Last updated on November 18th, 2021 at 06:59 pm
আপনি যেহেতু আমার ব্লগের এই পোস্টে এসে পড়েছেন তার মানে আপনি ডলার এন্ডোর্সমেন্ট সম্পর্কে জানতে চান। ডলার এনডোর্সমেন্ট কি, কেন করতে হয়, কোথা থেকে, কিভাবে করবেন, কি নিয়ম কানুন ইত্যাদি আমি সব এই পোস্টে জানাবো। আপনি একবার মনোযোগ দিয়ে পড়লেই সব পরিষ্কার বুঝতে পারবেন।
Table of Contents
১. ডলার এন্ডোর্সমেন্ট কি ও কেন করতে হয়
এন্ডোর্সমেন্ট মানে হল কোন কিছুর অনুমোদন দেয়া। ডলার এনডোর্সমেন্ট হল ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। আপনি ইচ্ছে করলেই ডলার কিনে ঘুরতে পারেন না। ডলার কিনতে হলে আপনাকে সেটা পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে, কার নিকট থেকে কিনলেন তার প্রমাণপত্রই হল এনডোর্সমেন্ট।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার, মানি এক্সচেঞ্জ, ব্যাংক ছাড়া অন্য কারো আইনত ডলার বা অন্য কোন বৈদেশিক মূদ্রা ক্রয় ও বিক্রয় অবৈধ। তাই বুঝতেই পারছেন ডলার এনডোর্স্মেন্ট কেন করতে হয়?
২. ডলার এন্ডোর্সমেন্ট কেন করতে হয়
আর আপনার মনে হতে পারে আমি ডলার এন্ডোর্স কেন করব? আরে ভাই আপনি যখন বিদেশে ঘুরতে যাবেন তখন তো ডলার নিয়ে যেতে হবে তাই না? বাংলাদেশি টাকা নিয়ে তো আর সব খরচ মেটাতে পারবেন না কারণ বৈধভাবে ১০০০০ টাকার বেশি আপনি দেশ থেকে বিদেশে নিয়েও যেতে পারবেন না আবার বিদেশ থেকে নিয়ে দেশে ও ঢুকতে পারেবন না। রেফারেন্স বাংলা ট্রিবিউন
৩. ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম/উপায়
তো আপনার মনে প্রশ্ন এখন ডলার এন্ডোর্সমেন্ট কোথায় করতে হয়, তাইনা? ডলার এনডোর্স্মেন্ট করার জন্য আপনাকে যেকোন ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এর নিকট যেতে হবে। নিচে এই দুই টাইপের প্রতিষ্ঠান থেকে কিভাবে এনডোর্স করবেন তা বিস্তারিত বলা হল। পাসপোর্ট এন্ড্রোসমেন্ট বা পাসপোর্টে এনডোর্স সবই এই ডলার এনডোর্স্মেন্ট। একেকজন একেক ডাকনামে ডাকে আরকি। 🙂
৩.১ ডলার এনডোর্সমেন্টের প্রয়োজনীয় কাগজপত্র
ডলার এন্ডোর্স করতে করতে দেশভেদে/ব্যাংক বা মানি এক্সচেঞ্জভেদে নিম্নোক্ত কাগজপত্র লাগতে পারে
- পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি
- ভিসার ফটোকপি (যে দেশের জন্য এন্ডর্স করবেন যদি সে দেশের ভিসা লাগে/থাকে)
- এয়ার টিকেটের কপি
- আর মানি এক্সচেঞ্জ এর দেয়া একটি ফর্ম পূরণ করতে হবে
৩.২ ব্যাংক
সরকারি বেসরকারি যেকোন ব্যাংক থেকেই আপনি ডলার এনডোর্স্মেন্ট করতে পারেন। তবে সাধারণত সরকারি সোনালি ব্যাংক থেকে করাটাই সুবিধাজনক ও বেশিরভাগ মানুষ করে থাকে। কারণ সোনালী ব্যাংকে একাউন্ট থাকা লাগে না।
আপনি পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে বললেই হবে যে আপনি ডলার কিনবেন। তাহলে ওরা আপনাকে ওইদিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে ও পাসপোর্টের শেষের দিকে পাতায় সিল মেরে দিবে। সাথে একটা কাগজ দিবে এটা হল ‘এনডোর্স্মেন্ট সার্টিফিকেট’।
সরকারি ব্যাংকের মধ্যে একমাত্র সোনালি ব্যাংকেই কোন একাউন্ট ছাড়াই শুধু পাসপোর্ট নিয়ে যে কেউ ডলার এনডোর্স করতে পারবেন। তবে অন্য সব সরকারি ব্যাংকে আপনার নিজের নামে একাউন্ট থাকা লাগবে। ঢাকাস্থ সোনালী ব্যাংকের লোকাল শাখা/হেড অফিস (শাপলা চত্বর) ও দিলকুশার কর্পোরেট শাখাতে ডলার এনডোর্স্মেন্ট করতে পারবেন।
সোনালী ব্যাংকে এন্ডোর্স করতে গেলে,
নতুন ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিসা আবেদন ফর্মের প্রথম পাতার কপি, পাসপোর্টে নামের পাতার কপি, পাসপোর্টের শেষের আগের পাতার কপি এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে। শুধু পাসপোর্ট নিয়ে গেলে কাজ হবে না। ফি লাগবে ২০০-৩০০ টাকা। তবে ভিসা হওয়ার পরে ডলার নিতে গেলে শুধু পাসপোর্ট আর পাস্পোর্টের ফটোকপি নিয়ে গেলেই হবে।
আর বেসরকারি ব্যংকে একটু ঝামেলা আছে। ডলার সাধারণত লোকাল শাখাগুলোতে দেয় না। লোকাল শাখা থেকে একটা ফরোয়ার্ডীং লেটার নিয়ে ব্যাংকের ঢাকাস্থ মেইন ব্রাঞ্চ বা ‘ফরেইন এক্সচেঞ্জ’ শাখা থেকে ডলার এনডোর্স করতে হবে।
আমার ভাই ডাচ-বাংলা ফরিদপুর শাখা করাইছিল। সে ওখান থেকে ফরোয়ার্ডীং লেটার নিয়ে এসে ঢাকার ডাচ-বাংলার মতিঝিলের ফরেইন এক্সচেঞ্জ শাখা থেকে ডলার নিয়েছিল। তার ইন্ডিয়ান ভিসা আগেই হয়ে গিয়েছিল, তাই আমি তখন জানলে মানি এক্সচেঞ্জ থেকেই ডলার নিতাম। এখন মানি এক্সচেঞ্জ থেকেই নিই যখন লাগে।তাই আমি পরামর্শ দিব আপনি আগে আপনার ব্যাংকে যোগাযোগ করে দেখুন তাদের প্রসেস কেমন।
আর আমার জানামতে প্রাইভেট ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকেও একাউন্ট ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট করা যায়।
৩.৩ মানি এক্সচেঞ্জ
আর মানি এক্সচেঞ্জ থেকে ডলার কেনা বা এনডোর্স করা খুবই সহজ ও ঝামেলা মুক্ত। আপনি শুধু পাসপোর্ট নিয়ে গেলেই হবে ওরা ওই ব্যংকের মতই ওইদিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে। তবে ওরা আগে জিগ্যেস করে ভিসা আছে কিনা, কারণ অনেকেই আবার ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে ডলার এনডোর্স্মেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করে। কিন্তু এখন আর মানি এক্সচেঞ্জ এর ডলার এনডোর্স্মেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যায় না। তাই মনে রাখবেন ইন্ডিয়ান ভিসা আবেদন করতে ব্যাংক স্টেটমেন্ট বা কোন ব্যাংকের ডলার এনডোর্স্মেন্ট লাগবে।
মানি এক্সচেঞ্জ থেকে আপনি এনডোর্স্মেন্ট ছাড়াই ডলার কিনতে পারবেন। যদিও ব্যাপারটা আমার মনে হয় অবৈধ তারপরেও ওরা করে। অবশ্য আপনার লাভ হল আপনার প্রায় ২০০-৩০০ টাকার মত বেচে যাবে। তাই আপনি চাইলেও ওরা এই ফির বিনিময়ে পাসপোর্টের শেষের দিকে পাতায় সিল মেরে দিবে ও সাথে এনডোর্স্মেন্ট সার্টিফিকেট দিবে। তবে সাথে বলে দেই এনডোর্স্মেন্ট ছাড়া ডলার কেনা অবৈধ আর অনেক সময় বর্ডারে এনডোর্স্মেন্ট সার্টিফিকেট দেখতে চায়।
৩.৪ ক্রেডিট/ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট
আপনার যদি ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনি এই কার্ডের জন্যও এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আর কার্ড না থাকলে কম খরচে ডেবিট কার্ড করে নিতে পারেন।
প্রায় সব ব্যাংকেরই এমন ডেবিট কার্ড আছে। তবে এর মাঝে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইস্টার্ন ব্যাংকের একুয়া কার্ড। তবে এখন আর ইবিএল একুয়া কার্ড দিচ্ছে না, এর বদলে একই টাইপের লাইফস্টাইল কার্ড দিচ্ছে। আমি সেদিন লাইফস্টাইল কার্ড নিলাম।
৪. ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স
ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স এর ব্যাপারে উপরেই বলেছি। আপনি যদি ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য ডলার এনডোর্স করতে চান তাহলে মানি এক্সচেঞ্জ থেকে করালে হবে না। যেকোন ব্যাংক থেকে করাতে হবে। ভিসা আবেদনের জন্য কমপক্ষে ১৫০ ডলার এনডোর্স করতে হবে। আর ব্যাংক একাউন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করুন।
আপডেটঃ আপনাদের জন্য সুখবর হচ্ছে এখন আইভিএসি ঢাকা ও আইভিএসি চট্টগ্রামে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বুথে আন্তর্জাতিক ভ্রমণ কার্ড এবং ক্যাশ ডলার এন্ডোর্স্মেন্ট করতে পারবেন।
যমুনা ফিউচার পার্কের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডলার এন্ডোর্স করলে তারা ক্যাশ ডলার দিবে না, শুধুমাত্র তাদের ট্রাভেল কার্ড দিবে। এবং এজন্য তারা এক্সট্রা প্রায় ১৫০০ টাকা চার্জ রাখবে। ১৫০ ডলার এন্ডোর্স করতে প্রায় ১৪৪৭০ টাকা (এক্সাক্ট এমাউন্ট খেয়াল নাই, এরকমই হবে) নিয়ে যেতে হবে। সূত্রঃ Samiul ভাই
৫. ডলার এনডোর্সমেন্ট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
আচ্ছা আপনি কি জানতে চাননা আমাদের সকল ব্যাংকিং ও মূদ্রা ব্যাবস্থা নিয়ন্ত্রণকারী ব্যাংক ডলার কেনাবেচা নিয়ে কি কি নির্দেশনা দিয়ে রাখছে? চলুন সংক্ষেপে জেনে নিই সবচেয়ে দরকারী বিষয়গুলো।
৫.১ আমি কত ডলার এনডোর্স করতে পারব?
আমরা সাধারণত বিদেশ কেন যাই? ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার জন্য তাই না? তাহলে জেনে নিন কোন বিষয়ের কি লিমিট।
৫.১.১ বিদেশ ভ্রমণ
ঘুরতে যাবেন? খুব মজা তাই না? কিন্তু কত ডলার নিতে পারবেন? এই সম্পর্কে ২০২০ সাল থেকে চালু হওয়া নতুন আইনে বলা আছে কোন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ১২,০০০ (বার হাজার) ইউ এস ডলার বা সমমানের বৈদেশিক মূদ্রা এনডোর্স করতে পারবেন।
পূর্বে এই বার হাজার ডলারের মধ্যে একটু শর্ত ছিল। তখন আপনি সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার এর জন্য ৫,০০০ ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা। আর সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার ব্যতিত অন্যান্য দেশ এর জন্য ৭,০০০ ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারতেন। কিন্তু ২০২০ থেকে দেশ বা অঞ্চলের এই নিয়ম নেই। এখন প্রাপ্তবয়স্করা প্রতিবছর ১২,০০০ ডলার ও ১২ বছরের কম বয়সীরা এর অর্ধেক মানে ৬,০০০ ডলার এন্ডর্স করতে পারবেন।
সুত্রঃ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার
৫.১.২ চিকিৎসাজনিত
চিকিৎসার জন্য তো বেশি ডলার দরকার হয়। তাই এটি ব্যাংক থেক করাতে হয়। আর এর জন্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ১০,০০০ (দশ হাজার) ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারবেন। তবে এর চেয়ে বেশি দরকার হলে ব্যাংকের সাথে যোগাযোগ করলেই তারা সব ব্যাবস্থা করে দিবে।
৫.১.৩ ব্যবসা
ব্যবসার ব্যাপার আলাদা। ব্যবসার জন্য আপনি বিদেশে গেলে আপনার বিদেশে থাকা খাওয়ার খরচ কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ভ্রমনকোটা থেকেই পূরণ করবেন। কিন্তু মালপ্ত্র কেনেকাটার পেমেন্টের জন্য এলসি করতে হয়। এই ব্যাপারে এখনো বেশি কিছু জানি না তা জানাতে পারছি না। আর এই পোস্ট প্রধানত ভ্রমণকারীদের জন্য তাই দরকারো হবে না। তারপরেও এলসি সম্প্ররকে জানতে এই লিংকে ক্লিক করুণ।
৬. সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
ডলার কিনতে হয় মানি এক্সচেঞ্জ বা ব্যাংক থেকে। পাসপোর্ট এ এন্ডোর্স সাপেক্ষে মানি এক্সচেঞ্জ বা ব্যাংক থেকে ডলার কেনা যায়। তবে মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনতে এন্ডর্স লাগে না (যদিও আইনত এভাবে করা যাবে না তবুও এটাই প্রচলিত)।
ডলার ভাঙানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার নিকটস্থ কোন মানি এক্সচেঞ্জে গিয়ে ভাঙ্গিয়ে নেয়া। এতে কোন কাগজপত্র সাধারণত লাগে না ও ঝামেলামুক্ত।
এটার উত্তর আগের প্রশ্নের মতই। গুগল থেকে একটা ধারণা নিতে পারেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এই লিংক থেকে আপডেট রেট জানতে পারেন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের সাইট থেকেও সেই ব্যাংকের নিজস্ব রেট জানতে পারবেন।
বিদেশি টাকা ভাঙানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার নিকটস্থ কোন মানি এক্সচেঞ্জে গিয়ে ভাঙ্গিয়ে নেয়া। এতে কোন কাগজপত্র সাধারণত লাগে না ও ঝামেলামুক্ত।
ডলারের রেট দেখুন গুগলে এই লিংকে ক্লিক করে। তবে এটা হল মিড মার্কেট রেট। আপনি ক্যাশ ডলার কিনতে গেলে ধরে রাখতে পারেন এই রেটের চেয়ে ১-২ টাকা বেশি দিয়েই কিনতে হবে।
শেষকথা
ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আমার মনে যেসব প্রশ্ন এসেছে তার উত্তর দেয়ার চেষ্টা করেছি। তারপরেও আরো কোন প্রশ্ন থাকলে করুন। আমি উত্তর দিব। প্রশ্নের জন্য সাইটের মেইন কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমার কাছে ইমেইলে নোটিফিকেশনে আসবে তাই দ্রুত উত্তর দিতে পারব। আর ফেসবুক কমেন্ট করলে আমাকে ম্যানুয়্যালি চেক করতে হয়, তাই একটু দেরি হতে পারে।
আর আপনার কাছে যদি আপডেট তথ্য থাকে অথবা কোন তথ্য ভুল মনে হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানান, আমি আপডেট করব। এতে সবারই উপকার হবে। আমি প্রপার ক্রেডিট দেয়ার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য। 🙂
নোটিশঃ সম্পুর্ন লেখা কপি করা নিষেধ। কোথাও কোন বিশেষ অংশ সাহায্যের জন্য দিতে পারেন তবে অবশ্যই ক্রেডিট হিসেবে এই পোস্টের লিংক দিবেন। অনেক সময় দিয়ে আপনাদের সুবিধার্ধে এই লেখাটি লিখা হয়েছে, তাই আশা করব কপি পেস্ট থেকে বিরত থেকে লেখকের কষ্টের মূল্য দিবেন।
Dollar endorsement er validity kotodin thake….ek site e dekhlam je january theke December r jokhn e kori sheta sudhu oi bochor er jnno valid….
Ami December e korate chacchilam endorse ar December er mddhe indian visa Pele indiay jabo vebechi….ekhn ami jodi December e endorse koriye visa pai ar December 25 e ba january first dike jai ete ki endorse niye smssha hbe…Note: bank accnt nei tai dollar endorse kore visa abedon krbo…kono bank statement nei….
ইন্ডীয়ান ভিসার জন্য ক্যাশ এন্ডর্স এর মেয়াদ থাকে ৩০ দিন।
ডলার থেকে রপি। এটা বাংলাদেশ থেকে নিতে হবে নাকি ভারতে গিয়ে
বাংলাদেশ থেকে ডলার নিয়ে যাবেন। ইন্ডিয়া গিয়ে ডলার এর বিনিময়ে রুপি নিবেন
আমার কাছে ডলার রয়েছে , আমি কোন দেশে ঘুরতে যাবোনা, ডলারগুলো কি টাকা তে রুপান্তর করতে পারবো?
পারবেন। যেকোন মানি এক্সচেঞ্জে চলে যান।
ভাই, আমি ইন্ডিয়া আজমীর শরীফ যেতে চাচ্ছি আমি এবং আমার মা। আমার ব্যাংক স্টেটমেন্ট আছে টাকাও আছে ৩ লক্ষ। আমার কি ব্যাংক এন্ডোর্স করা লাগবে?
আর আমার মায়ের তো অবশ্যই করা লাগবে কিন্তু উনার ডলার এন্ডোর্স কখন করতে হবে? ভিসা পাওয়ার আগে নাকি পাওয়ার পরে।
আর যেহেতু ভ্রমণে যাব তাই প্লিজ বলবেন কত টাকা ডলার এন্ডোর্স করতে হবে।
প্লিজ বিরক্ত না হয়ে উত্তরগুলো দিবেন।
ভিসা পেতে ব্যাংক স্টেটমেন্ট জমা না দিলে ডলার এন্ডোর্স করতে হয়। ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য ১৫০ ডলার এন্ডোর্স করতে হয়।
আর ভিসা পাওয়াত পর যেকোন দেশ ভ্রমণ করতে যে খরচ হবে সেটা ডলার হিসেবে নিতে ডলার এন্ডোর্স করা আইনত বাধ্যতামূলক।
আমি ক্রেডিট কারডে গত বছর টোফেল রেজিস্ট্রেশন করি এবং গতকাল সেটা ক্যান্সেল করি যার ফলে ৫০% ক্যাশব্যাক আসার কথা। আমার ডিসেম্বরে ডলার এন্ডোরস্মেন্টের মেয়াদ শেষ, তাহলে কি আমার নতুন করে এন্ডোরস না করা পর্যন্ত কোন ডলারে ক্যাশব্যাক আসবে না?
মেয়াদ শেষ হওয়া মানে ফরেইন পার্ট বন্ধ হয়ে গেছে। তাই কেউ রিফান্ড করতে পারবে না ওই কার্ডে যতক্ষণ না আপনি আবার ফরেইন পার্ট ওপেন করেন।
ভাই ভারত ভ্রমনে পাসপোর্টে ১০০ ডলার এনডোর্স করলে হবে,,
আপনার নাম্বারটা দিবেন এখানে নাহলে মেইলে।এ বিষয়ে একটু ঝামেলা আছে যেগুলা কথা না বললে বুঝতে পারবো না।
মেসেঞ্জারে এড করুন।
ভাই, আপ্নার আরটিকেল টি পড়ে অনেক উপকৃত হলাম। আমার একটা প্রশ্ন “এই ডলার এন্ডোরসমেন্ট করে কোল্কাতা গিয়ে সেই ডলার টা কোথা থেকে রুপিতে কনভার্ট করলে বৌধ হবে?” ধন্যবাদ ভাই।
যেকোন মানি এক্সচেঞ্জ থেকে৷ লাগ্লে রশিদ নিয়ে নিবেন।
আচ্ছা, মনে করেন আমি সাথে ডলার নিবো না। শুধু ১০ হাজার টাকা নিয়ে গেলে কি ডলার ইনডোরস করার দরকার আছে?
কেউ একজন বলেছিলো ডলার ইনডোরস বাধ্যতামুলক ভ্রমণের জন্য।
আইনত এতে কোন বাধা নেই। তবে বাইরোডে ঝামেলা করে এটা সত্য।
২০০ ডলার এনডোর্স করে চিকিৎসার জন্য বাকি ৩ বা ৪ হাজার ডলার নিয়ে কি ইন্ডিয়া যাওয়া যায়? যদি সব ডলার খরচ না হয় তাহলে তা ফেরত আনতে কি ঝামেলার শিকার হতে হয়? এক্ষেত্রে সমাধান কী?
দেশে ডলার আনতে কোন ঝামেলা নেই।
Bank statement diye indian visar apply korly account r type ki hote hobe?
Mane Savings/current/student savings account konta lagbe naki akta hole e hobe?
চলতি/সঞ্চয়ি। আসলে এমন কিছু বলা নেই নির্দিষ্ট করে।
১) ৫০০০ ডলার বা সমপরিমাণ বাংলা টাকা সাথে নিয়ে কি ইন্ডিয়া যেতে পারবো ?
২) কলকাতা এয়ারপোর্টে কি মানি এক্সচেঞ্জ করতে পারবো, টাকা থেকে ডাইরেক্ট রুপি?
-সাহায্যের জন্য ধন্যবাদ, ভাই!
১. ডলার নিতে পারবেন। তবে বাংলা টাকা ১০ হাজারের বেশি নিতে পারবেন না।
২. পারবেন।
অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
ভাই ইন্ডিয়ান ভিসার জন্য ডলার এনডোর্স বাংলাদেশে কিভাবে ভাঙাবো? কারন ইন্ডিয়াতে আর যাওয়া হয়নি।
ক্যাশ ডলার হলে মানি এক্সচেঞ্জে যান ভাই
আমি বালিতে (ইন্দোনেশিয়া) তে যাচ্ছি আগামী ২৩ সেপ্টেম্বর। আমি আমার আর আমার স্ত্রীর পাসপোর্ট এ ৬০০ + ৬০০= ১২০০ ডলার এনডরস করিয়েছি ব্র্যাক ব্যাংক থেকে । আমার প্রশ্ন – আমি যদি এখন অন্য ব্যাংক থেকে আরও অতিরিক্ত ২০০ ডলার এনডরস করাতে চাই- তবে কি সমস্যা হবে কোন ? আশা করি শীঘ্রই উত্তর পাবো।
কোন সমস্যা হবে না। আপনি যা করেছেন ও করতে চাচ্ছেন সবই নিয়ম সম্মত। আপনাদের ভ্রমণ শুভ হোক। 🙂
vai ami dollar chai na..just passport a add korte Chai jate kore ami visa ta korte pari..sei khettre bank ki amake amar passport a dollar endorsment kore dibe??..
Mane ora amake kono dolar dibe na ba amio oder kono taka dibo na…ora Just amake dollar endorsement er sertificate ta dibe???
না।
ভাই, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা তথ্য জানার ছিল :ivac ঢাকাতে কয়টা পর্যন্ত ভিসা আবেদন জমা দেয়া যায়?
মে বি ১ টা পর্যন্ত
ভাই, যেহেতু আপনার পোস্ট অনেক মানুষ ফলো করে, পোস্টে কিছু ছোট ছোট কারেকশন করবেন প্লিজ। তাহলে অনেকে আমার মত অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে রক্ষা পাবে।
১। ফিউচার পার্কের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডলার এন্ডোর্স করলে তারা ক্যাশ ডলার দিবে না, শুধুমাত্র তাদের ট্রাভেল কার্ড দিবে। এবং এজন্য তারা এক্সট্রা প্রায় ১৫০০ টাকা চার্জ রাখবে। ১৫০ ডলার এন্ডোর্স করতে প্রায় ১৪৪৭০ টাকা (এক্সাক্ট এমাউন্ট খেয়াল নাই, এরকমই হবে) নিয়ে যেতে হবে।
২। সোনালী ব্যাংকে এন্ডোর্স করতে গেলে, নতুন ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিসা আবেদন ফর্মের প্রথম পাতার কপি, পাসপোর্টে নামের পাতার কপি, পাসপোর্টের শেষের আগের পাতার কপি এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে। শুধু পাসপোর্ট নিয়ে গেলে কাজ হবে না।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। সোনালী ব্যাংক থেকে ডলার এনডোর্স করতে গেলে (সব ডকুমেন্টেশ সাথে নিয়ে) পাসপোর্ট হোল্ডারের ও কি সরাসরি উপস্থিত হতে হবে?
“সোনালী ব্যাংকে এন্ডোর্স করতে গেলে, নতুন ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিসা আবেদন ফর্মের প্রথম পাতার কপি, পাসপোর্টে নামের পাতার কপি, পাসপোর্টের শেষের আগের পাতার কপি এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে। শুধু পাসপোর্ট নিয়ে গেলে কাজ হবে না।”
সব নিয়ে গেলে আমার ধারনা পাসপোর্ট হোল্ডার না গেলেও হবে।
ভাই, খুব জরুরী একটা তথ্য জানার ছিল। ভিসা আবেদনকারী গৃহিনী । তার হাজবেন্ড কলেজের লেকচারার। সেক্ষেত্রে ভিসা ফরম ২য় পাতায় অপশন G. তে লেখা আছে Profession /Ocuparion details of spouse :Present occupation :Housewife.
Destination :Lecturer.দোকান থেকে পূরন করেছি। প্রশ্ন হল প্রেজেণ্ট Occupation বলতে কারটা বুঝানো হয়েছে?গৃহিনী র নিজের না তার হাজবেন্ডের। ধন্যবাদ।
এখানে তো হাজবেন্ডের বোঝানো হয়েছে। তবে সমস্যা হবে না মনে হচ্ছে। এখানে পেশা নিয়ে রকটা ঝামেলা মনে হয় যদিও।
সামিউল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পিসিতে বসলেই আমি আপডেট করে দেব। আসলেই অনেকের কাজে লাগবে এই তথ্য। 🙂
ভাই আমি যে পরিমাণ টাকার ডলার নিতে চাচ্ছি, সে পরিমাণ টাকা এখনো আমার হাতে আসে নি। আমার জার্নি ডেট ১৫ জুলাই। কিন্তু আমি চাচ্ছিলাম আগেই ডলার এন্ডোর্স করিয়ে নিতে। এখন আমি কি ৫০০০/= হাজার ডলার এর সম্পরিমাণ টাকা আমার কাছে না থাকা অবস্থায় ৫০০০ ডলার এন্ডোর্স করাতে পারবো?
ভাই, পোস্টে সব বিস্তারিত বলা আছে। সে পদ্ধতি ফলো করে দেখুন।
“আপডেটঃ আপনাদের জন্য সুখবর হচ্ছে এখন আইভিএসি ঢাকা ও আইভিএসি চট্টগ্রামে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বুথে আন্তর্জাতিক ভ্রমণ কার্ড এবং ক্যাশ ডলার এন্ডোর্স্মেন্ট করতে পারবেন।”
এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন ভাই। এখান থেকে এন্ডোর্স করে কি ভিসা আবেদন করা যাবে? আর এখানে এন্ডোর্স করা কি ঝামেলামুক্ত?
হ্যা, ভিসা আবেদন করার জন্যই কেন্দের ভিতর এ ব্যাবস্থা রাখা হয়েছে। ঝামেলামুক্ত মানে কি বোঝাচ্ছেন?
ভাই আমি যে পরিমাণ টাকার ডলার নিতে চাচ্ছি, সে পরিমাণ টাকা এখনো আমার হাতে আসে নি। আমার জার্নি ডেট ১৫ জুলাই। কিন্তু আমি চাচ্ছিলাম আগেই ডলার এন্ডোর্স করিয়ে নিতে। এখন আমি কি ৫০০০/= হাজার ডলার এর সম্পরিমাণ টাকা আমার কাছে না থাকা অবস্থায় ৫০০০ ডলার এন্ডোর্স করাতে পারবো?
ঝামেলামুক্ত বলতে বোঝাতে চাচ্ছি, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যেমন নিজস্ব একাউন্ট থাকা সংক্রান্ত ঝামেলা আছে, সেরকম কোনোকিছু আছে কিনা! কেন্দ্রে গিয়েই যদি করা যায় তাহলে কোনো ব্যাংকে আর দৌড়াদৌড়ির প্রয়োজন পরছে না।
না ভাই সেরকম কোন ঝামেলা নেই। শুধু টাকা আর পাসপোর্ট লাগবে। আবেদনের দিন চলে গেলেই হবে।
অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ আপনার কাজের উত্তম প্রতিদান দিক।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ivac থেকে ট্রাভেল কার্ড না নিয়ে কি ক্যাশ ডলার এনডোর্স করা যাবে?ধন্যবাদ।
আজ জানলাম ওরা ক্যাশ ডলার এন্ডোর্স করে না।
ইন্ডিয়া গিয়ে ডলার ইন্ডিয়ান কোন ব্যাংক থেকে রুপিতে ভাঙ্গবো???
ইন্ডিয়া গিয়ে ব্যাংক থেকে রুপি করতে হবে এমন নয়। আপনি যেকোন মানি চেঞ্জার থেকেও রুপি করতে পারেন।
কোন ব্যাংক হতে ৮০০০ ডলার নেওয়া যাবে । আমার ছেলের চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবো ।ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট আছে। ডলার ব্যাংক থেকে নিবো নাকি মানি এক্সচেঞ্জের মাধ্যমে নিবো। এক পাসপোর্টে নিবো নাকি সবগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্ট এর কাছাকাছি কোথায় ভালো হবে।
ভিসা ব্যাংক দিয়ে করলে ডলার মানি এক্সচেঞ্জ থেকে নেয়াই সহজ ও ঝামেলামুক্ত। আলাদা আলাদাও নিতে পারেন এবার একসাথেও নিতে পারেন।
২০.০৬.২০১৯ তারিখে থাইল্যান্ড সফর শেষে আমার নিকট আরও ৫০০০ ডলার পাসপোর্টে এনডোর্স করা আছে।আগামী আগষ্ট ২০১৯ সিঙ্গাপুর চিকিৎসা করতে যাব কিন্তু এখন কি এনডোর্সকৃত ৫০০০ ডলার রাখতে পারিব?
নিয়ম হচ্ছে প্রতিবার কোন দেশে যাওয়ার সপময় এন্ডোর্স করে যাওয়া এবং সব ডলার খরচ না করলে দেশে এসে আবার ডলার ভাঙ্গিয়ে নেয়া। তারপর নতুন দেশে যেতে হলে আবার এন্ডর্স করা। আর এন্ডোর্মেন্ট নিয়ে সাধারনত কোন সমস্যা বাইরের দেশের ইমিগ্রেশনে হয় না। সমস্যা হলে দেশে হতে পারে, তবে সেটার চান্সও খুব কম।
vaia by air e jaoar khetre ki doller endorsement joruri. Overall doller endorsement chara gele ki kono problem face korte hobe?
প্রবলেম সচরাচর ফেস করতে হয় না। তবে বাকিটুকু আমি পোস্টেই বলছি।
Hi,
I want to go with my Wife. She does not have any Bank Statement. Can she apply using my Bank statement? How much should I have for last six month ending balance to get the VISA for both person? Please advise.
Hi,
Yes, she can use your bank statement. Per person 20000 that means 40000 should suffice for both.
bhaia assaalamu alaikum.ami rangpur e thaki..ami darjeeling tour dibo.amr tour e 7000tk cost hobe.because olpo diner tour…so aamr visa korar jonno aamr koto tk endrosement kora lagbe??
or bank account mama r dekhale visa dibe??
অআলাইকুম আসসালাম,
ভিসা করতে হ্য এন্ডোর্স্মেন্ট লাগে না হয় ব্যাংক স্টেটমেন্ট লাগে।
এন্ডোর্সমেন্ট করতে হয় মিনিনাম ১৫০ ডলার।
মামার ব্যাংক স্টেটমেন্ট হয় বলে শুনিনি কখনো।
I’m gonna travel Thailand with my wife, mother in law & my child (1year old). Is endorsement required for every passport?
It is not required that your dependents endorse dollar individually.
আসলে ১৫০ডলার এন্ডোর্স করা তো বিশাল খরচ, আমি যদি মাত্র কয়েক হাজার নিতে চাই তাইলেও কি ১৫০$ এন্ডোর্স করতে হবে? সেক্ষেত্রে খরচ না হউয়া টাকা কী করব?
বিশাল খরচ কোথায়? ২০০-৩০০ টাকা। আপনার উত্তর দেয়া আছে পোস্টে। আপনি নিতে পারেন যত খুশি। তবে এন্ডোর্সের বাইরের এমাউন্ট illegal., কিন্তু এটা আমাদের দেশে দেদারছে চলে।
ভাই এয়ারপোর্টে কি কত ডলার সাথে নিয়েছি তা গুনে দেখে বা সচোখে চেক করে?
১,০০০ ডলার এনডর্স করে কি ৪,০০০ ডলার সাথে নেয়া যাবে, না কি এয়ারপোর্টে আটকে দিবে?
সাধারনত চেক করে না। নেয়া যায় তবে ব্যাপারটা অবেধ.
বাচ্চার বয়স ১০, সাথে ওর মা যাবে, দুই জনের পার্সপোর্টেই কি ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে নাকি শুধু মায়ের পার্সপোর্টে করলেই হবে?
ভাই আর একটা প্রশ্ন। আমি যদি ব্যাংক হতে করি তাহলে কি ১৫০ ডলার পরিমাণ বাংলা টাকা নিয়ে যেতে হবে। আর কোন প্রাইভেট ব্যাংকে করা যাবে কিনা।
সব উত্তর এই পোস্টে দেয়া আছে। আবার পড়ুন ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আমার একাউন্ট নতুন প্রায় ১.৫ মাস হইসে। আমি একমাসের ব্যাংক স্টেটমেন্ট নিলাম। কিন্তু ইন্ডিয়ান বিসা এপ্লাই করতে নাকি ৬ মাসের স্টেটমেন্ট লাগে। সে ক্ষেত্রে আমি কি করতে পারি?
হ্যাঁ, ছয় বিগত মাসের ব্যাংক স্টেটমেন্ট চায়। আর কমপক্ষে ৩ মাস না হলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা বেদন না করাই ভাল। আপনি ডলার এনডোর্স করে আবেদন করুন। আপ্নাকেও ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।
১৫০ ডলার মানি এক্সচেঞ্জ দিয়ে ইন্ডিয়ান ভিসা এপ্লাই করা যাবে না।
পোস্টে বলা আছে, কোন ব্যাংক থেকে করতে হবে।
আসসালামুআলাইকুম।
ভাই আমি আমার এক ছোট ভাইকে
৫০০০ হাজার টাকা ও ২ কপি ছবি
এবং পাসপোর্ট ও একটা বিদ্যুৎ বিলের কাগজ
দিয়েছি। এখন আমি কি ভিসা পাবো।
ওয়ালাইকুমআসসালাম।
ছোট ভাইকে দিয়েছেন মানে, সে কি আপনার আবেদন করবে?
ভিসা পবেন কিনা বলার কোন উপায় নেই। ভিসা দিবে কি দিবে না সেটা ইন্ডিয়ান হাই কমিশনের বিবেচনা। 🙂
ট্রেনে/বিমানে গেলে কি এটা চেক করে, ভাই?
ঘুষ যেহেতু দেয়াই যায় সেক্ষেত্রে ১৫০ এন্ডোর্স করিয়ে সাথে ১০,০০০ এর অধিক টাকা নিলেও তো সমস্যা নেই, নাকি?
ট্রেনে/বিমানে গেলে কি এটা চেক করে, ভাই?
সহজ জিনিস কি ভাই, এত ঝামেলা করে টাকা নেয়ার দরকার টা কি? এখান থেকে ডলার নিলে কলকাতায় বেশি রেট পাচ্ছেন, ব্যাপারটা লিগ্যাল, অনেকগুলো নোট নেয়া লাগে না, বর্ডারে ঝামেলার চান্স নাই। এত সুবিধা থাকতেও টাকা কেন নিয়ে যাবেন বুঝি না। আর আমি ঘূষ টুষে অভিজ্ঞ না।
ধরুন, ভারত যাওয়ার জন্য ১৫০ ডলার এন্ডোর্স করলাম।কিন্তু এই পরিমাণ অর্থ দিয়ে তো ইচ্চামতো ভারতের যেকোনো স্থানে (যেমন-কাশ্মীর) ঘুরা সম্ভব না,আরো বেশি প্রয়োজন।সেক্ষেত্রে ১৫০ ডলারের বেশি ক্যারি করা কি আইনত বৈধ?বর্ডার ক্রসের সময় কি সমস্যায় পরতে হবে?
বাই ট্রেন /এয়ারে গেলে কি এই এন্ডোর্সমেন্টের বেশি কম পরিমাণ ডলার নেয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে?
আসলে নিয়ম হল ডলার কেনা মানেই এন্ডোর্স করা। আমরা অনিয়ম করতে করতে এখন ডলার কেনা আর এন্ডোর্স করা দুইটা লাদা ব্যাআর করে ফেলেছি। যত এন্ডোর্স করবেন তার বেশি ডলার বহন করা অবৈধ। বর্ডার ক্রসের সময় চেক করে না। শুধু জানতে চায় কত নিচ্ছেন। আর ধরা পড়লেও জানেন তারা শাস্তি দিবে না ঘুষ নিবে। 🙁
সব জায়গায়ই একই নিয়ম। ঝামেলা হয় না, কারণ ওপেন সিক্রেট হিসেবে এইটাই চলে এখন।
ধরা পড়লে ঘুষ কী পরিমাণ নিতে পারে?
আর এই চেকিং বা ঘুষ কি শুধুই বাংলাদেশ পার্ট এর ইমিগ্রশনের জন্য প্রযোজ্য নাকি ওপারেও চেক করে?
আর রুপি কি এদেশে আনার নিয়ম আছে?
এত টেনশন নিয়েন না। ১০০-২০০ এর মত। ওপারে শুধু ডলার আছে নাকি জিগ্যেস করে। না, রুপি ইন্ডিয়ার বাইরে নেয়ার নিয়ম নেই।
ঘুষ দিয়ে যেহেতু পার হওয়াই যায়,সেক্ষেত্রে তো এখানে ১৫০ ডলারের সাথে বাংলাদেশি টাকা আমার প্রয়োজনমতো (২৫-৩০ হাজার) নিয়ে গিয়ে কলকাতা থেকেই ভাঙাতে পারব নাকি?
আর ট্রেনে/বিমানে গেলে কি এই এন্ডোর্সমেন্ট আর সাথে কত নিচ্ছি চেক করে, ভাই?
ভাইয়া আমি স্টুডেন্ট ভিসাতে ইন্ডিয়া যাব বাট আমার বাবা ও মার কোনো ব্যাংক একাউন্ট নাই সেই ক্ষেএে আমি কি ডলার এনডোসমেন্ট করে স্টুডেন্ট ভিসাতে ইন্ডিয়া যেতে পারবো….??
আমি মতিঝিল সোনালী ব্যাংক থেকে ১৫০ ডলার এন্ডোস করতে গেলে ওরা আমাকে জানাই নোট হবে না খুচরো (যেমনঃ ৫ ডলার, ১০ডলার,২০ডলার…) হবে, আমি শুনেছি খুচরো ডলারের রেট কম, একথা কতটুকু সত্য এবং এক্ষেত্রে আপনার মতামত কি?
হ্যাঁ আমিও গিয়েছিলাম গত মাসে। ওরা আমাকেও তাই বলেছিল তাই আমি মানি এক্সচেঞ্জ থেকে নিয়েছি। সত্যিই খুচরো ডলারের রেট একটু কম।
আমার ক্রেডিট কার্ড এ এন্ডোর্স করা আছে । ভিসা ক্রেডিট কার্ডের এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট দিয়ে করা । কিন্তু ক্রেডিট কার্ড থেকে তো আমি ক্যাশ ডলার পাচ্ছি না ।
সাথে ক্যাশ ডলার তো আমাকে নিতেই হবে। তাহলে কি আমাকে আবারো মানি এক্সচেঞ্জ/ব্যাংক থেকে ডলার এন্ডোর্স করে (ক্যাশ ডলার ) সার্টিফিকেট নিতে হবে?
ক্যাশ ডলার যদি লাগে তাহলে তো অবশ্যই এন্ডোর্স করতে হবে। সার্টিফিকেট আপনি না নিতে পারেন যদি টাকা বাচাতে চান।
ডলার এনডোর্স কি ভিসা ফর্ম জমা দেওয়ার পরে করা যায় নাকি আগে করতে হয়?
ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করলে ভিসা ফর্ম জমা দেওয়ার পরে মানে ইন্ডিয়া যাওয়ার আগেই করলেই হবে।
ডলার এন্ডোর্সমেন্ট করে ডলার খরচ না করা হলে পরবর্তী বছরে কি আরো ১২ হাজার ডলার এন্ডোর্স করে মোট ২৪ হাজার ডলার রাখা যাবে??
না, কোন অবস্থাতেই নিজের কাছে ডলার স্টোর করে যাবে না (মানে লিগ্যাল না আরকি)। নিয়ম হল ডলার বেশি হলে বা ভ্রমনে সব খরচ না হলে দেশে এসে আবার টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করে নেয়া।
ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়ার পর যাওয়ার আগে ডলার কোথা থেকে এনডোর্স করব? ক্রেডিট কার্ড এনডোর্স করে কি যেকোন জায়গা থেকে ডলার কিনতে পারবো?
ভিসা হয়ে গেলে যেকোন মানি এক্সচেঞ্জ থেকে ডলার কেনাই সহজ ও ঝামেলামুক্ত। ক্রেডিট কার্ড এনডোর্স করলে সেই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা ও অন্য দেশের সাপোর্টেড এটিএম থেকে সেই দেশের মুদ্রা তুলতে পারবেন। ক্রেডিট কার্ড এনডোর্স করে অন্য জায়গা থেকে ডলার কেনার মাঝে কোন সম্পর্ক নেই।
ভাই, আমি স্টুডেন্ট, ডলার এন্ডোস করতে চাই। আগে ভিসা ফ্রম ফিল করব নাকি আগে এন্ডোস করব? ১৫০ ডলার এন্ডোস করলে হবে? ইন্ডিয়া যাওয়ার সময় কি ডলার দেখাতে হবে? (মানে আমি এন্ডোস করে যদি আবার তা বেচে দেই মানি এক্সচেঞ্জ এ)
আমার বা বাবা/মায়ের ব্যাংক একাউন্ট নেই তো কি করব?
আর এন্ডোস/ ব্যাংক স্টেট ছাড়া কি ইন্ডিয়ান ভিসা দেবে?
ইন্ডিয়া যেতে কত টাকা লাগে বরডারে?(মানে ভ্রমন কর বা অন্য কোন খরচ?)
জয় ভাই, ভিসা ফর্ম আগেও ফিল করতে পারেন আবার পরেও ফিল করতে পারেন। ভিসা ফর্মে কোথাও ডলার এন্ডোর্সের কোন তথ্য লাগে না।
জ্বি, ইন্ডিয়া ভিসা বেদনের জন্য ১৫০ ডলার এন্ডোর্স করলেই হবে।
ডলার দেখাতে হয় না সাধারণত। শুধু বাংলাদেশ এর বর্ডারে জানতে চাইবে কত ডলার নিচ্ছেন। আর দেখতে চাইতেও পারে ভাগ্য খারাপ হলে।
বেচে দিতে পারেন। সেক্ষত্রে তো যখন ইন্ডীয়া যাবেন আবার ডলার কিনতে হবে।
বা বাবা/মায়ের ব্যাংক একাউন্ট নাই এজন্যই তো ডলার এন্ডোর্স করে ভিসা বেদন করবেন।
শুধু ভ্রমণ কর লাগে। ৫০০ টাকা। দেখুন ভ্রমণ কি, কত ও কোথায় দিয়ে হয়।