Last updated on December 22nd, 2020 at 04:05 pm
আপনি যদি চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে যান তাহলে আপনার দরকার হবে ‘ইন্ডিয়ান মেডিকেল ভিসা‘। কারন টুরিস্ট ভিসায় সাধারণত নরমাল চিকিৎসা যেমন ডাক্তার দেখানো বা কিছু টেস্ট ইত্যাদি করাতে পারবেন। তবে বড় ধরনের চিকিৎসা যেমন অপারেশন ইত্যাদির জন্য মেডিকেল ভিসা আবশ্যক। যদিও টুরিস্ট ভিসার আবেদনের অনেক তথ্য পাওয়া যায় তথাপি মেডীকেল ভিসার সম্পুর্ন তথ্য একটু কম পাওয়া যায়। তাই আমি এখানে ভারতীয় মেডিকেল ভিসার জন্য করনীয় সব বিষয়গুলো এখানে তুলে ধরব।
Quick Navigation
ভারতীয় মেডিকেল ভিসার আবেদনের প্রক্রিয়া সব প্রায় টুরিস্ট ভিসা আবেদনের মতই তবে দুটো ডকুমেন্ট এক্সট্রা লাগে।
তাই সবার শুরুতেই আপনাকে বলব আপনি আগে আমার টুরিস্ট ভিসা নিয়ে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ বেশিরভাগ বিষয় একই হওয়াতে আমি আবার এখানে লিখছি না। শুধু যেখানে যেখানে পার্থক্য সেগুলো এখানে লিখব।
প্রাথমিক বিষয়
প্রথমেই একটি বিষয় জেনে নেওয়া যাক যে ইন্ডিয়ার ডাক্তার দেখাতে কিন্তু রোগি একা যান না। সাধারণত রোগি যাবেন ও সাথে এক বা একাধিক সঙ্গী যাবেন যাদেরকে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ বলা হয়ে থাকে। এদের সবারই ভিসা লাগবে। রোগীর ভিসা হবে ‘মেডিকেল ভিসা’ Visa Type: MED আর এটেন্ডেন্টদের ভিসা হবে ‘মেডিক্যাল এটেন্ডেন্ট’ Visa Type: MEDx.
সবারই ভিসা আবেদন করতে হবে। এক্ষেত্রে এটেন্ডেন্ট যে কেউ ভিসা আবেদন জমা দিতে পারবে। রোগীর নিজে গিয়ে জমা দিতে হবে না।
ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এখানে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে তা এখানে দিচ্ছি।
- পাসপোর্ট
- এককপি ২x২ ইঞ্চি মাপের প্রিন্টেড ছবি ও আরেকটি সফট কপি (শুধু অনলাইন আবেদনের সময় লাগবে)
- পুরনকৃত ফর্ম (প্রিন্টেড)
- স্মার্ট কার্ড/এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি
- ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল)
- পেশার প্রমাণপত্র (বেসরকারি চাকুরিজীবি হলে NOC, সরকারি চাকুরিজীবি হলে NOC/G.O>., ছাত্র হলে আইডি কার্ড, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর পেশা কৃষি হলে জমির খতিয়ানের ফটোকপি)
- ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনডোর্সমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কার্ডের কপি
- পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
- সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে)
- অন্য কোন সাপোর্টিং কাগজ যদি দিতে চান।
- পূর্ববর্তি সকল পাসপোর্ট। যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর হারিয়ে গেলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট দিতে হবে।
- সুনির্দিষ্ট তারিখসহ ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার
- সাম্প্রতিককালের সকল প্রেসক্রিপশন ও রিপোর্ট এর ফটোকপি ও মেইন কপি (মেইন কপি ফেরত দিবে)
সুতরাং দেখতেই পাচ্ছেন কি কি লাগবে। এখানে শুধু ডাক্তারের এপয়েনমেন্ট লেটারটা আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি কোন হাঁসপাতালে কোন ডাক্তার দেখাতে চান সেগুলা জানা থাকলে নিজেই হয়ত অনলাইনে এপোয়েন্মেন্ট নিতে পারেন। আর তা না পারলে কোন কম্পিউটারের দোকানে গেলে ওরা ম্যানেজ করে দিবে।
আর মেডিক্যাল এটেন্ডেন্ট ভিসার জন্য ১১ নম্বর পর্যন্ত কাগজগুলো লাগবে। আর একটা ভিসা লেটার লাগবে ইন্ডিয়ান হাইকমিশনারকে এড্রেস করে, যে আপনি আপনার অমুক রোগির এটেন্ডেন্ট হিসেবে ভিসা চাচ্ছেন। এই লেটারে রোগির পাসপোর্ট নাম্বার ইত্যাদি উল্লেখ থাকবে। এইটাও কম্পিউটারের দোকানে গেলে পাবেন। না হলে নিজেই করে নিতে পারেন।
ভারতীয় মেডিকেল ভিসার আবেদন ফরম প্রস্তুত করা
এখানে শুধু আবেদনের শুরুতে (প্রথম ধাপে) মেডিকেল ভিসার জন্য মানে রোগীর ভিসা আবেদনের জন্য ‘Visa Type’ ‘MEDICAL VISA‘ সিলেক্ট করবেন ও Purpose হবে ‘FOR PATIENTS‘।
আর রোগীর সাথে যারা যাবেন মানে মেডিক্যাল এটেন্ডেন্ট এর জন্য ‘Visa Type’ ‘MEDICAL VISA‘ সিলেক্ট করবেন ও Purpose হবে ‘FOR FOREIGN NATIONALS COMING AS MEDICAL ATTENDANTS‘। সিলেক্ট করবেন। বাকি সব প্রায় ট্যুরিস্ট ভিসার মতই।
ইটোকেন
এখন কোন কেন্দ্রেই সব ধরণের ভিসার জন্য ইটোকেন লাগে না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
হ্যা, নতুন কোন টাইপের ভিসা নিলেই আগের ভিসা বাতিল হয়। বর্তমানে একই সাথে দুই টাইপের ভিসা একটিভ থাকে না।
কাগজপত্র ঠিক থাকলে সাধারণত এক সপ্তাহেই পাসপোর্ট ফেরত পাবেন। আমার এক ভাই গত ২৬.০৯.২০১৮ এ তার ও তার বাবার জন্য ভিসা আবেদন জমা দিয়ে ৬ দিন পর ০১.১০.২০১৮ এ পাসপোর্ট ফেরত পেয়েছেন। দুজনেরই ভিসা হয়েছিল।
৮০০ টাকা ও কিছু প্রসেসিং চার্জ। বলতে পারেন ৮৫০ টাকা মোট। ইন্ডিয়ান ভিসার জন্য বাংলাদেশিদের কোন ফি লাগে না। তবে আইভ্যাক মানে ভিসা আবেদন কেন্দ্র আবেদন প্রসেস করতে এই ফি নেয়।
সাধারণত মেডিকেল ভিসা ৩ থেকে ৬ মাসের হয়।
আশা করি ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও আরো কোন প্রশ্ন থাকলে করুন। আমি উত্তর দিব। প্রশ্নের জন্য সাইটের মেইন কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমার কাছে ইমেইলে নোটিফিকেশনে আসবে তাই দ্রুত উত্তর দিতে পারব। আর ফেসবুক কমেন্ট করলে আমাকে ম্যানুয়্যালি চেক করতে হয়, তাই একটু দেরি হতে পারে।
আর আপনার কাছে যদি আপডেট তথ্য থাকে অথবা কোন তথ্য ভুল মনে হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানান, আমি আপডেট করব। এতে সবারই উপকার হবে। আমি উপযুক্ত ক্রেডিট দেয়ার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। 🙂
নোটিশঃ সম্পুর্ন লেখা কপি করা নিষেধ। কোথাও কোন বিশেষ অংশ সাহায্যের জন্য দিতে পারেন তবে অবশ্যই ক্রেডিট হিসেবে এই পোস্টের লিংক দিবেন। অনেক সময় দিয়ে আপনাদের সুবিধার্ধে এই লেখাটি লিখা হয়েছে, তাই আশা করব কপি পেস্ট থেকে বিরত থেকে লেখকের কষ্টের মূল্য দিবেন।
লেখক সম্পর্কে
ভালো লাগে নিত্য-নতুন বিষয় সম্পর্কে জানতে ও অন্যকে জানাতে। লিখতে অনেক ইচ্ছে হয় কিন্তু সময় বের করে লিখতে পারি না। আর কিছু লিখতে পারলে অনেক ভালো লাগে। ২০১৩ সাল থেকে ফ্রিল্যান্স ইন্টারনেট রিসার্চার ও সেলস এসোসিয়েট হিসেবে কাজ করছি আপওয়ার্কে। বর্তমানে বি.এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। কিন্তু ইঞ্জিনিয়ারিং-এ মন নেই, পড়তে হচ্ছে বলে পড়ছি। ক্যারিয়ারে নিজের মত করে কিছু করতে মন চায়। ভ্রমনের প্রতি আকর্ষন তীব্র আমার। তবুও দেখা যায় বছর শেষে দু এক জায়গার বেশি যাওয়া হয় না। 🙁 আরো পড়ুন https://nirbodh.com/about/
ভাই সালাম নিবেন। আমার মা গৃহিণী, মেডিকেল ভিসার জন্য তার পেশার কি কাগজ দিবো।
গৃহীনির পেশার কোন কাগজ নেই। তবে সে যার উপর নির্ভরশীল তার পেশার কাগজ দিতে পারেন।
indian doc er invitation letter chara medical visa dibe na?
মে বি না।
যদি আমি নিজে একটা বানাই দি তাহলে কি সমস্যা হবে?
জানি না
ভাই আমি আগে ইন্ডিয়ান ভিসা পাইচি কিন্তু যাই নাই এখন ভিসা পাওয়ার জন্য লেটার টা কিভাবে লেখব
আমি সরকারী চাকুরী করি,অনাপত্তি পত্র ও জিও নিচ্ছি অফিসিয়াল পাসপোর্ট, নিব, আমার স্ত্রীর চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিব ।তাহলে কি আমার কোনো ভিসা লাগবে?বা আমি কি এটেন্ডেন্ট হলে ভিসা লাগবে ? প্লিজ একটু জানান।
আমার জানামতে অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারগণ পোর্টেই ভিসা পান। তবে মেডিকেল এটেন্ডেন্ট এর জন্য আলাদা নিয়ম কিনা জানা নেই।
আপনি হাই কমিশনে কল বা ইমেইল করতে পারেন।
ভাই বিদুৎ বিলের কাগজ নাই বিকল্প কোন বেবস্থা আছে কি??
না। অন্য কারো থেকে একটা ব্যবস্থা করেন।
ভাই, সরকারি চাকরি করি। আমি মেডিকেল ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি, পাসপোর্ট করার সময় আমার কতৃপক্ষের noc নিয়েছিলাম, এখন ভিসা করার জন্য কি ফরমেটে noc নিতে হবে, এবং বহিঃ বাংলাদেশের জন্য কি আলাদা ছুটি চাইতে হবে ? এ দুট কি এক সাথে নেয়া জায় কিনা ? বলবেন দয়াকরে।।
ভিসা করতেও একই টাইপের NOC লাগবে। যেখা উল্লেখ থাকবে যে আপনি চিকিতসাজনিত কারণে ইন্ডিয়া যেতে চাচ্ছেন। সরকারী ছুটি কীভাবে কাজ করে সেটা জানি না ভাই। ভিসার জন্য জাস্ট কারণ, তারিখ, আপনার নাম, পোস্ট ইত্যাদি উল্লেখ পূর্বক NOC/GO লাগবে।
Vaiya, visa payment ta kivabe korbo janaben please, kal submit krbo, uttara office ki off hoe gese visa er?
এই ভিডিওতে দেখুন বিস্তারিত https://youtu.be/QreJtbNlKWU
উত্তরা অফিস অফ হয়ে গেছে
Noc format for medical vissa jonno lagbe, ki babe likbo, amar baba high school teacher, private school
সব ভিসার জন্যই ফরম্যাট একি। আমার কাছে কোন স্যাম্পল নেই। সেখানে কবে যাবেন, যে যাবেন তার পদ, কখন থেকে কর্মরত, কি উদ্দেশ্যে যাবেন ইত্যাদি তথ্যসহ অফিস বা যারা ছুটি মঞ্জুর করবে তাদের সিল ও স্বাক্ষর থাকলেই হবে।
Dear Bhai,
My aunt is suffering from tumours. She needs to go to Chennai for better treatment. she is a working woman and right now there is no one who can go with her as a patient attendant. My queries are
1. will she get the medical visa if she does not have anyone to show as an attendant?
2. she has all the documents that prove her illness. but no doctor in Bangladesh refers her to India for treatment.
is it necessary for the medical visa that Bangladeshi doctor referred the patient to India for treatment?
Please help me giving the suggestion.
Dear Apu,
Sorry to hear that
1. Yes, she will get the visa.
2. Doctors reference letter is not mandatory. Providing all the prescriptions and tests will suffice.
Hope this helps.
Thank you very much.
You’re welcome 🙂