Last updated on February 9th, 2023 at 02:08 am
নির্বোধ এর তথ্য ব্যবহারের আগে ভাল করে ঘোষণাটি পড়ে নিন।
এখানে নির্বোধ/Nirbodh বলতে নির্বোধ.কম/nirbodh.com ও এর ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমেইল, ফোন, লেখকদের ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোন মাধ্যমকে বোঝানো হচ্ছে।
- নির্বোধ-এ প্রকাশিত কোন তথ্য এর কারণে আপনি যদি কোন আর্থিক বা অনার্থিক ক্ষতির সম্মুখীন হউন তাহলে তার দায় সম্পুর্নই আপনার নিজের। তার দায় কোনভাবেই নির্বোধ নিবে না।
- নির্বোধ এ প্রকাশিত তথ্য লেখকের জানামতে সঠিক যা বাস্তবের সাথে পার্থক্য থাকতে পারে বা ভুল হতে পারে।
- নির্বোধ-এ প্রকাশিত সকল কনটেন্ট নির্বোধ এর সম্পদ। কোনভাবেই পুর্বানুমতি ব্যতিত অন্য কোন মাধ্যমে পুনরায় শেয়ার করা বা ব্যবহার করা যাবে না।
- আপনার প্রশ্নের উত্তর দিতে নির্বোধ কোনভাবেই বাধ্য নয়।