Skip to main content

আপনিও লিখুন

Last updated on August 5th, 2019 at 05:06 am

আপনিও যদি লেখালিখি পছন্দ করেন ও অন্যকে তথ্য জানাতে পছন্দ করেন তাহলে আপনাকে স্বাগতম। আপনি এই ব্লগে রেজিস্টার করে নিজে একাউন্ট করে নিজের নামে লিখতে পারেন।

কি কি বিষয়ে লিখা যাবে?

  • ভ্রমণ কাহিনী
  • ভ্রমণ টিপস
  • ফ্রিল্যান্সিং
  • এছাড়া অন্য কোন টপিক্স থাকলে জানান।

কিভাবে রেজিস্টার করব?

আপনি দয়া করে ‘যোগাযোগ’ পেইজের মাধ্যমে আপনি কোন বিষয়ে লিখতে চান তা জানান। যদি আগের কোন লিখা থাকে তাহলে সে লিখার লিংক দিন। সব ঠিক থাকলে আপনার দেয়া ইমেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দিব।

এখানে লিখে লাভ কি?

ধরতে পারেন কোন লাভ নেই। অন্যকে তথ্য দিয়ে সাহায্য করে যদি আপনি আনন্দ পান আর মনে হয় আপনি ভাল কিছু করছেন তবেই লিখতে পারেন। (টেকেটুকার কারবার নাই আরকি 😛 )