Skip to main content
ট্রান্সফারওয়াইজ একাউন্ট ভেরিফাই

ট্রান্সফারওয়াইজ/ওয়াইজ একাউন্ট খোলা, ভেরিফাই ও একটিভ করা

Last updated on November 18th, 2021 at 06:59 pm

আমি আমার আগের পোস্টে বলেছি ওয়াইজের (ট্রান্সফারওয়াইজ) সুবিধা অসুবিধা। সেটা পরে থাকলে দুই মিনিটে পড়ে নিন এখান থেকে। ট্রান্সফারওয়াইজ এর তুলনামূলক বেশি রেটের কারনে এখন অনেকেই পেওনিয়ার থেকে ট্রান্সফারওয়াইজের দিকে ঝুকছেন। তো আজ এই পোস্টে আমি ট্রান্সফারওয়াইজ এ একাউন্ট খোলা, আইডি ভেরিফিকেশন ও ২০ ডলার লোড করে কিভাবে একাউন্ট একটিভ করে ব্যাংক ডিটেইলস পাবেন তা দেখানোর চেষ্টা করব।

ওয়াইজ এ একাউন্ট খোলা

একাউন্ট খোলা খুবই সহজ, আর দশটা সাইটের মতই। প্রথমে এই লিংকে গিয়ে ইমেইল, পাসওয়ার্ড আর দেশ সিলেক্ট করে একাউন্ট খুলে নিন। একাউন্ট টাইপ Personal আর Business আছে। আপনার সাধারণ ব্যবহারের জন্য Personal সিলেক্ট করুন। তারপর সেটিং থেকে ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা পুরন করুন। তথ্যগুলো আপনার অফিসিয়াল ডকুমেন্ট যেমন স্মার্ট কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে অনুযায়ী দিন। ফোন নম্বর ভেরিফাই করে নিন, লগিন করতে ভেরিফিকেশন কোড যাবে। ব্যস হয়ে গেল একাউন্ট।

(উপরে দেয়া লিংকটি আমার রেফারাল লিংক।  https://transferwise.com/invite/u/saifuli72এখান থেকে একাউন্ট খুললে আপনার জন্য প্রথমবার ৫০০ পাউন্ড পর্যন্ত বা সমপরিমাণ অন্য কারেন্সীর ট্রান্সফারের একদম ফ্রি। কোন ফি লাগবে না। আর আপনি চাইলে রেফারাল লিংক ছাড়াও এখান থেকে একাউন্ট করতে পারেন )

ওয়াইজ একাউন্ট ভেরিফিকেশন ও একটিভ করা

একাউন্ট খোলা পর্যন্ত আমার কোন ভেরিফিকেশন লাগে নাই। কোন ট্রানজেকশন করতে গেলেই প্রথমে ভেরিফিকেশন চায়। ট্রান্সফারওয়াইজ এর Upwork বা অন্য মার্কেটপ্লেস, কোম্পানি বা ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে আমাদের ওদের দেয়া ভার্চুয়াল একাউন্টগুলো ব্যবহার করতে হয়।

তবে ভার্চুয়াল একাউন্টগুলো নেয়ার জন্য প্রথমেই আপনার একাউন্টে কমপক্ষে ২০ ডলার লোড করতে হবে। দুঃখের কথা হল প্রায় সব দেশি কার্ড দিয়েই ট্রান্সফারওয়াইযে লোড করা যায় না বাংলাদেশ ব্যাংকের নিয়মের কারনে। তাই পেওনিয়ার বা অন্য কোন কার্ড দিয়ে লোড করতে হবে। এছাড়া আপনাকে অন্য কোন ট্রান্সফারওয়াইজ ব্যবহারকারী যদি ২০ ডলার পাঠায় তাহলেও একাউন্ট একটিভ হয়ে যাবে।

এখন আপনি যদি কার্ড দিয়ে লোড করেন তাহলে লোড সাক্সেসফুল হওয়ার সাথে সাথেই ভেরিফিকেশন এর জন্য ডকুমেন্ট চাইবে। এর জন্য আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর ছবি বা স্ক্যান কপি সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার কয়েক মিনিটেই আমার ডকুমেন্ট এপ্রুভ হয়ে গিয়েছিল, আমি পাসপোর্ট দিয়েছিলাম। এ টা এপ্রুভের পর আবার সাথে সাথেই Held ID চেয়েছিল, মানে যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেটা সামনে ধরে একটা ছবি। সেটা দেয়ার সাথে সাথেও এপ্রুভ হয়েছিল। তবে

তবে ২য় একটি একাউন্ট করার সময় প্রথম একাউন্ট থেকে ২০ ডলার সেন্ড করতে গিয়েছি যখন তখন দেখাইলো যে আমার ২য় একাউন্টটি ভেরিফাই করতে হবে আর ইমেইলে ইমেইল আসল ডকুমেন্ট দিতে। এবার শুধু পাসপোর্ট স্ক্যান কপি দিতেই ফুল ভেরিফাই হয়ে গেল আর Held ID দিতে হয় নাই। আর এর পরেই আমি প্রথম একাউন্ট থেকে ২০ ডলার সেন্ড করলাম আর একাউন্ট ভেরিফাই হয়ে গেল।

এখন আপনি আপনার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট নিয়ে ব্যবহার করতে পারবেন। ওদের অনেক কারেন্সির একাউন্ট আছে। শুধু একবার ২০ ডলার দিয়ে একটিভ করে নিলেই আপনি প্রয়োজনমত কারেন্সী একাউন্ট Open a balance থেকে খুলে নিতে পারবেন।

গুরত্বপুর্ন একটা সেটিং

আপনি যদি চান অন্য ট্রান্সফারওয়াইজ ইউজার আপনাকে এপ ব্যবহার করে খুজে পাক তাহলে আপনাকে সেটিংস থেকে Contacts on TransferWise অপশন থেকে email আর phone অপশন অন করে দিতে হবে। এটা করলে অন্য ট্রান্সফারওয়াইজ ইউজার তার ফোনের Contacts এ আপনার ট্রান্সফারওয়াইজ একাউন্টে ব্যবহৃত ইমেইল বা ফোন নম্বর থাকলে আপনাকে খুজে পাবে ও ফান্ড সেন্ড করতে পারবে। কারন ট্রান্সফারওয়াইজ এ এখনো শুধু ইমেইল দিয়ে ওয়েবসাইটে ইউজারদের খুজে পাওয়া যায় না। কিন্তু আপনার অন্যদের থেকে ফান্ড নেয়ার দরকার না হলে আপনি প্রাইভেসির জন্য এ অপশন বন্ধ করেও রাখতে পারেন।

২০ ডলার লোড করার বিড়ম্বনা ও সল্যুশন

আগেই বলেছি দেশি কার্ড দিয়ে ওয়াইজে লোড করা যাচ্ছে না। দেশের সব কার্ডেই এই টাইপের মানি ট্রান্সফার সার্ভিসে পে করার সুযোগ বন্ধ। এছাড়া আগে পেওনিয়ার কার্ড দিয়েও খুব সহজে ২০ ডলার লোড করে ভেরিফাই করা যেত। তবে ইদানিং অনেক সময় ডিক্লাইন। করে তবে দেখা গেছে USD কারেন্সিতে লোড না করে অন্য কারেন্সি যেমন GBP, EUR তে লোড দিলে কাজ করে ভাল। আর যেকোন এক কারেন্সিতে লোড দিলেই সব কারেন্সির ব্যাংক ডিটেইলস পাবেন।

তাই এখন আমাদের জন্য একটাই উপায় আছে তা হল অন্য একটিভ ওয়াইজ ইউজার থেকে ২০ USD/GBP/EUR নিয়ে ভেরিফাই করা। আপনি আপনার পরিচিত কারো থেকে নিতে পারেন অথবা এই ওয়াইজ কমিউনিটি গ্রুপে পোস্ট করতে পারেন হেল্প এর জন্য।

আমি আগে কিছু শর্ত সাপেক্ষে এই ২০ ডলার লোড দিতাম তবে এখন দিচ্ছি না, কারন ব্যালেন্স নাই।

ট্রান্সফারওয়াইজ সম্পর্কিত আরো পড়ুন

শেষকথা

আশা করি ট্রান্সফারওয়াইজ একাউন্ট খোলা থেকে একটিভ করা পর্যন্ত আপনাকে একটা ধারণা দিতে পেরেছি। কোন প্রশ্ন থাকলে করুন, আমি উত্তর দিব। প্রশ্নের জন্য সাইটের মেইন কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমার কাছে ইমেইলে নোটিফিকেশনে আসবে তাই দ্রুত উত্তর দিতে পারব। ফেসবুকেও কমেন্ট করতে পারেন তবে উত্তর একটু দেরি হতে পারে।

আর আপনার কাছে যদি আপডেট তথ্য থাকে অথবা কোন তথ্য ভুল মনে হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানান, আমি আপডেট করব। এতে সবারই উপকার হবে। আমি উপযুক্ত ক্রেডিট দেয়ার চেষ্টা করব।

অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

Saiful Islam Sohel

আমি সাইফুল ইসলাম সোহেল। ভালো লাগে নিত্য-নতুন বিষয় সম্পর্কে জানতে ও অন্যকে জানাতে। লিখতে অনেক ইচ্ছে হয় কিন্তু সময় বের করে লিখতে পারি না। আর কিছু লিখতে পারলে অনেক ভালো লাগে। ২০১৩ সাল থেকে ফ্রিল্যান্স ইন্টারনেট রিসার্চার ও সেলস এসোসিয়েট হিসেবে কাজ করছি আপওয়ার্কে। বর্তমানে বি.এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। কিন্তু ইঞ্জিনিয়ারিং-এ মন নেই, পড়তে হচ্ছে বলে পড়ছি। ক্যারিয়ারে নিজের মত করে কিছু করতে মন চায়। ভ্রমনের প্রতি আকর্ষন তীব্র আমার। তবুও দেখা যায় বছর শেষে দু এক জায়গার বেশি যাওয়া হয় না। :-( আরো পড়ুন https://nirbodh.com/about/

কমেন্ট করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.