ৩০০০ করে মোট ৬০০০ ডলার এনডোরস করা যাবে কিনা? যদি করা যায়, তাহলে কোথায় থেকে করলে ভাল হবে?
যেকোন ভিসায়ই আপনি করতে পারবেন এটা। যেকোন মানি এক্সচেঞ্জ বা ব্যাংক থেকে করতে পারেবন। মানি এক্সচেঞ্জে ঝামেলা কম ও সময় লাগে না।
আমার মায়ের চিকিৎসার জন্য SRMC, Chennai এর টিটমেন্ট প্ল্যান অনুযায়ী বাংলাদেশী প্রায় ৬০০০০০ টাকা নিয়ে যাওয়া প্রয়োজন। আমাকে একটু সাজেশন দেন, কিভাবে এই টাকা নিয়ে গেলে আমার জন্য বহন ও ব্যবহার সহজ হবে।
ভাই, এই ব্যাপারে সঠিক বলতে পারছি না। তবে ডলার করে নিয়ে গেলেই তো মনে হয় ভাল হবে। আর মেডিক্যাল এর জন্য স্পেশাল কোন নিয়ম আছে কিনা সেটা আমি ঠিক জানি না জামাল ভাই।
ধন্যবাদ ভাই
Vaia amr visar date agami kal.kintu ami akn o sms pai nai.tahole ki kal amr visa office a jawa thik hobe??r sms ki jeidin date thake seidin ase??
জ্বি, এসএমএস ওইদিন সকালেও আসতে পারে। এসএমএস আসার পরেই যাওয়া উচিৎ।
ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের দিলে প্রত্যেক মাসের শেষ তারিখে কি 20000 টাকা করে থাকতে হবে, নাকি যখন দিচ্ছি তখন 20000 বা তার উপর ব্যালেন্স থাকলে হবে। একটু ক্লিয়ার করলে উপকৃত হতাম।ধন্যবাদ
না। বর্তমান ব্যালান্স ২০০০০ থাকতে হবে। ধন্যবাদ
কলামটি পড়ে অনেক ভালো লাগলো অনেক অজানা বিষয় জানা হয়ে গেল আমি জানতে চাই NOC টি কি মূল কপি লাগবে না ফটো কপি দিলে হবে কারণ তারা আমাকে মেইলে পাঠাবে
মেইলে পাঠালে প্রিন্ট করে দিলেই হবে।
Thank you for suggestion
আপনার কাছে একটা পরামর্শ চাই। আমার আম্মার পাসপোর্টে ও NID তে County of birth দেয়া আছে India, কিন্তু তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশ। এখন একটা অপশন আছে Nationality by Birth/ Nuatralization. এখানে কি হবে? আবার এখানে যদি Nuatralization দেয়া হয় তাহলে Previous Nationality অপশন আসে, এখানেই বা কি হবে?
আরেকটি সমস্যা হচ্ছে পাসপোর্টে Surname এ দেয়া আছে NURJAHAN (Single name আছে) এবং Given name এই জায়গাটি ফাকা আছে। তাহলে ভিসা ফরম পুরন করার সময় কিভাবে করবো। কারন এখানেতো Given name ছাড়া পরবর্তী অপশনে যাওয়া যায় না।
আশা বিষয়গুলো সম্পর্কে দ্রুত সহযোগীতা করবেন।
এখানে By Birth দিলেই হবে। কারণ সে তো আর ইন্ডিয়ার নাগরিক ছিল না।
আর Surname এর ব্যাপারে হেল্প করতে পারলাম না। আপনি একটু হেল্পলাইনে কল করে জেনে নিন প্লিজ।
আমার মা রোগী আর আমি মেডিকেল এটেনডেন্ট। একই সংঙ্গে 19/08/18 তারিখে কাগজপএ জমা দিয়েছিলাম। আমার ভিসা 05/09/18 তারিখে হয়েছে। আর আমার মায়ের ভিসা এখনও দেয়নি, ম্যসেজও আসেনি । এটেনডেন্ট এর ভিসা হয়, আর রোগীর ভিসা রিফিউজ হয়, এইরকম কি কখনও হয়?
ভাই, ভিসা সংক্রান্ত ব্যাপারে সবই সম্ভব। আপনি চিন্তা করবেন না। রিফিউজ হলে তো আগেই হত। হয়ত ওরা মেডিক্যাল ভিসা প্রসেস করতে একটু বেশি সময় নেয়।
Attedant এর ভিসা হয়েছে, রোগীর ভিসা হয়নি এই প্রসংঙ্গে আরেকটি বিষয় বলি, Visa status enquiry তে Web file no ও Passport no দিয়ে log in করলে ‘Details entered by you could not be found’ এই স্টাটাস দেখায়। আবার hotline এ ওদের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কিছু বলেনি। আসলে এই ধরনের ম্যাসেজ দিয়ে কি বোঝায়, জানা থাকলে একটু জানাবেন।
Details entered by you could not be found মানে একটু সন্দেহের বিষয়। বিষয়টা এমন যে এই Web file no ও Passport no এর কোন ডাতা ওদের কাছে নেই। মানে জমা হয়নি এমন। দুই সপ্তাহ পার হয়ে গেলে এখন আপনি ওদের সাথে যোগাযোগ করে জানতে চান কি অবস্থায় আছে।
Vai id card a স্বামীর নাম বাংলায় আ:মাজেদ আর pasport a english a abdul mazed. Ai jonno ki problem hobe?
না, সমস্যা হবে না।
ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ
ভাই আমি বেকার,কিছুই করি না।ভিসায় পেশা কি দিবো??আমার তো পেশার কোন ডকুমেন্ট নেই।এবং আমার নামে বিদুৎ,পানি বা অন্য কোন বিলের ডকুমেন্টস নেই।এখন আমি কি করতে পারি???
Unemployed দিবেন। তাহলে পেশার ডকুমেন্ট লাগবে না।
আপনার নামে বিল হতে হবে না।
আচ্ছালামুলালাইকুম
স্যার একটা তথ্য নিতে চাচ্ছিলাম!
আমার পার্সপোটএ পেশা আছে কৃষক কিন্তু আমার কোন জমির দলিল বা ক্ষতিয়ান নাই এখন আমি ভিসা আবেদনের সময় প্রোমান পত্র,হিসেবে কোন কাগজ দেবো যদি একটু বলেন।
পাসপোর্ট এ কি পেশা আছে সেটা ব্যপার না। এখন ভিসা আবেদনের সময় যে পেশা দিবেন সে অনুযায়ী ডকুমেন্ট দিবেন।
visa batil Howar karon gulo ki plz aktu bolben
কারণ কোথাও বলা নেই। তবে ভুল তথ্য, অর্থনৈতিক অবস্থা খারাপ ইত্যাদি হতে পারে। বাদ বাকি তাদের ইচ্ছে।
vaia amr Maier kno bank account nai akn ki amr
Babar bank statement die joma dite parbe?
জ্বি, পারবেন।
Vaia amr maier kno jani account nai akn ki amr
Babar jani statmenr diya joma dite parbe?
ভাই অামি নীল বেকগ্রাউন্ডের ছবি দিয়ে ধরা খেয়েছি :(। অাবার নতুন করে ফি দিয়ে করতে হয়েছে, ভাই রেলের টিকিট কতদিন অাগে গেলে ঝামেলা ছারা পাবো?
হ্যা, ব্যাকগ্রাউন্ড সাদা লাগে।
২ সপ্তাহ আগে যান।
vai ami jokhon ager bar abedon joma dite gisilam
tokhon ak vodro lok tar wife er ta joma dite assilo
but tar ta joma nilo na.tai sunlam.r akn jodi amr maier ta joma dite jai tahole amr kno kagoj pati
lagbe??
সাধারণত স্বামি/স্ত্রী, সন্তান ও পিতামাতার টা জমা দিতে পারে। নতুন নিয়ম হলে আমি জানি না। আপনি হটলাইনে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নিন।
ভাই
আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। তবে দুঃখের বিষয় হলো আমি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে বসবাস করি। আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করছি প্রতিষ্ঠালগ্ন থেকে। পাশাপাশি আমার একটি …ডট কম্পিউটার নামে প্রতিষ্ঠান আছে। আমার যোগ্যতা হলো এম এস এস এবং এলএল,বি। আমি অনেক পাসপোর্ট-এ ভারতীয় ভিসা লাগিয়েছি শহর থেকে। এখনও হাতে ৫টি পাসপোর্ট আছে। আমি কি কোন দিনও নিজে ভারতীয় ভিসার আবেদন করতে পারবো না??? অবশ্যই জানাবেন এবং আমাকে উপকৃত করবেন।
ভাই, আপনি প্রশ্ন করলেন নাকি মার্কেটিং করলেন বুঝলাম না। আপনি অন্যের ভিসা লাগিয়েছেন বলছেন। তাহলে নিজে কেন আবেদন করতে পারবেন না?
আর, আপনার যোগাযোগের তথ্য মুছে ফেলা হল, কারণ আমি কমেন্টেই যোগাযোগ করব। ধন্যবাদ 🙂
Vaia amr maier abedon ki ami joma dite parbo??akshate ২ joner abedon korilam amr visa diyase amr mar die nai.akn abar notun kore abedon koresi.
জ্বি, আপনি আপনার মায়ের আবেদন জমা দিতে পারবেন।
thanks
Sohel vai amar 1month er indian visa lagano silo but akta problem er jonno jete pari nai and visar meyad o ses hoye gese. akn apply korle amake visa dibe kina? and er jonno amar extra kono documents sathe dite hobe kina please amake bolle khub help hobe.
একবার না গেলে ভিসা দিবে না, এমন কোন নিয়ম নেই।
না, এক্সট্রা কোন ডকুমেন্ট লাগবে না।
ধন্যবাদ
Vai amr visa pawar date 1-08-18 ajke amr phn a
SMS assa tahole ki Ami 1 tariker age kinba kalke
gale visa farot pabo??
পাওয়ার তো কথা। এসএমএস আসা মানেই পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। একবার হটলাইনে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিন।
১/ অামি একজন প্রবাশী তাহলে কাজের বিবরন কি দিবো?
২/ অামি অাগরতলা সিলেক্টকরলে হরিদাসপুর পোর্ট ব্যববহার করতে পারবোকি?
৩/ টাকা কিভাভাবে চেন্চ করবো ককত টাকা নিয়েযেতে পারবো একসাথে?
ধন্যবাদ
১। দেখেন ওইখানে দেয়া পেশার সাথে কোনটা ম্যাচ করে। সব পেশার নাম আমার জানা নেই।
২। জ্বি, পারবেন।
২। বাইরে লিগ্যালি ১০০০০ বাংলাদেশি টাকা নেয়া যায়। এর বেশি লাগলে ডলার নিয়ে যেতে হবে। যেকোন মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনে নিতে পারেন।
ব্যাংক স্টেটমেন্ট
ওখানে ওয়ারকার একটা অপসন অাছে কিন্তুু সেক্ষেত্রে প্রমান হিসেবে কি ডকুমেন্ট দেব সেটাই ভেবে পাচ্ছিনা, অামি পোর্ট হিসেবে অাগরতলা বেছেছি কিন্তুু ভ্রমনের জায়য়গা এবং হোটেল ঠিকানা দিয়েছি কলকাতা সমস্যা হবেকি? ধন্যবাদ
পেশার ব্যপারে আমি কোন ভাল সাজেশন দিতে পারছি না। তবে ওয়ার্কার দিলে মনে হয় আর কোন ডকুমেন্ট লাগবে না। আর পোর্ট আগরতলা দিলে ঝামেলা এড়াতে ভ্রমনের জায়য়গা এবং হোটেল ঠিকানা ত্রিপুরারই দিন।
১. ভিসা না দেওয়ার জন্য কি কি কারন থাকতে পারে যখন কাগজ পত্র সম্পুর্ণ থাকবে।
২. আমার পাওয়োনিয়ার মাষ্টারকার্ড আছে, এটি কি আমি সাথে নিয়ে যেতে পারব?
ধন্যবাদ।
১। কোন কারণ বলার উপায় নেই। তবে ঝামেলা থাকলেই দেয়। সব ওকে থাকলেই দিবে।
২। অবশ্যই। আমি পেওনিয়ার দিয়েই SBI বুথ থেকে রুপি তুলেছিলাম। তবে আমি পরামর্শ দিব দোকানে কেনাকাটা বা যেকোন বিল দিতে কার্ড ইউজ করুন। বুথ থেকে রুপি না তোলাই ভাল। কারণ খুবই কম এক্সচেঞ্জ রেট পাওয়া যায়। কারণ অনেক সারচার্জ থাকে। কিন্তু বিল পে তে রেগুলার/ভাল রেট পাওয়া যায়। আমি বুথ থেকে অনেক কম রেট পেয়েছিলিয়াম 🙁
ধন্যবাদ রাইহান ভাই কমেন্টের জন্য।
৩ জন আবেদন করেছিলাম, কেও ভিসা পেলাম না।
জানিনা কি ভুল ছিল । পরবর্তিতে কি ধরনের সর্তকতা অবল্বন করা যেতে পারে?
অনুমানে কি বলব ভাই। আবার করুন।
ফরম জমা দেয়ার জন্য কত দিন সময় থাকে? আমি গত 15-07-2018 তে ফরম ফিলাপ করেছি, কালকে কি জমা দিতে পারবো?
৭-৮ দিন। তাহলে কাল ওই ফর্মের মেয়াদ মনে হয় থাকবে না।
হেলো, আসসালামু আলাইকুম। শনিবার কি কোথাও জমা দেয়া যায়?
অআলাইকুম আসসালাম, হ্যা শনিবার শ্যামলীতে শুধুমাত্র মহিলাদের আবেদন জমা নেয়। আপনি ফোন করে কনফার্ম হয়ে নিন।
ভাই! আমার একবার ভিসা হয়েছিলো।তখন গেদে বর্ডার দিয়ে ঢোকার পর ইন্ডিয়ান ইমিগ্রেইশনে এন্ট্রি রিফোজ করে ফেরত দিয়ে ছিলো।ফেরত দেয়ার ছিল দেওয়া আছে। আমি ইমিগ্রেইশন শেষ করে ভেতরে ঢুকতে পারিনি বর্ডার থেকে ফিরে আসতে হয়েছে। এখন আমার জানা বিষয় হলো ফরমে একটি ঘর থাকে যেখানে আমি ইতিপূর্বে ইন্ডিয়া গিয়েছিলাম কি না? সেখানে কি শুধু বর্ডারের ভেতরে ঢোকার কারণে yasলিখবো না no লিখবো? যদি yasহয় তাহলে তার পরের ঘরে চাওয়া হয় যে আমি কোন হোটেলে ওঠেছিলাম? এর উত্তরে কি কোন হোটেলের নাম লিখতে হবে ? কারণ আমি তো ইন্ডিয়ার এরিয়ায় ঢুকেছি ঠিক কিন্তু ফেরত দেওয়ায় কোন হোটেলে অবস্থান করা হয়নি। আর আমার পাসপোর্টের ইমিগ্রেইশনের ছিল এর প্রমান বহন করছে।এখন এই ঘরটি কি খালি রাখবো না কোন হোটেলের নাম লিখবো? এতে ভুল হলে কি ভিসা পেতে সমস্যা হবে?
আপনি তো ইন্ডিয়াতে ঢুকেন নাই তাই সেখানে No লিখবেন। কিন্তু অন্য একটা ঘর আছে যেখানে লিখবেন যে এন্ট্রি রিফিউস হয়েছিল। আর এন্ট্রি রিফিউজ করেছিল গেদে ইমিগ্রেশন।
যারা ভিসা করে দেয়।আমি তাদের সন্গে কথা বলছিলাম।তারা ২০০০ টাকা চায়।আমি যদি নিজে করি তাহলে কত টাকা লাগবে।আর নিজে করতে গেলে কোন ভোগান্তি তে পরবো নাকি।আমি তো কখনো করি নাই।
নিজে করলে ৬৫০-৭৫০ টাকা অফিসিয়াল ফি। এর বাইরে কোন টাকা লাগবে না।
সাইফুল ভাই দুবাই ভিসিট ভিসা কি এক রকম করা যায়।
সেলিম ভাই, না, দুবাই এর ভিসা প্রসেস আলাদা।
সাইফুল ভাই আপনার facebook এ নাম কি। আর আপনার নাম্বার টা দেওয়া যাবে নি।আর আমি দুবাই ভিসিট ভিসা প্রসেস কি ভাবে করব নিজে নিজে। আপনার লেখা টা পড়ে আমার কছে খুব ভাল লেগেছে।plz
আমার ফেসবুক লিংক দেয়া আছে দেখুন। মেসেজ দিন https://m.me/SaifulIslamSohel68
দুবাই ভিসা সম্পর্কে আমি জানি না।
জনাব সাইফুল
অনেক ধন্যবাদ চমৎকার গাইড লািইন দেবার জন্য।
আমি চিকিৎসার জন্য যেতেচাই। সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে? আর আমারে নিজ নামে কোন ইউটিলিটি বিল নেই। এ ক্ষেত্র বিকল্প কি দিতে হবে?
মোশারফ ভাই,
আমি চিকিৎসা ভিসার ব্যাপারে সঠিক জানি না। আপনি নিচের ফেসবুক গ্রুপে জয়েন করে জেনে নিতে পারেন। https://www.facebook.com/groups/207813502998724/
ইউটিলিটি বিল নিজের নামে হতে হবে না। আপনি যে বাসায় থাকেন সেটার হলেই হবে।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। শুভ কামনা।
Sylhet থেকে ভিসার অাবেদন কররতে হলে মিশন কি সিলেট করতে হবে?
সিলেট সিলেক্ট করবেন।
ভাই আমি ইন্ডিয়ান ভিসা লাগাতে চাই আমার কি কি লাগবে
উপরে কি পড়লেন এতক্ষণ?
আমার বই জমা দিয়েছি কিন্ন্তু ডেট ছাড়া ৯দিন হয়ে গেলো বই পাচ্ছিনা, কিভাবে দ্রুত বই পাবো একটু বলবেন প্লিজ,আর হ্যা আমার এক বন্ধু ইমাইল করছিলো কোন কাজ হইনি
ডেট ছাড়া মানে বুঝিনি। ওরা তো ডেট দেয় যেদিন পাসপোর্ট ফেরত দিবে। আপনি আগের দিন বা ওইদিন সকালে এমএমএস পাবেন।
bhaiya ami ekbar reject hoisi
akhon form puron korar shomoy abar ekta jaygay lekha ase je visa reject hoise ki na? oikhane ki yes or no dibo? r ki ki lekte hobe?
আমি এইটা জানি না ভাইয়া। তবে ইয়েস দেয়াই তো উচিৎ।
বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ থেকে ইনডিয়ান ভাসা লাগাতে কাগজপত্র কি কি প্রয়োজন হয়? ভিসা ফি কত? সময় কত দিন লাগে?
http://www.ivacbd.com/-বাংলাদেশি-জন্য
এই লিংকে গিয়ে বিদেশি নাগরিকদের জন্য সেকশন দেখুন।
ভাইয়া, আমার ভিসা তে বাই রোড হিলি দেওয়া আছে ,তো আমি কি অন্য যে কোন 4টি বডার দিয়ে যাওয়া আসা করতে পারবো ।এই রকম কোনো নিয়ম আছে।
ভাইয়া, তাহলে আপনি হরিদাসপুর, গেদে ও বাই এয়ারে যেতে পারবেন।
ভাই,
১. আমি যদি এন্ট্রি পোর্ট – চ্যাঙরাবান্দা দিয়ে ভারতে প্রবেশ করি এবং এক্সিট পোট হিসেবে বাই রেল গেদে দিয়ে বের হতে চাই তাহলে আমাকে কিভাবে আবেদনটি করতে হবে।
২. আমার পাসপোর্ট করার সময় পেশা দেয়া হয়েছিলো কৃষক এখন ভিসা আবেদনের সময় কোন পেশা দিলে ডকুমেন্ট এর ঝামেলা কম হবে। উল্লেখ্য আমি সরকারী বা বেসরকারী চাকুরীজীবি নই।
৩. আবেদনের পর আমাকে কী কী ডকুমেন্ট নিয়ে ভিসা কেন্দ্রে যেতে হবে?
৪. ভিসা পেতে হলে কী আগেই ডলারস এন্ড্রসমেন্ট করতে হয়?
দয়া করে জানালে খুশি হবো।
১. আপনি এন্ট্রি এক্সিট দুটোই চ্যাংড়াবান্ধা দিন। এতে আপনি এমিনিতেই হরিদাসপুর ও গেদে দিয়ে যেতে/আসতে পারবেন।
২. যেটাই দিন না কেন, সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। অথিবা Unemployed দিতে পারেন।
৩. সেটা উপরে দেয়া আছে। একটু দেখে নিন প্লিজ।
৪. ডলার এনডোর্স না করলে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
আসসালামু আলাইকুম,
আমি জানতে চাই, সরকারী চাকুরীজীবী দের কি ভিসার দরকার হয় ভারতে যেতে? নাকি GO/NOC দিয়েই হবে।
আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট থাকে তাহলে শুধু GO/NOC নিয়ে গেলেই অন এরাইভাল ভিসা পাবেন। আগে থেকে আবেদন করে ভিসা নিয়ে যেতে হবে না।
ভাই tourist visa application টা করতে পারি কিন্তু e-token টা কিভাবে নিব। link সহ details দিলে উপকৃত হব।
ভাই, আমি ইটোকেন ছাড়া সরাসরি শ্যামলী সেন্টারে জমা দিয়েছি। ইটোকেন কিভাবে নিতে হয় তা আমি জানি না। দু:খিত
Sry ভাই আপনাকে আরেকটু বিরক্ত করছি,,,, তাহলে কি বলবেন আমার কি কি কাগজ প্রত্র লাগবে,,,আর বিদ্যু বিল কি বাড়ির পাশের কারোর হলে হবে
ভাই, উপরে উল্লিখিত সব কাগজ লাগবে শুধু পেশার প্রমাণ বাদে। নিজের না থাকলে পাশের বাড়ির দিতে পারেন। তাহলে সেইভাবে বর্তমান ঠিকানা দিবেন আবেদনপত্র পুরনেরর সময়।
তার জন্য কি কি জিনিস লাগবে,,আমার তো আইডি বা রশিদ বই নাই,,,প্রত্যয়ন /প্রশংসা পত্র দিলে হবে
Unemployed দিলে পেশার প্রমাণপত্র লাগে না মনে হয়।
আমার পড়াশুনা শেষ জব ওও করি না তাহলে আমার ভারতের ভিসা পেতে হলে কি করতে হবে। যদি আমি Student ভিসা করি…… বা অন্য কোন উপায়।
Unemployed দিতে হবে পেশা
আস সালামু আলাইকুম। অনেক ভাল লিখেছে, তার জন্য ধন্যবাদ। আমি আর আমার ফ্রেন্ড এর আবেদন একসাথে জমা দিয়েছিলাম। তো ন:অফ এন্ট্রি তে ভুল করে সিংগেল দিয়েছিলাম। এখন ভিসা হয়েগেছে। ১ বছরের। এখন করনীয় কি?
Sry. Ota likhechen hobe. Ar apnar lekhata copy kore rakha jabe ki?
কপি করে কোথাও পাব্লিশ না করলে খুশি হব। 🙂
ওআলাইকুম আসসালাম। লেখাটি ভাল লেখেছে জেনে ভাল লাগল। এখন কিছু করার নেই। যদি সিংগেল এন্ট্রি ভিসা হয়ে থাকে তাহলে একবার ভিজিট করে নতুন করে ভিসা করে নিন।
পোস্টটি ভালো লাগলো।
আমি স্টুডেন্ট।
নতুন পাসপোর্ট করছি।
আমাদের বাড়ি গ্রামে, এখানে বিদ্যুৎ, পানি, গ্যাস নেই।
এগুলোর বিল রশিদ কিভাবে দিবো…?
আমার ব্যাংক একাউন্ট নেই, বাবার টায় হবে…?
আমি ভ্রমন ভিসায় ১ বছরে ২/৩ বার যেতে আসতে চাই, এক্ষেত্রে কি কি করনীয়…?
পলাশ ভাই,
আমার পরামর্শ হবে আপনি আপানার পরিচিত কারো থেকে বিদ্যুৎ, পানি বা গ্যাস বিলে ম্যানেজ করুন একটা। তারপর সেটার অনুযায়ী বর্তমান ঠিকানা দিন।
হ্যা, আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন।
আপনি মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করবেন। তাহলে আপনি একাধিকবার যেতে/আসতে পারবেন।
পোস্টটি ভাল লেগেছে জেনেছে খুশি হলাম। 🙂
শ্যামলীতে ভিসা আবেদন করতে কি অগ্রীম বাসের টিকিট বা হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হয়।
না, কোন টিকিট বা হোটেল বুকিং লাগে না।
১মবার NOC নিলে, একাধিক বার ভ্রমন করা যায়,NOC ছাড়া?
NOC তো আসলে একবারের জন্যই নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেয়া হয়। তবে ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপর। যেমন আমরা ডাউকি দিয়ে গেলাম, কাউকে কিছুই জিজ্ঞেস করল না। NOC, স্টুডেন্ট আইডি কিছুই দেখল না।
ভাইয়া , আমার ভিসা তে বাই রোড হিলি দেওয়া হয়েছে ।তো আমি কি অন্য বড়ার দিয়ে যেতে পারবো।
ভাই, আমি এই মূহুর্তে এমপ্লয়েড। স্টুডেন্ট আইডি কার্ড নাই। কিন্তু আন-এমপ্লয়েড দেখাতে চাই কারন এনওসি লেটার নিতে ঝামেলা হবে অফিস থেকে। আমি কি আন-এমপ্লয়েড দিয়ে এপ্লাই করে দিবো? তবে ফাইন্যান্সিয়াল অবস্থা ভাল প্রমাণ করার জন্য শুধু এন্ডোর্স্মেন্ট এ হবে? নাকি স্ট্যাট্মেন্ট ও জমা দিতে হবে?
মিঠু ভাই, আন-এমপ্লয়েড দেখাতে পারেন। স্টেটমেন্ট ওরা বেশি প্রিফার করে। আপনি যেকোন একটা অথবা পারলে দুটোই দিতে পারেন।
কোন পোর্ট উল্লেখ নাই এবং এয়ার ও ট্রেন দেওয়া আছে।আমি চাইলে যে কোন পোর্ট ব্যবহার করতে পারবো না?
ভাই আমার টুরিস্ট মাল্টিপোল ১ বছরের ভিসা। ভিসার মধ্যে কোন পোর্ট উল্লেখ করা করা বাই ট্রেন ও এয়ার দেওয়া আছে আমি কি এখন যে কোন পোর্ট ব্যবহার করতে পারবো না?
না, তাহলে আপনি শুধু এগুলার পাশাপাশি বাই রোড গেদে বা বাই রোড হরিদাসপুর ব্যাবহার করতে পারবেন।
পুরাতন পাসপোর্ট থাকলে তার কোন পৃষ্ঠা পযর্ন্ত দিতে হবে ফটোকপি আর স্ত্রীর যদি একসাথে যায় তাহলে তারজন্য আলাদা ব্যাংক স্ট্যাটম্যান্ট লাগবে কিনা,কারণ সে তো ডিপেন্ডবল, আর পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি বলতে কি বুঝিয়েছেন?
পুরাতন পাসপোর্ট এর ফটোকপি মন্র হয় লাগে না। মেইনটাই জমা দিতে হয়।
আলাদা স্টেটমেন্ট লাগবে। ডিপেন্ডডেন্ট হলেও যার উপর ডিপেন্ডডেন্ট তার স্টেটমেন্ট লাগবে।
ডাটা পেইজ মানে প্রথম দুই পেইজ যেখানে নাম, জন্ম তারিখ ইত্যাদি তথ্য থাকে।
ভাই আমার পাসপোর্ট এ স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিন্তু আমার বর্তমান ঠিকানা আলাদা.. তো ভিসা পেতে সমস্যা হবে??
না।
আসসালামু আলাইকুম,
ভাই আমার পাসপোর্টে পেশা বিজনেস but এখন রিটায়র্ড so আমার treadliecence নাই. So আমি কি ভাবে applyকরব
ভাই, পাসপোর্ট এ কি সেটা ব্যাপার না। পাসপোর্ট এ পেশা উল্লেখ থাকে না। আপনি ভিসা আবেদনে এখনকার হিসেবে আবেদন করবেন।
কিভাবে ই-টোকেন করে?
জাকির ভাই, ইটোকেনের ব্যাপারে আমি জানি না। আমি কখনো করিনি।
ভাই সালম নিবেন আামি ছাএ না অথবা চাকুরিও করিনা সেক্ষেএে noc অথবা id card নাই তাহলে আমার ক্ষেএে কি প্রযজ্য হবে
হাদিস ভাই, সালাম নিলাম। Unemployed দিলে তো কোন ডকুমেন্ট লাগবে না।
ভাই আগরতলা হয়ে ইন্ডিয়া যেতে হলে কি করতে হবে
অলি ভাই, আপনার প্রশ ঠিক কি বিষয়ে বুঝতে পারছি না। তারপরেও উত্তর দিচ্ছি।
আগরতলা হয়ে ইন্ডিয়া যেতে হলে আপনাকে ভিসা আবেদনে পোর্ট হিসেবে আগরতলা সিলেক্ট করতে হবে। অন্য কোন কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান। 🙂
Srimonta pur boader
আপনার প্রশ্ন বুঝিনি।
আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার পোস্ট পড়ে খুব ভাল লাগল। ভাইয়া আমি একজন অনার্স ১ম ইয়ারের ছাত্র।ভাইয়া আমি ভারতের কলকাতা এবং এর আশেপাশের কয়েকটি শহরে ১৫ দিনের জন্য যেতে চায়।এখন আমি একজন ছাত্র কিন্তু আমার পাসপোর্ট এ পেশা private service এটার জন্য কি কোন সমস্যা হবে ভাইয়া।
ওআলাইকুম আস সালাম মামুন ভাইয়া। পোস্টটি ভাল লেগেছে জেনে খুশি হলাম।
কোন সমস্যা হবে না। কারণ পাসপোর্ট এ কোথাও পেশা উল্লেখ থাকে না। আপনি শুধু ভিসা আবেদনেরর সময় ছাত্র দিবেন পেশা হিসেবে। ধন্যবাদ।
স্টুডেন্ট আইডি কার্ডে কিছু বুঝার উপায় নেই । অন্য কোন কপিতে কি হয় ? কনফারেন্স ভিসা ।
ওইটাই দিন। মেইন কপি দেখাবেন।
বাংলাবান্ধার ভারতীয় অংশের নাম কি?
দয়াকরে জানাবেন।
ফুলবাড়ি/Fulbari
ভাই,এক বছরের জন্য টুরিস্ট ভিসা করতে চাই,এই সময়ের মধ্যে কয়েকবারে কলকাতা,আগরতলা,দার্জিলিং এবং শিলং যাওয়ার ইচ্ছে,সেই ক্ষেতে পোর্ট কোনটা সিলেক্ট করবো।
কলকাতা যাওয়ার জন্য অন্য যেকোন পোর্টে ভিসা থাকলেই হরিদাস্পুর মানে বেনাপোল দিয়ে যেতে পারবেন। তবে অন্য সব লোকশের জন্য তো আর সব পোর্ট নিতে পারবেন না। এজন্য যেকোন একটা এরিয়ার জন্য একটা পোর্ট সিলেক্ট করুন। একবার ঘুরে এসে অবশ্য পোর্ট চেঞ্জ করা যায়।
ভাইয়া আমার পাসপোর্ট একটার মেয়াদ শেষ হওয়ার কারণে আরেকটা নতুন পাসপোর্ট বানাইছি।এখন কি অনলাইনে ফরম পুরণ করার সময় আগের পাসপোর্ট টার ইনপফরমেশন ও দিতে হবে???
আমার ঠিক খেয়াল নেই ফর্মের কোথাও আগের পাসপোর্ট এর তথ্য চায় কিনা। আগের ভিসা থাকলে তথ্য চায়। যদি ঘর থাকে দিবেন। তবে আগের পাসপোর্টও জমা দিতে হয় এপ্লিকেশনের সাথে।
ভাই ১বছর এর মাল্টিফল ভিসা পেলে কতদিনের মধ্য প্রবেশ করতে হবে??
এ ক্ষেত্রে কি কোন বাধ্যবাধকতা আছে???
এক বছরের মধ্যে যেকোন সময় প্রবেশ করতে পারবেন। ১ বছর পার হয়ে গেলে তো মেয়াদ শেষ! 🙂
আমি এই মূহুর্তে আনএমপ্লয়েড, আবার স্টুডেন্ট ও নই। এক্ষেত্রে কি ডকুমেন্ট জমা দেব? আর কি কি কারনে ভিসা না হবার সম্ভাবনা থাকে? ধন্যবাদ এই আর্টিকেল এর জন্য।
আনএমপ্লয়েড হলে কোন পেশাগত ডকুমেন্ট লাগবে না মনে হয়। এখন মোটামুটি সবারই ভিসা হয়। কারণ এক্সাক্টলি বলা মুশকিল। তবে ফাইন্যান্সিয়াল অবস্থা ভাল প্রমাণ করা জরুরি।
ভাই,আমার ইন্ডিয়ান মেডিকেল ভিসার পেপারস গুলা সিরিয়ালি সাজানোর নিয়ম টা একটু জানাবেন…
পলাশ ভাই, আমি মেডিক্যাল ভিসা কখনো করিনি তাই জানি না। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি সেখানে গেলেও ওরা বলে দিবে। 🙂
Visa delivery date aj deya kinto online tracking e dekhlm akhno IHC e sent hoi ni.. Akhn ki krbo? Aj jawa thik hbe?
এসএমএস না পেলে যাওয়া ঠিক হবে না। অপেক্ষা করুন। অথবা ফোন করে নিশ্চিত হয়ে নিন।
আমি ও আমার মা ভিসা পেয়েছি। আমার passport e. INT. credit card die 600 dollar endorse korabo mayer korabo na any problem?
সমস্যা নেই। সে আপনার dependent.
বিরক্ত করি একটু ভাইয়া , মোবাইল নাম্বার দেয়ার অপশনে ১০ ডিজিটের জায়গা দেয়া , কিন্তু নাম্বার তো এখন ১১ ডিজিটের। এক্ষেত্রে কি শুরুর ০ বাদ দিয়ে বাকি নাম্বারটা লিখবো ?
হ্যা, ০ বাদ দিয়ে লিখবেন। বিরক্ত করার জন্য ধন্যবাদ রাতুল ভাইয়া। 🙂
কাগজ পত্র জমা দেওয়ার পর, ভিসা পেতে আনুমানিক
কতদিন লাগে।
সাধারণত ৬ দিন সময় নেয়।
আমি ও আমার মা কাগজপত্র জমা দিয়েছি ১৪-০৩-১৮। আমার মার এখন ও ভিসা processed message আসেনি। ivac তে এখন ও আমার মায়ের ভিসা processed done হয়নি দেখাচ্ছে। কিন্তু আমার টা Done হয়েছে ও আমি মেসেজ পেয়েছি। এখন কি করা যায় ভাইয়া।
অপেক্ষা করুন। আর আপনি ওই সেন্টারে ফোন দিয়ে জানাতে পারেন যে একি সাথে জমা দিয়েছেন তবু কেন আপনার মায়ের ভিসা আবেদন এখনো Under Process দেখাচ্ছে।
ভাই ivac call center e phone diyechilam ora bollo অনেক সময় done process show kore na o message ase na. but passport ready hoye jay. is it true?
তাহলে তো ভালই,আপনি সেন্টারে গিয়ে খোঁজ নিন। ওরা যেটা বলবে সেটাই তো নির্ভরযোগ্য। দেখা গেল কেউ আপডেট করতে ভূলে গেছে।
ভাই আমার বাচ্চার বয়স 3 বছর । এখন আমি তার জন্য ইন্ডিয়ান ভিসার আবেদন করতে চাচ্ছি, আবেদন ফরমে ভিসার ক্যাটাগরি কোনটা সিলেক্ট করব, মাল্টিপল টুরিষ্ট নাকি এন্ট্রি ভিসা? জানালে উপকৃত হব
রাব্বি ভাই, টুরিস্ট ভিসা সিলেক্ট করবেন। এন্ট্রি আপনি সিংগেল, ডাবল বা মাল্টিপল দিবেন।
ভাই আসসালামু আলাইকুম। আমি ও আমার মা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছি। এক্ষেত্রে আমার মায়ের কুন ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার অ্যাকাউন্ট এ ১০০০০০/- এক লক্ষ টাকা দেখিয়েছি। আমরা দুজন ভিসা কি পাবো। আমার কাছে এস এম এস এসেছে আজ কিন্তু মায়ের কাছে আসেনি process হয়েছে এর মেসেজ। বুঝতেছি না। আমার মা কি ভিসা পাবেন?
ওয়া আলাইকুমুস সালাম ভাই। এসএমএস আসা না আসার সাথে ভিসা পাওয়া না পাওয়ার সম্পর্ক নেই। আপনার মার কাছে হয়ত আগামীকাল আসতে পারে। ভিসা পাবেন কিনা তা কোন ভিত্তিতেই বলা যায় না। আমার ধারণা পাবেন।
পান বা না পান একটু কমেন্ট জানাবেন প্লিজ ভাই।
ভাই,
এন্ট্রি-এক্সিট “বাই এয়ার / হরিদাসপুর “দিলে বাসে বা ট্রেনে অন্য কোন পোর্ট দিয়ে এন্ট্রি -এক্সিট সম্ভব? যদি হয় তাহলে কোন কোন পোর্ট দিয়ে সম্ভব জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।
ভাই, এন্ট্রি-এক্সিট “বাই এয়ার / হরিদাসপুর “দিলে শুধু ট্রেনে ‘গেদে’ দিয়ে আসতে/যেতে পারবেন। তাই আমি বলব আপনি আপনার পছন্দমত অন্য যেকোন পোর্ট সিলেক্ট করুন। কেননা আপনি অন্য যেকোন পোর্টই সিলেক্ট করুননা কেন বাইরোড হরিদাসপুর, বাই ট্রেন গেদে ও বাই এয়ার এর সাথে অটো পেয়ে যাবেন। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। 🙂
ভাই,
আমি ইতোমধ্যে ফাইনাল সেভ দিয়ে ফেলেছি। এখনো পেপারস জমা দিই নি। এখন কি আর পাল্টানো সম্ভব? তাছাড়া এই আবেদন জমা না দিয়ে ডেট এক্সপেয়ার হওয়ার পর একই পেমেন্ট দিয়ে অন্য আবেদন করা কি সম্ভব?
পেমেন্ট করে ফেললে আর সম্ভব নয়। কেননা পেমেন্ট করার সময় এই পেপারের ওয়েব ফাইল নাম্বার দিতে হয়। নতুন আবেদনে নতুন ওয়েব ফাইল নাম্বার থাকবে। 🙁
তবে, আপনি আবেদন জমা দেয়ার সময় ৩০০ টাকা ফি দিয়ে আবেদন কেন্দ্র থেকে পরিবর্তন করতে পারবেন।
পোষ্টপেইড মোবাইল বিল দিয়ে ভিসার আবেনদনের সাথে দেওয়া যাবে না?
না, মোবাইল বিল বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে কোথাও গ্রহণ করে না। ধন্যবাদ
আসসালামু আলাইকুম
আমি মুলত একজন স্টুডেন্ট কিন্ত আমার পাসপোর্ট এ পেশা হিসেবে দেয়া আছে “প্রাইভেট সার্ভিস”।
* এখন আমি যদি কলেজের আইডি কার্ড দিয়ে স্টুডেন্ট হিসেবে ট্যাুরিস্ট ভিসার আবেদন করি তাহলে কি কোনো প্রবলেম হবে??
*রাজশাহী ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার এ কি ট্যুরিস্ট ভিসার ই-টোকেন লাগে?
*আর আমি যদি হরিহাশপুর-গেদে পোর্ট সিলেকশন দেই তাহলে কি আমি বুড়িমারী-চ্যাংড়াবান্ধা দিয়ে পরে কোনো একসময় আবার যেতে পারবো??
ওয়া আলাইকুমুস সালাম রাকিবুল ভাই।
* না। কারণ পাসপোর্টের কোথাও পেশা লেখা থাকে না।
* রাজশাহীতে ইটোকেন লাগে কিনা আমি নিশ্চিত জানি না। তবে লাগে না মনে হয়। । আপনি একটু হটলাইনে ফোন করে নিশ্চিত হয়ে নিন। Tel: 88-0721-812534, 88-0721-812535
* না। তার চেয়ে বরং আপনি বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সিলেক্ট করুন। এতে আপনি এমনিতেই হরিহাশপুর-গেদে দিয়ে যেতে আসতে পারবেন।
ধন্যবাদ।
আবেদন করার কতদিন পরে ভিসা পাওয়া যাবে?
এক সপ্তাহের মধ্যেই পাওয়া যায় সাধারণত।
হ্যালো,
এন্ট্রি পোর্ট ‘বাই রোড মাহাদিপুর’ দেয়া থাকলে কি গেদে দিয়ে যেতে পারবো?
অগ্রিম ধন্যবাদ! 🙂
-মুনাফ
হ্যালো,
হ্যা, এখন যেকোন পোর্টে ভিসা থাকলেই বাইরোড হরিদাসপুর ও বাইরেইল গেদে দিয়ে যাওয়া আসা যাবে।
অনেক ধন্যবাদ!
হ্যালো,
এন্ট্রি পোর্ট ‘বাই রোড মাহাদিপুর’ দেয়া থাকলে কি গেদে দিয়ে যেতে পারবো?
অগ্রিম ধন্যবাদ! 🙂
-মুনাফ
কেমন আছেন? জানতে চাই ফর্মেসি কোন কোর্স এর জন্য ইন্ডিয়া যাওয়ার ব্যাবস্থা আছে কি?
অবশ্যই আছে। তবে সেটা এডুকেশন রিলেটেড ভিসা। টুরিস্ট ভিসা শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে দেয়া হয়।
গত তিনমাসের, Paid অথবা Unpaid বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি লাগবেই ??
একমাসের হলে হবে না ???
গত তিনমাসের মানে তিন মাসের মধ্যে যেকোন একটা বিল হলেই হবে। একামাসের হলেও হবে।
ভাই ছবির সফটকপি কি পেইন ড্রাইভে করে নিয়ে যেতে হবে ?
Would you please tell me – Will I need to bring the soft copy of my photo on my pen-drive??
না, পেইন ড্রাইভে করে নিয়ে যেতে হবে না। অনলাইন আবেদনের শেষের দিকে আপনাকে নিজেই আপলোড করতে হবে।
ভাই আমি ডলার এনডোর্স করতে চাচ্ছি। সেক্ষেত্রে ivac এর আশে পাশে কোন ব্যাংক থেকে করা যায় কি? এ্যকাউণ্ট হোল্ডার ছাড়া।
আসসালামু আলাইকুম,
ভাই, আমি নতুন পাসপোর্ট করেছি। টুরিস্ট ভিসা করার জন্য। কিন্তু আমার ন্যাশনাল আইডিতে নামের শুরুতে MD আছে কিন্ত পাসপোর্ট-এ MD নাই।
কেউ কেউ বলছে কোন সমস্যা হবে না। কারণ বাইরের দেশের কোন ন্যাশনাল আইডি দেখে না। কিন্ত আপনার ব্লগ পরে বুঝতে পারলাম যে, NID, Student ID and Bank Statement সাথে সংযুক্ত করা আবশ্যক। যেগুলোর সাথে আমার নামের পূর্ব অংশ MD MAHBUB HOSSAIN এবং PASPORT-এ MAHBUB HOSSAIN আছে।
আমার কি কোন সমস্যা হবে? সময় হলে জানাবেন !
ওয়া আলাইকুমুস সালাম,
সমস্যা হতেও পারে আবার নাও হতে পারে। বিদেশে গেলে আর কেউ NID, Student ID and Bank Statement এগুলো দেখতে চাইবে না। তবে দূতাবাস এইগুলো চেক করে। তবে আপনার ভালর জন্য পাসপোর্ট সংশোধন করে নিন।
ভাই আপনাকে সালাম। অনেক কিছু জানলাম আপনার লেখায়। সরি ভাই আমি আপনার কাছে
জানতে চাইছিলাম, আমি মালাইশিয়া থাকি। আমি পেশার জায়গায় কি লিখবো। একজন আমাকে বললো পাসপোর্টে আমার পেশা কি ছিলো সেটা লিখতে হবে। বাট আমিতো ভুলে গেছি এখন কি করা উচিৎ? দয়া কর জানালে খুশি হবো।
ভাই সালাম নিলাম। আপনি এখন যা করেন তাই লিখবেন। পাসপোর্টে কি লিখছেন সেটাই লিখতে হবে এমন নয়। কারণ পাসপোর্টে লিখা থাকে না পেশা।
ভাই, আমার মেয়াদ অতিক্রান্ত হাতে লেখা পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা ছিল। কিন্তু অনেক দিন আগে মেয়াদ অতিক্রান্ত হওয়ায় MRP পাসপোর্ট করার সময় আগের পাসপোর্ট নাম্বার উল্লেখ করিনি। এখন ভিসা আবেদন ফরম পূরণ করার সময় কি আগের ভিসা উল্লেখ করতে হবে যেহেতু আমি আগে ইন্ডিয়া ভিজিট করেছি ? আর ভিসা আবেদন IVAC এ জমা দেয়ার সময় কি পুরনো পাসপোর্ট জমা দিতে হবে ?
MRP তে না থাকলে ভিসা বাবেদনে উল্লেখ করার দরকার আছে কিনা জানি না। আপনি বরং একটু হেল্পলাইনে ফোন করে কনফার্ম হয়ে নিন। নতুন পাসপোর্টে যদি পুরোনো পাসপোর্ট নাম্বার থাকে তাহলে জমা দিতে হবে।
আসসালামু আলাইকুম, আমি চিকিৎসক। কিন্তু আপাতত চাকুরী করি না। প্রাইভেট চেম্বারও করি না। আমি দুই সপ্তাহের একটি চিকিৎসা ট্রেনিং গ্রহণ করার জন্য দিল্লি যেতে চাই। আমি এভাবে আবেদনপত্র পূরণ করছি –
Visible identification marks: NOTHING APPLICABLE
Type of Visa: TOURIST VISA
Purpose: EDUCATION
দিয়েছি। ঠিক আছে কি না? শ্যামলীতে এ’ আবেদনপত্র জমা দেয়া যাবে?
আর Port of Arrival in India তে কোনটা সিলেক্ট করব? যেহেতু দিল্লি যাব, আমাকে কি কলকাতা হইয়ে যাতে হবে? না কি আরও কোন সহজ রুট আছে? বাংলাদেশ থাকে কলকাতার কোন ডাইরেক্ট ট্রেন আছে?
আশা করি দ্রুত উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন।
ও আলাইকুম আসসালাম। টুরিস্ট ভিসার পারপাস তো আপনি এডুকেশন দিতে পারেন না। আপনি অন্য টাইপ সিলেক্ট করতে পারেন অথবা টুরিস্ট ভিসায়ও যেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে পারপাস অন্য কিছু দিতে হবে।
আমি চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করবো এবং বেনাপোল দিয়ে বের হবো। তাইলে কি আমি আবেদনে চ্যাংড়াবান্ধা দিবো? আবেদনে কি একাধিক পোর্ট উল্লেখ করা যায়?
হ্যা, চ্যাংড়াবান্ধা দিবেন। একাধিক করা যায় না। তবে চ্যাংড়াবান্ধা দিলেইই হবে। কারণ বেনাপোল দিয়ে যেকোন পোর্টে ভিসা থাকলেই আসা যাওয়া যায়। 🙂
Passport koto diner old thakte hoy?
নতুন হলেও সমস্যা নেই
আমি বেসরকারি চাকরী করি,আমার নরমাল পাসপোরট,আর আমার wife সরকারী শিক্ষিকা,ওর সরকারী পাসপোর্ট (অফিশিয়াল). ভারত ভ্রমন এর জন্ন আমাদের কি কি কাগজ পত্র দরকার হতে পারে জানালে উপকৃত হব।
আপনার NOC ও তারও এই টাইপের একটা কাগজ লাগবে। সরকারি চাকুরিজীবির ব্যপারটা আমি শিওর জানি না।
নাজমুল ভাই আমারও সরকারী পাসপোর্ট। তাই অাপনাকে বলছি, আপনার ভিসা আবেদন সাধারন অন্য গুলির মতন হবে। অার চাইলে আপনি আপনার স্ত্রীর পাসপোর্টের একটা কপি আপনার আবেদেনের সাথে দিতে পারেন। আপনার স্ত্রী অন এ্যারাইভাল ভিসা পাবে যে কোন পোর্টের জন্য।
ভাই আমি কি chagrabanda border এর ভিসা দিয়ে Daouki port এ entry করতে পারবো।
না।
ভাই আমি কি ভাবে সহজে turist visa পেতে পারি।
সহজ কঠিন নেই ভাই। সবই একি প্রসেস। নিয়মমত এপ্লিকেশন করবেন, সব ঠিক থাকলে ভিসা পেয়ে যাবেন। 🙂
NOC এর বিকল্প কিছু আছে না কি?
আমি NOC নিয়ে খুব tention এ আছি।
চাকুরিজীবি হলে এর বিকল্প নেই।
আমার বিজনেস করি,,,বাট ট্রেড লাইসেন করিনি,,, আমার ভিজিটিং কাড অথবা ক্যাশ ম্যামো আছে এগুলু দিলে কি হবে,,, নাকি ট্রেড লাইসেন ই দিতে হবে
বিজনেসের প্রমাণ হিসেবে ট্রেড লাইসেন্স চায় ওরা। এগুলো নিবে না।
ভাই NOC/Leave Applicatin কি ভেরিফাই করার JANNO PRESENT OFFICE A পাঠাণো হয়।
না অফিসে পাঠায় না। তবে ওরা চাইলে অফিসে ফোন দিতে পারে।
ভাই আমার টুরিস্ট ভিসা হিলি পোর্ট দিয়ে। আমি কি বেনাপোল দিয়ে য়াওয়া আসা করতে পারবো? ভ্রমন ট্যাক্স এ কোন পোর্ট উল্লেখ করবো?
জ্বি, বেনাপোল তো এখন যেকোন পোর্ট দিয়ে ভিসা থাকলেই যাওয়া আশা যায়। আর বেনাপোল দিয়ে গেলে অবশ্যই বেনাপোল উল্লেখ করবেন ট্যাক্সে।
Vai Father ar bank statement dile ki visa hobe?
স্টুডেন্ট হলে হয়। তারপরেও আপনি একবার হেল্পলাইনে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিন। 🙂
I was received an E token with the appoinment date on 04/03/18. this is my first time visa application.
how I can paid the visa fee?
before how many days of appoinment I will given the visa fee?
Please read my Visa Fee section. I have given details of it.
The second question is not clear. Can you elaborate or instead write in Bengali?
Bro Police clearence ki lage?
না ভাই, ভিসা পেতে তো আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে না।
ভাই , আমি ভিসা আবেদন ফি জমা করতে গিয়ে এপয়েন্টমেন্ট তারিখ নিয়ে ফেলেছি ৪/৩/১৮ কিন্তু আমি জমা দিবো ২৫/০২/১৮ তারিখে শ্যামলীতে , শ্যামলীতে কোন এপয়েন্টমেন্ট তারিখের প্রয়োজন হয় না । এখন কি আবার আবেদন ফি নতুন করে জমা দিতে হবে।
আপয়েন্টমেন্ট ডেট নিলে সে তারিখেই জমা দিতে হতে পারে। আমি এই বিষয়ে নিশ্চিত নই। আপনি একটু আইভ্যাকের হটলাইনে কল দিয়ে কনফার্ম হয়ে নি। 🙂
আমার ব্যাংকে এখন ২০+আছে কিন্তু একজন আমাকে বলেছে ৬মাস ধরে ব্যাংকে ২০ হাজার থাকতে হবে, তা না হলে ভিসা দিবেনা।
এমন তথ্য ঠিক নয়। কারেন্ট ব্যালেন্স ২০ হাজার হলেই হয়।
ঐ ছয়মাসের স্টেটমেন্ট দেখাতে হবে?
হ্যা
হ্যা, দেখাতে হবে।
যদি কোন কারনে visa না পাওয়া যায়,তাহলে কি পুনরায় visa ফি দিতে হবে?
হ্যাঁ। প্রকৃতপক্ষে এটা ভিসা ফি নয়, এটা হল আবেদন ফি। তাই যতবার আবেদন করবেন ততবার ফি দিতে হবে।
আমার ভাই এয়ার ও হরিদাশ পুর এর ভিসা, আমি কি ডৌকী দিয়ে ঢুকতে পারবে?
না, আপনি ডাউকি দিয়ে ঢুকতে পারবেন না।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
ভাই উপরে এক ভাই যে বলছেন ভিসার ওখানে লিখা আছে’-‘হুবহু পাসপোর্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী’।তাহলে কোনটা লিখবো।
বিরক্ত করার জন্য সরি
আসলে সব খানেই স্থায়ী ঠিকানা প্রমানের জন্য আইডি কার্ড বা জন্ম নিবন্ধন আর বর্তমান ঠিকানার জন্য ইউটিলিটি বিল লাগে।
পাসপোর্ট শুধু ব্যক্তিগত তথ্যের জন্য। তবে আপনি শীওর হতে আইভেক এর হেল্পলাইনে কল দিন।
মোটেও বিরক্ত হচ্ছি না ভাই। 🙂
আইভেকে কল দিলাম।বল্ল পাসপোর্ট এর ঠিকানা দিতে।কনফিউজড পুরাই
🙁
আমাদের পরিবারের স্মার্টকার্ডে যশোরের ঠিকানা কিন্তু পাসপোর্টে আমরা সব ঢাকার ঠিকানা দিয়েছি, ভিসা দিতে কি সমস্যা করতে পারে????
যদিও স্থায়ী ঠিকানা একই হওয়ার কথা, তবুও যেহেতু ঠিকানা পরিবর্তন করা সম্ভব নয় তাই এইভাবেই আবেদন করুন।
স্থায়ী ঠিকানা পাসপোর্ট অনুযায়ী পুরন করুন।
অবশ্যই আপনাকে পাসপোর্ট ফলো করে এড্রেস দিতে হবে। পাসপোর্টের সামনে আই কার্ড মূল্যহীন।
আমার বউ এর আইডি কার্ডে তার বাপের বাড়ির ঠিকানা দেওয়া কিন্তু পাসপোর্টে স্থায়ি ঠিকানা শশুর বাড়ির দেওয়া।কোন প্রব্লেম হবে?কোন ঠিকানা দিব??
পাসপোর্টে ঠিকানা কি দেয়া সেটা ব্যপার না। স্থায়ী ঠিকানা আপনি তার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের মত করে দিবেন। এখন তাহলে আপনি তার আইডি কার্ডের মত করেই দিন।
আর অস্থায়ী ঠিকানা প্রমানের জন্য ইউটিলিটি বিল কপি দিতে হবে।
আমার পাসপোর্টে Permanent address -এ House No. উল্লেখ নেই (বাড়ী যেহেতু গ্রামে) , কিন্ত Application Form-এ House No./Street অংশটি পূরণ বাধ্যতামূলক (যেখানে বলা হয়েছে Permanent address হতে হবে হুবহু পাসপোর্টে উল্লেখিত লেখা অনুযায়ী)। আমি এই অংশে কি লিখবো, দয়া করে জানাবেন ।
আমাদের যাদের গ্রামের ঠিকানা তাদের সবারই এইরকম। আপনি গ্রামের নাম দিন।
ভাইয়া আমার এক বছরের ভিসা থাকাকালীন পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু আমি অবহেলা করে পাসপোর্ট জিডি করে ওঠায়নি এখন আমার কি করতে হবে একটু বলবেন প্লিজ
এখন জিডি করুন আর পাসপোর্ট অফিস থেকে লস্ট সার্কুলার নিন। আর নতুন পাসপোর্ট করুন।
ভাই আমি ফেনী বিলোনিয়া বর্ডার দিয়ে ইন্ডিয়া জেতে চাই তাহলে আমি ভিসা আবেদন করার সময় কোন পোর্ট সিলেক্ট করব। দয়াকরে জানালে উপকৃত হব।
এই বর্ডারের বাংলাদেশ অংশের নাম ‘ফেনি’ আর ইন্ডিয়ান অংশের নাম ‘বিলোনিয়া’. তাহলে আপনি বিলোনিয়া সিলেক্ট করবেন। আমি তো এই পোর্ট দিয়ে আবেদন করিনি, তাই আমি ইন্টারনেট থেকে খুঁজে দিলাম।
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। 🙂
অামার ডলার endorse এর মেইন কপিটি হারিয়ে গেছে, কিন্তু ফটোকপি করা ছিলো ; ফটোকপি দিয়ে কি ভিসার কাজ হবে?
আপনি আইভেক এর হটলাইনে কল দিয়ে নিশ্চিত হয়ে নিন। 09612 333 666
মন্তব্যের জন্য ধন্যবাদ। 🙂
এই নাম্বারে কল দিয়ে কি ভিসা সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন পাওয়া যাবে??
জ্বি
আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পেরেছি৷ তো নিজের সংরক্ষণের জন্য কি কপি করতে পারি???
প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ নাঈম কমেন্টের জন্য। আর আপনি যে অনুমতি চেয়েছেন সেই সৌজন্য দেখে ভাল লাগছে। হ্যা পারেন। লিংক বুকমার্ক করতে পারেন বা আপনি যেভাবে চান। 🙂
vai, ami student na .. . bekar .. . amar student er ID valodity 2016 e ses .. . ekhon ami ki student tourist visa er jonno apply korte parbo ? . . sathe ki ki kagoj debo ?
স্টুডেন্ট টুরিস্ট ভিসা বলে কিছু নেই। আপনি বরং Unemployed দিয়েইভিসা আবেদন করুন।